ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যৌতুক ॥ কম্পিউটার প্রশিক্ষকের আত্মহত্যা

প্রকাশিত: ০৪:৩১, ১৮ সেপ্টেম্বর ২০১৬

যৌতুক ॥ কম্পিউটার প্রশিক্ষকের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ডিমলা উপজেলা পরিষদের ই-সেন্টারের প্রশিক্ষক জয়নাব বানু (২৬) গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার সকালে ডিমলা উপজেলা পরিষদ সংলগ্ন রাজবাড়ী পাড়ার বাবা জামিয়ার রহমানের বাড়ি থেকে জয়নাব বানুর মরদেহ উদ্ধার করে পুলিশ। অভিযোগ উঠেছে যৌতুকলোভী শ্বশুরবাড়ির লোকজনের কারণে স্বামীর সঙ্গে ঈদ উদযাপন করতে ব্যর্থ হয়ে জয়নাব বানু রাগ ও ক্ষোভে আত্মহত্যা করতে বাধ্য হন। জানা যায়, জয়নাব বানু ২০১০ সাল থেকে ডিমলা উপজেলা ই-সেন্টারের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ২০১৪ সালের নবেম্বরে তার বিয়ে হয় একই উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়নের চাপানি গ্রামের সাদেক হোসেনের ছেলে মোস্তাফিজুর রহমান মানিকের সঙ্গে। জয়নাবের স্বামী মানিক একটি বেসরকারী সংস্থার লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছেন। জয়নাবের বাবা জানান, বিয়ের সময় দশ লাখ টাকা যৌতুকের মধ্যে ছয় লাখ টাকা পরিশোধ করা হয়েছিল। বাকি চার লাখ টাকা না পেয়ে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন জয়নাবের খোঁজখবর নেয়া বাদ দিয়ে দেয়। ঈদ-উল-আযহার সময় জয়নাব তার স্বামীর সঙ্গে ঈদ করার ইচ্ছাপোষণ করলেও স্বামী তা গ্রহণ করেননি। ফলে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে ঈদ করতে ব্যর্থ হয়। এমনকি ঈদের দিন সন্ধ্যায় এবং ঈদের পরের দিন সময় করে স্বামীকে আসার অনুরোধ করেন জয়নাব। কিন্তু স্বামী না আসায় এ নিয়ে মোবাইলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। আড়াইহাজারে শিয়ালের কামড়ে আহত ১৫ নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ১৭ সেপ্টেম্বর ॥ আড়াইহাজারে মোহনপুর, পাঁচানী ও ড়োমারচর গ্রামে শিয়ালের কামড়ে নারীসহ ১৫ জন আহত হয়েছে। এ ঘটনার পর এলাকায় শিয়াল আতঙ্ক বিরাজ করছে। জানা গেছে, বৃহস্পতিবার ও শুক্রবার রাতে উপজেলার খাগকান্দা ইউনিয়নের মেঘনা নদীর তীর ঘেঁষা মোহনপুর, পাঁচানী ও ড়োমারচর গ্রামে কয়েকটি শিয়াল পথচারীদের কামড়াতে থাকে। গত দু’দিনে শিয়ালের আক্রমণে প্রায় ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে মোহনপুর গ্রামের হৃদয়, আক্তার বেগম, বারেক, শহিদুল্লাহ, রাসেল, মহিমা বেগম ও পাঁচানী গ্রামের আলাউদ্দিনকে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনার পর ঐ তিন গ্রামে শিয়াল আতঙ্ক বিরাজ করছে। সন্ধ্যা হলে শিয়ালের ভয়ে শিশু নারীসহ লোকজন ঘর থেকে বের হচ্ছে না। এলাকাবাসীকে লাঠিসোঁটা নিয়ে বাড়ির বাইরে চলাচল করতে হচ্ছে। কৃষক উন্নয়ন সংঘের যাত্রা শুরু নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা, ১৭ সেপ্টেম্বর ॥ ‘আমরা সবাই রাজা, আমাদের রাজার রাজত্বে’ এ শ্লোগানকে ধারণ করে চুয়াডাঙ্গায় কৃষাণ-কৃষাণীদের নিয়ে সমন্বিত কৃষক উন্নয়ন সংঘের যাত্রা শুরু হয়েছে। সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামে ৫ শতাধিক কৃষাণ-কৃষাণীকে নিয়ে এ সংগঠন গড়ে তোলা হয়েছে। কৃষকদের এই প্রতিষ্ঠানটি উন্নত বীজ ও উৎপাদিত পণ্যের বাজারদর নিশ্চিতকরণে কাজ করবে। সমন্বিত কৃষক উন্নয়ন সংঘের যাত্রা শুরু উপলক্ষে শনিবার বেলা ১২টায় গাড়াবাড়িয়া গ্রামে এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দার ছেলুন এমপি। ‘কল্যাণী’ কার্যক্রমের উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১৭ সেপ্টেম্বর ॥ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, দেশের অর্ধেক নারীগোষ্ঠীকে প্রশিক্ষণ দিয়ে প্রযুক্তিনির্ভর কর্মকা-ের মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ায়ই ‘কল্যাণী’ কার্যক্রমের মূল লক্ষ্য। আর এই কার্যক্রম শুধু সেবা দেয়ার জন্য নয়, সামাজিক আন্দোলনের অংশ। শনিবার সকালে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক হাজার ‘কল্যাণী’ থেকে শুরু হোক দশ হাজার ‘কল্যাণী’র নবযাত্রা। কার্যক্রমের উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন। তিনি ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে একযোগে দেশের ১৬টি জেলার প্রশাসকদের সাথে কথা বলেন ও কার্যক্রমের উদ্বোধন করেন।
×