ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ছুটি কাটিয়ে শুরু হিলি স্থলবন্দরের কার্যক্রম

প্রকাশিত: ০৪:২৭, ১৮ সেপ্টেম্বর ২০১৬

ছুটি কাটিয়ে শুরু হিলি স্থলবন্দরের কার্যক্রম

টানা ছয়দিন ঈদের ছুটি কাটিয়ে শুরু হয়েছে দিনাজপুরের হিলি স্থলবন্দরের কার্যক্রম। শনিবার সকাল পৌনে ১১টার দিকে এই বন্দর দিয়ে ভারত থেকে বিভিন্ন পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশ করতে শুরু করে। এর মধ্য দিয়ে পুরোদমে শুরু হয় দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম। এছাড়া বন্দরের বেসরকারী ওয়্যার হাউস পানামা পোর্টের ভেতরেও শুরু হয়েছে পণ্য ওঠানামার কাজ। বন্দরের বাংলাহিলি কাস্টমস সিএ্যান্ডএফ এজেন্টস এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, এ্যাসোসিয়েশনের এক জরুরী সভায় পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ১১ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বন্দরে আমদানি-রফতানি বন্ধের এই সিদ্ধান্ত নেয়া হয়। সেই সঙ্গে বন্ধের বিষয়টি ভারতের হিলির ব্যবসায়ীদের চিঠির মাধ্যমে জানিয়ে দেয়া হয়। -অর্থনৈতিক রিপোর্টার ফ্রান্সের পর্যটন উন্নয়নে ১ কোটি ইউরো ব্যয়ের ঘোষণা সন্ত্রাসী হামলার আতঙ্কে বিপর্যন্ত ফ্রান্সের পর্যটন খাতের উন্নয়নে ১ কোটি ইউরো ব্যয়ের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। পাশাপাশি জোরদার করা হয়েছে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র প্যারিসের নিরাপত্তা ব্যবস্থা। ২০১৭ সালের মধ্যে এ খাত ঘুরে দাঁড়াবে, এমনটাই প্রত্যাশা বিশ্লেষকদের। প্রকৃতির সৃষ্টি সিন নদী থেকে শুরু মানবসৃষ্ট আইফেল টাওয়ার। সেইসঙ্গে প্যারিসের দৃষ্টিনন্দন সৌন্দর্য, সংস্কৃতির নিদর্শন, শুরু ঐতিহাসিক স্থাপনা, সব মিলিয়ে বিশ্বের আকর্ষণীয় পর্যটন কেন্দ্রগুলোর একটি ফ্রান্স। দেশটিতে বছরে পর্যটক আসে ৮ কোটির ওপরে। এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট প্যারিসের অন্তত ৫ লাখ মানুষের কর্মসংস্থান। কিন্তু একের পর এক সন্ত্রাসী হামলায় বিপর্যস্ত দেশটির পর্যটন খাত। আশঙ্কাজনকহারে কমছে পর্যটক আসার হার। এমন অবস্থায় পর্যটন খাতকে ঘুরে দাঁড়াতে প্রণোদনা ঘোষণা করেছে দেশটির সরকার। সেইসঙ্গে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। -অর্থনৈতিক রিপোর্টার
×