ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাড্ডার চার খুনের আসামির গলাকাটা লাশ উদ্ধার

প্রকাশিত: ০৬:০৮, ১৮ সেপ্টেম্বর ২০১৬

বাড্ডার চার খুনের আসামির গলাকাটা লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর যাত্রাবাড়ীতে রাস্তা পার হওয়ার সময় প্রাইভেটকারের চাপায় মাইনুদ্দিন হাসান মাহিন নামের তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু, ডেমরা থেকে বাড্ডার ফোর মার্ডার মামলার আসামি পিকআপ চালক পারভেজের গলা কাটা বস্তাবন্দী অর্ধগলিত লাশ উদ্ধার ও পুরান ঢাকার বহুতল চাঁন ম্যানশনে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। অগ্নিকা-ে কোন হতাহতের ঘটনা ঘটেনি। শনিবার বেলা পৌনে এগারোটার দিকে যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকার হাশেম সড়কের মাথায় রাস্তা পার হওয়ার সময় একটি প্রাইভেটকার মাহিনকে চাপা দেয়। যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক আকরাম হোসেন জনকণ্ঠকে বলেন, মাহিনরা দুই ভাই। মাহিন বড়। দুই ভাই মা নাজমা বেগমের সঙ্গে রাজধানীর কদমতলী থানাধীন এক আত্মীয়ের বাসায় বেড়াতে এসেছিল। বেড়িয়ে তারা ডেমরার আমুলিয়ার নিজ বাড়িতে ফিরছিল। ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় একটি প্রাইভেটকার মাহিনকে চাপা দিলে দুর্ঘটনাটি ঘটে। ঢাকা মেডিক্যাল সূত্র জানায়, দুপুর একটায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মাহিনের মৃত্যু হয়। মাহিন ডেমরা এলাকার আমুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। সে ডেমরার আমুলিয়া এলাকার বাসিন্দা মোঃ ওলিউল্লাহর ছেলে। পুলিশ কর্মকর্তা আকরাম আরও জানান, বিকেল সাড়ে চারটায় মাহিনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে কোন মামলা হয়নি। শনিবার দুপুরে বাড্ডার বামইল মোল্লারটেক এলাকার একটি ঝোপ থেকে অর্ধগলিত অবস্থায় পারভেজ (২০) নামের এক পিকআপ চালকের বস্তাবন্দী অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার পিতার নাম মোঃ জালাল। বাড়ি শরিয়তপুর জেলার নড়িয়া থানা এলাকায়। সে পূর্ব বাড্ডায় বসবাস করত। উদ্ধারকালে পারভেজের লাশটি হাত-পা রশি দিয়ে বাঁধা অবস্থায় বস্তায় ভরা ছিল। লাশটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ডেমরা থানার উপ-পরিদর্শক আব্দুল কুদ্দুস জনকণ্ঠকে বলেন, পারভেজ তার এক বন্ধুর কাছে ৭০ হাজার টাকা পেত। ওই বন্ধুর বাড়ি বামইল এলাকায়। ঈদের আগের দিন সোমবার রাতে বন্ধুর কাছে পাওনা টাকা আনতে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়। এ ব্যাপারে বাড্ডা থানায় পারভেজের পরিবারের তরফ থেকে একটি সাধারণ ডায়েরিও করা হয়। ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, পারভেজ বাড্ডার ফোর মার্ডার মামলায় গ্রেফতার হয়েছিল। পরবর্তীতে জামিনে ছাড়া পায়। সে ওই মামলার আসামি। প্রসঙ্গত, গত বছরের ১৩ আগস্ট রাতে রাজধানীর মধ্যবাড্ডায় সন্ত্রাসীদের গুলিতে ঘটনাস্থলেই নিহত হন যুবলীগ কর্মী ও উত্তর বাড্ডার এইচএএফ হাসপাতালের ব্যবস্থাপক ফিরোজ আহমেদ মানিক (৪৫) ও ঢাকার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শামসুদ্দিন মোল্ল্যা ওরফে শামছু মোল্ল্যা (৫৩)। ওই ঘটনায় গুলিতে আহত যুবলীগ নেতা আব্দুস সালাম (৪৩) ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ঢাকা উত্তরের সহকারী সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান গামা (৪৫) গত ১৪ আগস্ট রাজধানীর গুলশান ইউনাইটেড হাসপাতালে মারা যান। অন্যদিকে শনিবার দুপুর দুইটার দিকে পুরান ঢাকার বংশালে চাঁন ম্যানশন নামের ছয়তলা ভবনের পাঁচতলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট বেলা আড়াইটার দিকে আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে ফায়ার সার্ভিস জানায়।
×