ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বুবলীর চলচ্চিত্রে অভিষেক

প্রকাশিত: ০৪:৪১, ১৮ সেপ্টেম্বর ২০১৬

বুবলীর চলচ্চিত্রে অভিষেক

স্টাফ রিপোর্টার ॥ চলচ্চিত্রে অভিষেক হলো সংবাদ পাঠিকা বুবলীর। একজন সংবাদ পাঠিকা থেকে সরাসরি চিত্রনায়িকা হয়ে গেলেন বুবলী। প্রথম চলচ্চিত্রে স্বনামেই দর্শকের সামনে হাজির হয়েছেন তিনি। শামীম আহমেদ রনির নির্দেশনায় ‘বসগিরি’ চলচ্চিত্রের নায়িকা হিসেবে প্রথমেই শাকিব খানের সঙ্গে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। চলচ্চিত্রে তাঁর অভিনয় দর্শকদের নজর কেড়েছে। জানা গেছে শাকিব খান নিজে উদ্যোগী হয়ে ‘বসগিরি’ চলচ্চিত্রে বুবলীকে বিশেষ উপহার দিয়েছেন ‘বুবলী’ শিরোনামের একটি গান। গানটি লিখেছেন কবির বকুল ও সুর সঙ্গীতায়োজন করেছেন শওকত আলী ইমন। ‘বুবলী’ শিরোনামের টিজিং সংটি গেয়েছেন এস আই টুটুল। বুবলীর প্রথম চলচ্চিত্র ‘বসগিরি’ মুক্তি পেয়েছে ঈদে। এছাড়া তাঁর দ্বিতীয় চলচ্চিত্র রাজু চৌধুরী পরিচালিত ‘শুটার’ও ঈদে মুক্তি পেয়েছে এবং যথারীতি আলোচনায় এসেছে। এতেও বুবলীর নায়ক শাকিব খান। চলচ্চিত্রে অভিষেক প্রসঙ্গে বুবলী বলেন, সত্যি বলতে কী কয়েকমাস আগেও আমি জানতাম না যে আমার জীবনে এমন পরিবর্তন আসবে। কিছুদিন আগেও আমার ইচ্ছে ছিল ব্যারিস্টার হওয়ার। সেইলক্ষ্যে এলএলবি করেছি। সংবাদ পাঠিকা হিসেবে বেশ ভালই যাচ্ছিল জীবনের দিনগুলো। কিন্তু কীভাবে যেন সব বদলে গেল। হয়ে গেলাম চলচ্চিত্রের নায়িকা। আমি সত্যিই শাকিব খানে মুগ্ধ। তাঁর ব্যবহার, আন্তরিকতা, সহযোগিতা সবকিছুই আমাকে মুগ্ধ করেছে। ক্যামেরার সামনেই যে তিনি কাজ করেন তা নয় একটি চলচ্চিত্রের সংলাপ কেমন হবে, ক্যামেরা কোন এ্যাঙ্গেল থেকে ধরলে শিল্পীকে ভাল লাগবে, আমার অভিনয় কীভাবে ভাল করা যায় এসবকিছু সহ নানান বিষয়ে তার সহযোগিতার তুলনা হয় না। ঈদের দুটি চলচ্চিত্রই ভাল চলছে। দর্শকরা আমাকে গ্রহণ করায় আমি অত্যন্ত আনন্দিত। সবার কাছে দোয়া চাই যেন আমি ভবিষ্যতেও ভাল ভাল চলচ্চিত্রে কাজ করতে চাই। এদিকে চলচ্চিত্রে অভিনয়ের কারণে সংবাদ পাঠ থেকে দূরেই আছেন বুবলী। মিস করেন বাংলাভিশনের সেইসব দিনগুলো।
×