ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘অলিখিত উপাখ্যান’ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন কাল

প্রকাশিত: ০৪:৪২, ১৮ সেপ্টেম্বর ২০১৬

‘অলিখিত উপাখ্যান’ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন কাল

স্টাফ রিপোর্টার ॥ বাতিঘর নাট্যদলের নতুন প্রযোজনা ‘অলিখিত উপাখ্যান’ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন হবে আগামীকাল। দলসূত্রে জানা গেছে, শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে আগামীকাল সন্ধ্যা ৭টায় নাটকের মঞ্চায়ন হবে। কথাশিল্পী রিজিয়া রহমানের উপন্যাস অবলম্বনে নাটকটির মঞ্চরূপ ও নাট্য নির্দেশনা দিয়েছেন তরুণ নাট্যকার মুক্তনীল। সংগঠনসূত্রে জানা যায়, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এ নাটকের নেপথ্যে কণ্ঠ দিয়েছেন। দলের দ্বিতীয় প্রযোজনা এ নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নাট্যজন মামুনুর রশীদ, অভিনেতা আজাদ আবুল কালামসহ নাট্যব্যক্তিত্বরা। নাটকের অভিনয়শিল্পীরা হলেনÑ তারান্না তাব্বাসুম চেরী, মনিরুজ্জামান ফিরোজ, সাবরিনা শারমিন, শাফিন আহমেদ অশ্রু, সাদ্দাম রহমান, পান্থ আফজাল, স্মরণ বিশ্বাস, সাদিয়া ইউসুফ বৃতা, সঞ্জয় গোস্বামী, সঞ্জয় হালদার, তাজিম আহমেদ শাওন ও শিশির সরকার, রুম্মান শারু প্রমুখ। নাটকটির মঞ্চ পরিকল্পনা করেছেন এম আসলাম লিটন, আলোক পরিকল্পনা পলাশ হেনড্রি সেন, কোরিগ্রাফি শিশির সরকার, প্রপস- তাজিম আহমেদ শাওন ও শাম্মি মৌ। সঙ্গীত-সাদ্দাম রহমান।
×