ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যুক্তরাজ্যে নাট্যোৎসবে সুদীপ চক্রবর্তী

প্রকাশিত: ০৪:৪৩, ১৮ সেপ্টেম্বর ২০১৬

যুক্তরাজ্যে নাট্যোৎসবে সুদীপ চক্রবর্তী

স্টাফ রিপোর্টার ॥ তরুণ মঞ্চনাট্য নির্দেশক সুদীপ চক্রবর্তী যুক্তরাজ্যের ৩টি দেশে থিয়েটার ও পারফর্মিং আর্টস উৎসবে আমন্ত্রিত হয়েছেন। বৃহস্পতিবার সকালের ফ্লাইটে তিনি লন্ডনের উদ্দেশে যাত্রা করেন। এর আগে তিনি জানান, ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরজুড়ে আজ ও কাল অনুষ্ঠিত হবে ‘দ্য সিটি আনএক্সপেক্টেড’। ওয়েলসের বিখ্যাত রোয়াল্ড ডালের জন্ম শতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে ওয়েলস মিলেনিয়াম ও ন্যাশনাল থিয়েটার ওয়েলস আয়োজন করছে দু’দিনব্যাপী পারফর্মিং আর্টস প্রদর্শনী। নাটক, নৃত্য, গান, চিত্র, চলচ্চিত্রসহ শিল্পের বিভিন্ন শাখার প্রদর্শনী দেখা ও আলোচনায় অংশ নেয়ার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্তের তরুণ শিল্পীদের আমন্ত্রণ জানিয়েছে ব্রিটিশ কাউন্সিল। টাওয়ার হ্যামলেটস্ অব লন্ডন বরা ইংল্যান্ডের বিভিন্ন শহরে বসবাসরত বাংলা ভাষীদের জন্য প্রতি বছর নবেম্বর মাসজুড়ে ‘এ সিজন অব বাংলা ড্রামা’ শিরোনামে নাট্যোৎসব আয়োজন করে। পূর্ব লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়, ব্র্যাডি আর্টস সেন্টার ও রিচ মিক্সে প্রদর্শনী হয় নির্বাচিত নাটকগুলোর। এ বছর উৎসবে ১৭টি বাংলা নাটক মঞ্চস্থ হবে। নাট্যদলগুলোর প্রস্তুতি পর্বে লন্ডন, বার্মিংহাম ও ম্যানচেস্টার শহরে ২০ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কর্মশালা পরিচালনা করবেন এ্যালিস্টার ক্যাম্পবেল, জ্যানান সেলি ও সুদীপ চক্রবর্তী। এছাড়াও ন্যাশনাল থিয়েটার অব স্কটল্যান্ড আয়োজিত হোম এ্যাওয়ে শীর্ষক থিয়েটার বিয়ন্ড বর্ডার্স উৎসবে আমন্ত্রিত হয়েছেন সুদীপ। আগামী ৬ থেকে ১২ অক্টোবর সপ্তাহব্যাপী এই নাট্যোৎসব অনুষ্ঠিত হবে গ্লাসগো শহরের বিখ্যাত ট্রামওয়ে থিয়েটারে। উৎসবে বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব গ্লাসগো প্রযোজিত ১৯৭১-এর মুক্তিযুদ্ধের স্মৃতিকেন্দ্রিক নাটক মোমরআই বা স্মৃতি মঞ্চায়নে শৈল্পিক সহযোগিতা দেবেন সুদীপ। বাংলা ও ইংরেজী দুই ভাষায় নাটকটি মঞ্চস্থ হবে। মোমরআই সংকলন ও পরিকল্পনা সহযোগিতা দিয়েছে থিয়েট্রেক্স বাংলাদেশ। থিয়েটার ও পারফর্মিং আর্টস উৎসবগুলোতে অংশগ্রহণ শেষে আগামী ১৪ অক্টোবর তিনি দেশে ফিরবেন।
×