ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টুকরো খবর

প্রকাশিত: ০৪:৩৫, ১৮ সেপ্টেম্বর ২০১৬

টুকরো খবর

মাগুরায় এ্যাসিড নিক্ষেপে আহত এক নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ১৭ সেপ্টেম্বর ॥ শহরের কাউন্সিল পাড়ায় আবু জাফর (৪৭) নামে এক ব্যক্তির শরীরে এ্যাসিড নিক্ষেপ করা হয়েছে। তাকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হযেছে। শহরের কাউন্সিল পাড়ায় পাওনা টাকা আদায়ের বিরোধ নিয়ে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। এতে তার মুখসহ শরীরের কিছু অংশ ঝলসে গেছে। অভিযোগে প্রকাশ, শহরের কাউন্সিল পাড়ায় ভিকটিম আবু জাফর বাসায় ছিলেন। তার চাচাতো শ্যালক তাকে এক ব্যক্তির সাথে কথা বলার জন্য বাসার বাইরে ডেকে আনলে তার এক আত্মীয় তার মুখে ও শরীরের বিভিন্ন স্থানে এ্যাসিড নিক্ষেপ করে। ইয়াবাসহ আটক এক নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া, ১৭ সেপ্টেম্বর ॥ কুষ্টিয়ার দৌলতপুরে ১৬’শ ইয়াবা ও নগদ ৩০ হাজার টাকাসহ আমিন উদ্দিন (৫০) নামে একজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা হলে আটক আমিন উদ্দিনকে শনিবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। স্থানীয়রা জানায়, দৌলতপুর থানায় এস আই আব্দুর রহিম শুক্রবার ২টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের হলুদবাড়িয়া মিরপুর গ্রামের আমিন উদ্দিনের বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই বাড়ির আঙ্গিনায় মাটিতে পুঁতে রাখা ৮টি প্যাকেটে প্রায় ১৬০০ পিস ইয়াবা ও ঘরে থাকা ইয়াবা বিক্রির নগদ প্রায় ৩০ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। চাঁদপুরে বজ্রপাতে স্কুলছাত্র নিহত নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ১৭ সেপ্টেম্বর ॥ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা মঠ এলাকায় বজ্রপাতে হৃদয় (১৫) নামে স্কুল ছাত্র নিহত হয়েছে। শনিবার দুপুর ২টায় হৃদয় বন্ধুদের সাথে চাঁদপুর শহর থেকে ফরিদগঞ্জ উপজেলার ঐতিহাসিক মঠ দেখতে গিয়ে বজ্রপাতে গুরুতর আহত হয়। এ সময় আহত হয় তার সঙ্গে থাকা আরও ৪ সহপাঠী। হৃদয় চাঁদপুর শহরের আদালত পাড়ার ইব্রাহীম খলিলের ছেলে। সে শহরের কালেক্টরেট স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র। ইজিবাইকে আগুন লেগে যাত্রীর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ১৭ সেপ্টেম্বর ॥ একটি ইজিবাইকে আগুন লেগে মিজানুর রহমান সিকদার (৬০) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে শহরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, ওই যাত্রী শারীরিকভাবে পঙ্গু ছিলেন। হাসপাতালের সামনে তিনি ইজিবাইকের ড্রাইভারকে চা আনতে পাঠান। এমন সময় ইজিবাইকে আগুন লেগে যায় এবং তার শরীরের অধিকাংশই আগুনে পুড়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নিলে দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মিজানুর রহমান সিকদার গোপালগঞ্জ শহর-সংলগ্ন সোনাকুড় এলাকার হাবিল সিকদারের ছেলে। প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ বীরগঞ্জ উপজেলায় ১০ দিন ধরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা অনশন চালিয়ে যাচ্ছে। প্রেমিক পলাতক। উপজেলার মরিচা ইউনিয়নের শালবাড়ী ডাবড়া গ্রামের কাসেম আলীর ছেলে মুদি ব্যবসায়ী নুরল ইসলাম নুরু বিবাহিত। তার সঙ্গে পাশের গ্রাম ডাবড়া জীনেশ্বরীর আক্তার আলীর মেয়ে ফাতেমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায় তারা বিয়ে করার সিদ্ধান্ত নেয়। দিনাজপুর নোটারি পাবলিকের কাছে তারা এফিডেফিট করে। নুরুল ইসলাম বিয়ে রেজিস্ট্রি করার কথা বলে ৭ সেপ্টম্বর প্রেমিকা ফাতেমাকে বন্ধুর বাড়িতে নিয়ে গিয়ে শারীরিক সম্পর্ক করে। এরপর ফাতেমাকে নিজের বাড়িতে নিয়ে যায়। ফাতেমাকে বিয়ে করেছে বলে সে বাড়ির লোকজনকে জানায়। এতে প্রথম স্ত্রীসহ পরিবারের লোকেরা ফাতেমাকে মারপিট ও নির্যাতন করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। সে নুরুর বাড়িতেই ১০ দিন ধরে বসে রয়েছে। মরিচা ইউপি চেয়ারম্যান আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল জানান, বিষয়টি নিয়ে আপোসের প্রক্রিয়া চলছে। পাহাড়ী ছাত্র পরিষদের মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ১৭ সেপ্টম্বর ॥ শিক্ষা দিবস উপলক্ষে শনিবার পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ডিসি অফিস প্রাঙ্গণে ওইদিন সকালে অনুষ্ঠিত মানববন্ধনে সেøাগান ছিল ‘আদিবাসীদের স্ব-স্ব মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা নিশ্চিত কর, উচ্চ শিক্ষায় ৫% শিক্ষা কোটা এবং প্রয়োজনীয় শিক্ষা বৃত্তি বরাদ্দ কর।’ মানববন্ধন শেষে রিটন চাকমার সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য দেন জুয়েল চাকমা ও রিন্টু চাকমা প্রমুখ। মানববন্ধন শেষে তারা ৮ দফা দাবি পেশ করেন। বীরশ্রেষ্ঠর স্মৃতি রক্ষার দাবিতে মানববন্ধন স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ মহান মুক্তিযুদ্ধের অকুতোভয় মৃত্যুঞ্জয়ী বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের পৈত্রিক ভিটাবাড়ি ও জাদুঘরসহ তার নামের বিভিন্ন স্থাপনা রক্ষার দাবিতে শনিবার সকালে সন্ধ্যা নদীর তীরে দুই কিলোমিটার এলাকাজুড়ে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। জেলার বাবুগঞ্জ উপজেলার রহিমগঞ্জ গ্রামের বীরশ্রেষ্ঠর স্মৃতিচিহ্ন রক্ষার দাবিতে গ্রামবাসীর আয়োজনে দুই ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে স্থানীয় কয়েক হাজার নারী-পুরুষ, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত অনুষ্ঠিত মানববন্ধন চলাকালীন নদীর তীরে অনুষ্ঠিত সমাবেশে বীরশ্রেষ্ঠর ছোটভাই মোঃ মঞ্জুর রহমান বাচ্চুর সভাপতিত্বে বক্তব্য রাখেনÑ উপজেলা চেয়ারম্যান এসএম খালেদ হোসেন স্বপন, জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার মোঃ তারিকুল ইসলাম তারেক, অধ্যক্ষ এবায়দুল হক শাহীন, সেনাবাহিনীর প্রশাসনিক কর্মকতা নজরুল ইসলাম হাওলাদার, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোফাজ্জেল হোসেন, মহিউদ্দিন জাহাঙ্গীর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মিজানুর রহমান হারুন, আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম, আব্দুল হালিম, ছাত্রলীগ নেতা আজিজুল ইসলাম প্রমুখ। ছাত্র-শিক্ষক ও অভিভাবক সমাবেশ নিজস্ব সংবাদদাতা, নরসিংদী, ১৭ সেপ্টেম্বর ॥ নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের ধারাবাহিক সফলতা ধরে রাখার লক্ষ্যে ছাত্র-শিক্ষক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে কলেজের ছাত্রবাস মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ফারজানা ইসলাম। সিটি কলেজের প্রতিষ্ঠাতা আব্দুল কাদির মোল্লার সভাপতিত্বে সমাবেশে প্রো-ভিসি প্রফেসর ড. আবুল হোসেন, ট্রেজারার প্রফেসর ড. আবুল খায়ের, রেজিস্ট্রার আবুবকর সিদ্দিক, সিটি কলেজ অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধাসহ ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৭ সেপ্টেম্বর ॥ যৌতুকের টাকা না পেয়ে হাফিজা আক্তার রানী (১৯) নামের এক গৃহবধূকে তার স্বামী রেজাউল করিম ইমন হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সে খুলনার পাইকগাছা থানার গোপালপুর গ্রামের জিএম হাফিজুর রহমানের মেয়ে। শুক্রবার গভীর রাতে পৌর এলাকার ডগরমোড়া মহল্লার জনৈক আব্দুল হালিমের বাড়িতে এ ঘটনা ঘটে। রেজাউলের সাভার নিউ মার্কেটে ‘খুলনা থ্রী পিচ হাউজ’ নামের একটি কাপড়ের দোকান রয়েছে। হাফিজুর জানান, ঈদের আগে তিনি তার মেয়েকে নির্যাতনের হাত থেকে রক্ষা করতে জামাই রেজাউলকে ১০ লাখ টাকা দেন। ঈদ যেতে না যেতেই আবারও রেজাউল যৌতুক হিসেবে কয়েক লাখ টাকা দাবি করে। কিন্তু তার মেয়ে টাকা এনে দিতে রাজি না হলে রেজাউল শুক্রবার রাতে হাফিজাকে নির্যাতন করে হত্যা করে লাশ ঘরের ভিতরে সিলিং ফ্যানের ঝুলিয়ে রাখে। শনিবার সকালে রেজাউল পালিয়ে যাওয়ার সময় প্রতিবেশীদের সন্দেহ হলে তাকে আটক করে ঘরের ভিতরে নিয়ে গেলে হাফিজার ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় প্রতিবেশীরা। থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাফিজার মৃতদেহ উদ্ধার করে ঢামেক হাসপাতালের মর্গে প্রেরণ করে এবং রেজাউলকে আটক করে থানায় নিয়ে আসে। পদ্মায় মরা গরুর মিছিল স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ ফারাক্কা বাঁধের আট কিলোমিটার ভাটিতে অবস্থান বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা। এই উপজেলার মনাকষা ইউপির ঠুটাপাড়া হয়ে বাংলাদেশে গঙ্গা বা পদ্মা প্রবেশ করেছে। ঈদের দু’সপ্তাহ আগে থেকে আজ পর্যন্ত মরা পশুর মিছিল ভেসে যাচ্ছে পদ্মা দিয়ে। এসব পশুর মধ্যে রয়েছে গরু ও মোষ। চাঁপাইনবাবগঞ্জের প্রায় ১১ ইউপি অতিক্রম করে রাজশাহীর গোদাগাড়ী হয়ে পবা পর্যন্ত পদ্মায় মরা গরুর এত লাশ পূর্বে দেখা যায়নি। নানান সোর্স হতে প্রাপ্ত তথ্য হতে জানা গেছে এবার ঈদকে সামনে রেখে ভারতের মালদহ থেকে মুর্শিদাবাদ জুড়ে জড়ো করা হয়েছিল ১২ লাখ গরু মোষ। উদ্দেশ্য বাংলাদেশে ঠেলে দেয়া। আইন প্রয়োগকারীদের সতর্কতা ও গরু পাচার রেড এলার্ট জারি করায় এসব গরু এবার বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। তার পরেও সাহসী চোরাকারবারী ঝুঁকি নিয়ে পদ্মা সাঁতরে গরু আনতে চেয়েছিল। যার অধিকাংশ মারা গেছে। যার কারণে মরা গরুর মিছিল। আবার যেসব গরু প্রাণে বেঁচে পাড়ে উঠেছিল তার মালিকানা নিয়ে একাধিক সংঘর্ষ হয়েছে পদ্মা পাড়ের ইউনিয়নগুলোতে। শিবগঞ্জের সাহপাড়া সীমান্তে ভেসে আসা দুটি গরুর মালিকানা নিয়ে হয় সংঘর্ষ। এই সংঘর্ষে আহত হয় শতাধিক গ্রামবাসী। এদের মধ্যে বাবলু, এরশাদ, ওহাব, মেহেদি, এহসান ও গোলাপের অবস্থা এখনও আশঙ্কাজনক। তাই বলে গরু আনা বন্ধ হয়নি। এবার পদ্মায় তীব্র স্রোত ও ঘূর্ণি থাকায় ভেসে আসা গরু নির্দিষ্ট মোকামে না পৌঁছে যত্রতত্র পাড়ে উঠছে। তবে সিংহভাগ গরু মারা যাচ্ছে। তাই এবার বাংলাদেশ অংশের পদ্মা জুড়ে মরা পশুর মিছিল। এক শ্রেণীর মানুষ চামড়ার লোভে এসব মরা পশু ধরে পাড়ে উঠিয়ে চামড়া ছাড়াচ্ছে। দুই ছিনতাইকারী আটক স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ জকিগঞ্জে ছিনতাইয়ের অভিযোগে সাবেক পৌর মেয়র আনোয়ার হোসেন সুনাউল্লার ছেলে তোফায়েল আহমদ রুবেল ও তার সহযোগী সালমান আহমদকে আটক করেছে পুলিশ। শুক্রবার মধ্যরাতে উপজেলার কেরাইয়া সড়কের ছদরখাল এলাকা থেকে স্থানীয় জনতা তাদের পাকড়াও করে পুলিশে সোপর্দ করে। এ সময় ছিনতাইকাজে ব্যবহৃত মোটরসাইকেলটিও পুড়িয়ে দেয় জনতা। জানা যায়, আটককৃতরা ছদরখালে একটি পিকআপের গতিরোধ করে চালক আব্দুল হান্নানকে ছুরিকাঘাত করে তার কাছে থাকা ৮৬ হাজার টাকা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তার চিৎকারে স্থানীয় জনতা এগিয়ে এসে তাদের পাকড়াও করে পুলিশে সোপর্দ করে। আহত পিকআ ইলিশবোঝাই ট্রলার আটক স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বঙ্গোপসাগর থেকে অবৈধভাবে মাছ ধরে ফেরার পথে ইলিশবোঝাই ফিশিং ট্রলার আটক করেছে পূর্ব সুন্দরবন বিভাগ। শনিবার পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের আলোরকোল এলাকা থেকে স্মার্ট পেট্রোলিং টিমের সদস্যরা ট্রলারটি আটক করে। এ সময় ট্রলারের জেলেরা সুন্দরবনের গহীন অরণ্যে পালিয়ে গেলে তাদের আটক করতে পারেনি স্মার্ট পেট্রোলিং টিম। এদিন বিকেলে ট্রলারের ১০ মণ ইলিশ ৯০ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়। পূর্ব সুন্দরবন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন রক্ষায় ইউএসএআইডির অর্থায়নে পরিচালিত স্মার্ট পেট্রোলিং টিমের সদস্যরা নিয়মিত টহলকালে আলোরকোলের খালে ফিশিং ট্রলারটি দেখতে পায়। তারা কাছাকাছি গেলে জেলেরা পালিয়ে সুন্দরবনের গহীনে চলে যায়। এ সময় ট্রলারটি আটক করে শরণখোলা রেঞ্জ অফিসে নিয়ে এসে বিকেলে ট্রলারের ১০ মণ ইলিশ নিলামে বিক্রি করা হয়। মুন্সীগঞ্জে অস্ত্রসহ দুই যুবক গ্রেফতার স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ ইসলামপুর কালভার্টের ওপর থেকে অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল তাদের পাকড়াও করে। আটককৃতরা হলোÑ হাটলক্ষ্মীগঞ্জ এলাকার ইসমাইল হাওলাদারের ছেলে সুমন ও একই এলাকার বিশু দেওয়ানের ছেলে নুরুল আমিন। এ সময় পাঁচ রাউন্ড গুলিভর্তি দুটি ম্যাগজিনসহ একটি বিদেশী পিস্তল জব্দ করা হয়। দুই জনের আত্মহত্যা সংবাদদাতা, রংপুর, ১৭ সেপ্টেম্বর ॥ রংপুরে পৃথক ঘটনায় এক নারী ও এক পুরুষ গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার সকালে এ ঘটনা ঘটে। আত্মহত্যাকারীরা হলেন, নগরীর বাহার কাছনা এলাকায় রকিবুল ইসলাম রকি (২৪) ও মাহিন্দ্রা এলাকার জেসমিন আক্তার (৩৭)। পুলিশ জানায়, দুটি আত্মহত্যার মধ্যে কোন যোগসূত্র নেই। দু’জনই নিজ নিজ ঘরে রাতের কোন এক সময় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার সকালে তাদের ফাঁস টাঙ্গানো অবস্থায় দেখতে পেয়ে বাড়ির লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কী কারণে তারা এ ঘটনা ঘটিয়েছেন তা জানা যায়নি। শিক্ষক সমিতির ত্রিবার্ষিক সম্মেলন নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১৭ সেপ্টেম্বর ॥ বাংলাদেশ শিক্ষক সমিতি সদর উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়। ফরিদপুর সদর উপজেলা শাখার সভাপতি কে এম ইউসুফ আলীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহ্তেশাম হোসেন ওরফে বাবর। সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শহর আওয়ামী লীগের সভাপতি খন্দকার নাজমুল ইসলাম, হারুন অর রশিদ, আজাদ আবুল কালাম, হায়দার হোসেন, সিদ্দিকুর রহমান, সম্পাদক মুহাম্মদ জয়নুল আবেদিন প্রমুখ। খুলনায় মানববন্ধন স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আয়োজনে শনিবার সকালে খুলনা মহানগরীর পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ জেলার ঐতিহ্যবাহী নাট্যসংগঠন বহুরূপী নাট্য সংস্থার কার্যালয়ে অগ্নিসংযোগের প্রতিবাদে এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে এই কর্মসূচী আয়োজন করা হয়। ফেডারেশনভুক্ত সংগঠন নাট্যলোকের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সেলিমের সভাপতিত্বে এবং ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য শরীফ খানের পরিচালনায় বক্তব্য রাখেন খুলনা নাট্য নিকেতনের সভাপতি এস এম মোস্তফা রশিদী সুজা এমপি, খুলনা জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মকবুল হোসেন মিন্টু, সম্মিলিত সাংস্কৃতিক জোট খুলনার আহ্বায়ক হুমায়ুন কবীর ববি, নাট্য ব্যক্তিত্ব মোখলেসুর রহমান বাবলু, খুলনা সাংস্কৃতিক উন্নয়ন পরিষদের সভাপতি শাহীন জামাল পন, শিশুস্বর্গ খেলাঘর আসরের সভাপতি মাহফুজুর রহমান মুকুল, উদীচী খুলনা জেলা সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজল ইসলাম, মঞ্চকথার সাধারণ সম্পাদক ইকবাল হাসান তুহিন, আব্বাস উদ্দীন একাডেমীর সাধারণ সম্পাদক এনামুল হক বাচ্চু, সাংস্কৃতিক সংগঠক আবু হানিফ প্রমুখ। বেড়ায় প্রসূতির মৃত্যু ॥ ক্লিনিকে তালা সংবাদদাতা, বেড়া, পাবনা, ১৭ সেপ্টেম্বর ॥ শুক্রবার রাতে বেড়া উপজেলার কাশীনাথপুরে একটি ক্লিনিকে ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত রোগীর নাম আইরিন (২৮)। তিনি সুজানগর উপজেলার ভবানিপুর গ্রামের জীবনের স্ত্রী। নিহত রোগীর স্বজনরা জানান, প্রসব বেদনা ওঠার পর আইরিনকে শুক্রবার সন্ধ্যায় কাশীনাথপুরে সেবা হাসপাতাল নামের একটি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সেলিনা আক্তার শুক্রবার রাতে তাকে সিজার করেন। এ সময় সেখানে কোন এনেসথেসিস্ট (অজ্ঞানকারী ডাক্তার) ছিলেন না। আইরিন একটি কন্যা সন্তান প্রসব করলেও তার অবস্থার গুরুতর অবনতি ঘটে ও এক পর্যায়ে মারা যান। অবস্থা বেগতিক দেখে ক্লিনিক কর্তৃপক্ষ মৃত্যুর বিষয়টি চেপে গিয়ে তাকে পাবনায় নেবার জন্য স্বজনদের বলেন। রোগীর স্বজনরা তাকে সেখানেই চিকিৎসা করাতে চাইলে ক্লিনিক কর্তৃপক্ষ নিজেরাই তড়িঘড়ি করে একটি গাড়ি ভাড়া করে তাদের ক্লিনিক থেকে বের করে দেন। এ সময় স্বজনরা তাদের রোগীর মারা যাওয়ার বিষয়টি টের পান। তারা ক্লিনিক কর্তৃপক্ষের কাছে ভুল চিকিৎসার ব্যাপারে অভিযোগ করেন। এ সময় কর্তৃপক্ষ তাদের ক্লিনিক থেকে বের করে দেন। এরপর ক্লিনিকে তালা দিয়ে ক্লিনিকের পরিচালকরা পালিয়ে যান। ক্লিনিকের পরিচালক মুকুল হাসান, আঃ হাই, আলামিন ও আব্দুল মতিনকে ক্লিনিকে গিয়ে পাওয়া যায়নি। তবে তারা এ সংবাদটি প্রকাশ না করতে মোবাইল ফোনে অনুরোধ করে বলেন, এটা অনাকাক্সিক্ষত দুর্ঘটনা মাত্র।
×