ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইউপি চেয়ারম্যানের আপত্তি ॥ ১১৩ জনের ভাতা বন্ধ

প্রকাশিত: ০৪:৩২, ১৮ সেপ্টেম্বর ২০১৬

ইউপি চেয়ারম্যানের আপত্তি ॥ ১১৩ জনের ভাতা বন্ধ

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ১৭ সেপ্টেম্বর ॥ আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের চেয়ারম্যানের আপত্তির কারণে ১১৩ প্রতিবন্ধী, বয়স্ক ও বিধবা ভাতা উত্তোলন বন্ধ রয়েছে। বিভিন্ন দফতরে ধর্ণা দিয়েও তারা প্রতিকার পাচ্ছে না। জানা গেছে, ২০১৫-১৬ অর্থবছরে উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নে ৪৪ প্রতিবন্ধী, ৪৪ বয়স্ক ও ২৫ জন বিধবা ভাতা বরাদ্দ হয়। তৎকালীন ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ ১১৩ প্রতিবন্ধী, বয়স্ক ও বিধবা ভাতার তালিকা করে সমাজসেবা অফিসে জমা দেয়। ওই তালিকা যাচাই বাছাই শেষে উপজেলা কমিটি অনুমোদন দেয়। সে অনুসারে সমাজসেবা অফিস প্রতিবন্ধী, বয়স্ক ও বিধবাদের নামে বই ও ব্যাংক হিসাব খোলে। গত বছর জুলাই থেকে এ বছর জুলাই পর্যন্ত এক বছরের ভাতার পাঁচ লাখ পঁচানব্বই হাজার দুইশ’ টাকা সমাজসেবা অফিসার ও ইউএনও’র যৌথ স্বাক্ষরে উপকারভোগীদের ব্যাংক হিসাবে জমা হয়। স্ব-স্ব হিসাব থেকে এ টাকা তুলতে গেলে ব্যাংক কর্র্তৃপক্ষ টাকা দিতে অপারগতা প্রকাশ করে। ভুক্তভোগীদের অভিযোগ, চেয়ারম্যান একেএম নুরুল হকের আপত্তির কারণে তারা ভাতার টাকা পাচ্ছে না। খোঁজ নিয়ে জানা যায়, এ বছর ফেব্রুয়ারি মাসে ইউপি নির্বাচনে আড়পাঙ্গাশিয়া ইউনিয়নে একেএম নুরুল হক চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি দায়িত্বভার গ্রহণের পরে ওই তালিকার উপর আপত্তি জানিয়ে সে আরেকটি তালিকা সমাজসেবা অফিসে জমা দেয়। তার (একে এম নুরুল হক) তালিকা অনুযায়ী ভাতার বই না হওয়ায় তিনি ব্যাংক কর্তৃপক্ষকে টাকা দিতে আপত্তি জানিয়ে আবেদন করেছেন। আমতলী উপজেলা সমাজসেবা কর্মকর্তা অলিউল ইসলাম মুঠোফোনে বলেন, ২০১৫-১৬ অর্থবছরের বিধবা, প্রতিবন্ধী ও বয়স্ক ভাতার তালিকা সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ দায়িত্বে থাকাকালে উপজেলা কমিটির কাছে জমা দিয়েছেন। উপজেলা কমিটি ওই তালিকা অনুমোদন করায় উপকারভোগীদের নামের অনুকূলে বই ও ব্যাংক হিসাব খোলা হয়েছে এবং উপকারভোগীদের স্ব-স্ব হিসাবে ভাতার টাকা জমা হয়েছে। তিনি আরও বলেন, নবাগত চেয়ারম্যান একেএম নুরুল হক উপজেলা কমিটির অনুমোদন ছাড়া একটি তালিকা জমা দিয়েছেন। এর কোন আইনগত ভিত্তি নেই। ব্যাংক কর্তৃপক্ষ ভাতার টাকা না দেয়া প্রসঙ্গে তিনি বলেন, ব্যাংক কর্তৃপক্ষ টাকা প্রদানে বাধ্য। কি কারণে টাকা দিচ্ছে না এটা আমার বোধগম্য নয়। সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, নিয়ম অনুসারে যথাসময়ে ভাতাভোগীদের তালিকা উপজেলা কমিটির কাছে জমা দিয়েছি। ওই তালিকা উপজেলা কমিটি অনুমোদন দিয়েছে। আড়পাঙ্গাশিয়া ইউপি চেয়ারম্যান একেএম নুরুল হক মুঠোফোনে বলেন, আমতলী উপজেলার ৭ ইউনিয়নের ৬ ইউনিয়ন পরিষদের নতুন তালিকা উপজেলা কমিটি অনুমোদন দিয়েছে। শুধু আমার ইউনিয়নের ক্ষেত্রে সাবেক চেয়ারম্যানের তালিকা অনুমোদন করা বে-আইনী বলে আমার কাছে প্রতীয়মান হয়। এ কারণে আমি স্থানীয় সরকার বিধি ও পরিপত্র অনুসারে টাকা প্রদানে ব্যাংক কর্তৃপক্ষের কাছে আপত্তি জানিয়েছি। আমতলী সোনালী ব্যাংকের ব্যবস্থাপক এবাদুর রহমান বলেন, ইউপি চেয়ারম্যান একেএম নুরুল হক ভাতার টাকা বিতরণে আপত্তি জানানোর কারণে বন্ধ রাখা হয়েছে। চেয়ারম্যানের আপত্তিতে ভাতার টাকা বন্ধ রাখা যায় কিনা এমন প্রশ্নের জবাব তিনি এড়িয়ে যান।
×