ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জেরুজালেমে নিরোর ছবির স্বর্ণ মুদ্রা

প্রকাশিত: ০৬:০৩, ১৮ সেপ্টেম্বর ২০১৬

জেরুজালেমে নিরোর ছবির স্বর্ণ মুদ্রা

ইসরাইলে সাবেক রোমান সম্রাট নিরোর ছবি সংবলিত একটি স্বর্ণ মুদ্রা পাওয়া গেছে। মুদ্রাটিকে এ যাবৎকালের সবচেয়ে ব্যতিক্রমী মুদ্রা বলা হচ্ছে। মুদ্রাটির গায়ে নিরোর ছবির পাশাপাশি খ্রিস্টপূর্ব ৬০ অব্দ লেখা রয়েছে। এর ঠিক ১০ বছরের মাথায় জেরুজালেম শহরকে ধ্বংস করে রোমান সৈন্যরা। তাই মুদ্রাটিকে ব্যতিক্রম আখ্যা দিয়েছেন গবেষকরা। ইতিহাসে উল্লেখ আছে, রোমান সৈন্যরা খ্রিস্টপূর্ব ৭০ অব্দে জেরুজালেমে হামলা চালিয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। লুটতরাজের পাশাপাশি অনেক উপ্যসনালয় ধ্বংস করে তারা। এ রকম একটি ধ্বংসপ্রাপ্ত উপাসনালয়ে সম্প্রতি খননকাজ পরিচালনা করে এই মুদ্রা পাওয়া গেছে। প্রতœতত্ত্ববিদ সিমন গিবসন বলেন, মুদ্রাটি নিঃসন্দেহে ব্যতিক্রম। কারণ, এর আগে ইসরাইলে এই ধরনের মুদ্রা পাওয়া যায়নি। তবে কোন ব্যক্তিগত মুদ্রা সংগ্রাহক মুদ্রাটির মালিক কিনা তা নিয়ে গবেষণা প্রয়োজন বলে মত দেন তিনি। ২০১৩ সালে জেরুজালেমে ধ্বংসপ্রাপ্ত এই উপাসনালয়ের খোঁজ মেলে। এর পর থেকে এখানে বৈজ্ঞানিক খনন পরিচালনা করা হচ্ছে। এই মুদ্রা নিয়ে আরও গবেষণা দরকার বলে মনে করছেন গিবসন। ব্রিটিশ ঐতিহাসিক ডেভিড জ্যাকোবসন বলেন, আমার ধারণা খ্রিস্টপূর্ব ৬০ অব্দে রোমের টাকশাল থেকে এই ঝকঝকে স্বর্ণ মুদ্রাগুলো ছাড়া হয়। আর এর এক দশক পর রোমানরা জেরুজালেম শহরে হামলা ও লুটতরাজ চালায়। তার ধারণা, জেরুজালেমের সাবেক যে গ্রামে মুদ্রাটি পাওয়া গেছে সেখানে এক সময় ইহুদী বসতি ছিল। এই গ্রামের উপাসনালয়ে লুটতরাজে অংশ নেয়া কোন রোমান সৈন্য মুদ্রাটি ভুলক্রমে ফেলে যেতে পারে।-জেরুজালেম পোস্ট ও ইউপিআই।
×