ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফিরতি হজ ফ্লাইট শুরু ॥ ফিরেছেন ১০৫৮ হাজী

প্রকাশিত: ০৬:০২, ১৮ সেপ্টেম্বর ২০১৬

ফিরতি হজ ফ্লাইট শুরু ॥ ফিরেছেন ১০৫৮ হাজী

স্টাফ রিপোর্টার ॥ পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে বাংলাদেশী হাজীদের নিয়ে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে। শনিবার বেলা সোয়া দুইটায় সৌদি এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইট ৩৯৮ জন হাজী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপরই বেলা তিনটার সময় আরও একটি ফ্লাইট পৌনে তিন শ’ হাজী নিয়ে ঢাকা আসে। সন্ধ্যা সাড়ে ছয়টায় সৌদিয়ার আরও একটি ফ্লাইট চার শতাধিক হাজী নিয়ে শাহজালালে অবতরণ করে। সব মিলিয়ে মোট ১০৫৮ জন হাজী নিয়ে আসে সৌদিয়ার তিনটি ফ্লাইট। বিমানবন্দরে দুটি আগমনী টার্মিনালেই হাজীদের স্বজনরা তাদের স্বাগত জানান। এদিকে রাত আটটায় বিমানের প্রথম ফ্লাইট ঢাকায় অবতরণের সিডিউল থাকলেও সেটা আসেনি। সেই ফ্লাইট রাত দুটো থেকে আড়াইটার মধ্যে অবতরণের কথা জানিয়েছেন ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন এম মোসাদ্দিক আহমেদ। তিনি বলেছেন, জেদ্দা বিমানবন্দর থেকে বিমানের প্রথম ফ্লাইট স্থানীয় সময় বেলা এগারটায় ঢাকার উ্েদ্দশে রওনা হবার সিডিউল ছিল। কিন্তু হাজীরা সঠিক সময়ে জেদ্দা বিমানবন্দরে পৌঁছাতে না পারার কারণে সময়ের কিছুটা হেরফের ঘটেছে। বিমান সূত্র বলছে, প্রথম ফ্লাইটে ৪১৯ জন হাজীর সবাই ছিলেন ব্যালটি। তাদের সৌদি আরবে দেখভাল করা ও বিমানবন্দরে পৌঁছে দেয়ার একক দায়িত্ব মোয়াল্লেমের। সৌদি সরকারের নিয়ন্ত্রণে থাকা ওই মোয়াল্লেমের কাছেই জিম্মি বাংলাদেশী হাজীরা। শনিবার স্থানীয় সময় বেলা এগারটায় বিমানের প্রথম ফিরতি ফ্লাইট ধরার জন্য ওই হাজীদের অন্তত ৭-৮ ঘণ্টা আগে জেদ্দা বিমানবন্দরে নিয়ে আসতে পারেননি মোয়াল্লেম। এমনকি ফ্লাইট ছাড়ার নির্দিষ্ট সময়ের দুই ঘণ্টা আগে মাত্র ৬৯ জন হাজীকে আনা হয় বিমানবন্দরে। ৪১৯ আসনের ওই ফ্লাইট মাত্র ৬৯ জন হাজী দেখে হতাশ বিমানের কর্তারা তাৎক্ষণিক ফ্লাইট বাতিলের ঘোষণা দেন। রাতে এ রিপোর্ট লেখার সময় ওই ফ্লাইটে হাজীরা চেকইন করছিলেন বলে একজন হাজী ফোন করে জনকণ্ঠকে নিশ্চিত করেন। এদিকে বিমানের একাধিক কর্তা জানিয়েছেন, প্রথম ফ্লাইট বাতিল হবার জের হিসেবে পরবর্তী সব কটা ফ্লাইটের সিডিউলে বিপর্যয় দেখা দেবে। যা স্বাভাবিক করতে গলদঘর্ম হতে হবে বিমানকে। জেদ্দা থেকে এ বিষয়ে একজন সাংবাদিক জনকণ্ঠকে বলেন, মক্কা ও মদিনা থেকে হাজীদের ফিরে আসার সুবিধার্থে প্রতি বছরের মতো এ বছরও বিমান কর্তৃপক্ষ ‘সিটি চেক-ইন’ চালু করে। শুক্রবার রাতে সিটি চেক ইন-এর মাধ্যমে হাজীদের সব লাগেজ প্রথম ফ্লাইট ধরার জন্য বিমানবন্দরে পৌঁছে দেয়া হয়। দুর্ভাগ্য- লাগেজ পৌঁছলেও চেকইন কাউন্টারে হাজী না পৌঁছায় বাতিল করতে হয় ফ্লাইট। এদিকে বিমানের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক খান মোশাররফ হোসেন জানিয়েছেন, সৌদি আরব থেকে হাজীদের ফেরত আনতে ১৭ সেপ্টেম্বর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত ২৯টি নির্ধারিত ও ১০৮টি অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে বিমান।
×