ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চার বছরের মধ্যে বিনামূল্যে ওয়াই-ফাই সেবা দেবে ইউরোপিয়ান কমিশন

প্রকাশিত: ০৪:২৬, ১৮ সেপ্টেম্বর ২০১৬

চার বছরের মধ্যে বিনামূল্যে ওয়াই-ফাই সেবা দেবে ইউরোপিয়ান কমিশন

অর্থনৈতিক রিপোর্টার ॥ চার বছরের মধ্যে জনসাধারণের স্থানগুলোতে বিনামূল্যে ওয়াই-ফাই সেবা দেয়ার লক্ষ্য নির্ধারণ করেছে ইউরোপিয়ান কমিশন। এ সুবিধাটি দেয়া হবে ইউরোপিয়ান ইউনিয়ন সদস্যভুক্ত দেশগুলোতে, জানিয়েছে ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস। ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট জাঁ-ক্লদ জাঙ্কার বিনামূল্যে ওয়াই-ফাই দেয়ার এই লক্ষ্য ঘোষণা করেছেন। তিনি জানান, ইইউর তালিকাভুক্ত প্রত্যেকটির দেশের একটি করে শহর ৫জি মোবাইল নেটওয়ার্কের আওতায় আসবে, আর তা ২০২০ সালের মধ্যে। তিনি বলেন, সবার এই সংযোগের সুবিধাটি পাওয়া মানে হচ্ছে- এটি কোন বিষয় নয় যে, তিনি কোন এলাকায় থাকেন বা তার আয় কত। তাই আমরা আজকে প্রস্তাব দিচ্ছি যে, ২০২০ সালের মধ্যে প্রত্যেকটি ইউরোপিয়ান গ্রামে এবং প্রত্যেকটি শহরে তারবিহীন বিনামূল্যে ওয়াই-ফাই সেবা দেয়া হবে। এ পরিকল্পনার জন্য একটি ফেস শিট প্রস্তুত করা হয়েছে। ফেস শিটটির মতে, জনসাধারণের স্থানগুলোর মধ্যে পার্ক, চত্বর, লাইব্রেরি এবং পাবলিক বাসস্ট্যান্ডগুলো অন্তর্ভুক্ত। এই পরিকল্পনাটির বাজেট সর্বোচ্চ ১৩ কোটি ৫০ লাখ ডলার রাখা হয়েছে শুধু যন্ত্রপাতি স্থাপনার জন্য। ইউরোপিয়ান ইউনিয়ন আর একটি ঘোষণা দেয়ার চেষ্টা করছে। তারা টেলিযোগাযোগ প্রতিষ্ঠানগুলোর প্রতি অঙ্গীকার করেছিল যে, তারা রোমিং কলের খরচের প্রথা বাতিল করব। কিন্তু এখন এটি আর ইংল্যান্ডের জন্য প্রচলিত হবে না, ইউরোপিয়ান ইউনিয়ন ত্যাগ করার কারণে। ২০২৫ সাল পর্যন্ত ইউরোপিয়ান ইউনিয়ন কিছু লক্ষ্যমাত্রা ঠিক করেছে। এগুলোর মধ্যে রয়েছেÑ সর্বনিম্ন ইন্টারনেট গতি ১শ’ এমবিপিএস হওয়া, হাসপাতাল ও অন্যান্য কার্যালয়ে ১ জিবিপিএস গতির ডাউনলোড এবং আপলোড সেবা দেয়া এবং বড় রাস্তায় এবং রেলস্টেশনে বাধাহীন ৫জি সেবা সরবরাহ করা।
×