ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আরিয়ানের গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশিত: ০৪:৪৪, ১৮ সেপ্টেম্বর ২০১৬

আরিয়ানের গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সংস্কৃতি ডেস্ক ॥ বিনোদন প্রতিষ্ঠান আরিয়ান ডটকমের উদ্যোগে সম্প্রতি শাহবাগের পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে আয়োজন করা হয় ‘জঙ্গীবাদ দমনে সরকারের সফলতা ও আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা, অনলাইনভিত্তিক রেডিও ‘রেডিও টাইমস’ এবং ‘সিআইডি’ মেগা সিরিয়ালের প্রিমিয়ার। এ উপলক্ষে গুণীজন সম্মাননা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। বিশেষ অতিথি ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হোসনে আরা বাবলী এমপি, পীরজাদা শহিদুল হারুন, অভিনেত্রী দিলারা জামান, চিত্রলোক সম্পাদক মাজহারুল ইসলাম খোকন। আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাইম টিভির চেয়ারম্যান সাজ্জাদ হোসেন শান্ত। প্রধান অতিথিকে শুভেচ্ছা জানান আরিয়ানের সিইও সঙ্গীতশিল্পী রবিন আহমেদ। সঙ্গীত পরিবেশন করেন শিল্পী আশরাফ পারভেজ, মডেল সাহাব, শিল্পী চঞ্চল আহমেদ, অভিনেত্রী ইভা, জুঁই, অর্জুন বিশ্বাস। অনুষ্ঠানে মিস বাংলাদেশ-২০১৩ ডাঃ জাকিয়া মুনকে আরিয়ান সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠান উপস্থাপনা করেন সানজিদা ও অপু। অনুষ্ঠান পরিচালনা করেন আরিয়ানের কো-অর্ডিনেটর ও উপস্থাপিকা কাজী রোজী। অনুষ্ঠানে প্রধান অতিথি আরিয়ান ডটকমের কার্যক্রমের প্রশংসা করেন। তিনি বলেন, জঙ্গী দমনে সবাইকে সচেতন হয়ে এর প্রতিকারে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। অনুষ্ঠানে মেগা সিরিয়াল সিআইডির ট্রেলার প্রদর্শিত হয়। এতে অভিনয় করেন- কিংবদন্তি চিত্রনায়ক সোহেল রানা, সাজ্জাদ হোসেন শান্ত, সঙ্গীতশিল্পী রবিনসহ অনেকে।
×