ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চলে গেলেন নাট্যকার এডওয়ার্ড এ্যালবি

প্রকাশিত: ০৪:৪৫, ১৮ সেপ্টেম্বর ২০১৬

চলে গেলেন নাট্যকার এডওয়ার্ড এ্যালবি

সংস্কৃতি ডেস্ক ॥ প্রখ্যাত মার্কিন নাট্যকার এডওয়ার্ড এ্যালবি আর নেই। আন্তর্জাতিক এক গণমাধ্যমের খবরে বলা হয়, এ্যালবির সহকারী জানিয়েছেন, নিউইয়র্কের লং আইল্যান্ডে নিজের বাড়িতে শুক্রবার এ্যালবি মারা যান। তবে তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি। তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। ২০০৫ সালে নাট্যকার আর্থার মিলার ও উইলসনের মৃত্যুর পর তাকেই যুক্তরাষ্ট্রে জীবিত নাট্যকারদের মধ্যে শ্রেষ্ঠতম বলে অনেকে মনে করতেন। এ্যা ডেলিকেট ব্যালান্স, সিসকেইপ এবং থ্রি টল উইমেন- এই তিনটি রচনার জন্য তিনি তিনবার পুলিৎজার পুরস্কার পেয়েছিলেন। তার নাটকগুলোর মাঝে প্রায়ই আনন্দহীন রসবোধের বিচ্ছুরণ দেখতে পাওয়া যায়। দাম্পত্য, ধর্ম, বেড়ে ওঠা শিশু এবং মার্কিন জীবনযাপন পদ্ধতির অন্ধকার নানা দিকের উন্মোচন ছিল এ্যালবির রচনায়।
×