ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বালুচ ওয়েবসাইট ও মোবাইল এ্যাপ চালু করল অলইন্ডিয়া রেডিও

প্রকাশিত: ০৪:২০, ১৮ সেপ্টেম্বর ২০১৬

বালুচ ওয়েবসাইট ও মোবাইল এ্যাপ চালু করল অলইন্ডিয়া রেডিও

বিশ্বব্যাপী বালুচ ভাষী মানুষের কাছে পৌঁছাতে অলইন্ডিয়া রেডিও বৃহস্পতিবার এর বালুচ সার্ভিসের জন্য একটি ওয়েবসাইট এবং মোবাইল এ্যাপ সম্প্রচার চালু করেছে। খবর এনডিটিভির। সূত্র জানায়, প্রতিদিন ঘণ্টাব্যাপী বালুচ অনুষ্ঠান সম্প্রচার করছে অলইন্ডিয়া রেডিও। পাকিস্তানে যারা বালুচ ভাষায় কথা বলে তাদের কাছে পৌঁছাতে এই সার্ভিস চালু হয়েছিল ১৯৭৪ সালে। এখন এর সঙ্গে যুক্ত হলো-একটি ওয়েবসাইট এবং মোবাইল এ্যাপ। আর এসব অনুষ্ঠানমালা এখন পাবে বৈশ্বিক দর্শকরা। বিশেষ করে পাকিস্তানের বাইরে থাকা বালুচ ভাষায় কথা বলা মানুষেরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বাধীনতা দিবসের ভাষণের প্রেক্ষিতেই এই ওয়েব সার্ভিস চালুর পদক্ষেপ নিল অলইন্ডিয়া রেডিও। ওই ভাষণে মোদি বেলুচিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের জনগণের ওপর পাকিস্তানী নির্যাতনের ইস্যুটি তুলে ধরেছিলেন। আর এবারই প্রথম কোন প্রধানমন্ত্রী পাকিস্তান নিয়ন্ত্রিত বিরোধপূর্ণ এলাকাসমূহের নাম স্বাধীনতা দিবসের ভাষণদানকালে উল্লেখ করেন। এর আগে ডিডি নিউজ জেনেভায় বালুচ রিপাবলিকান পার্টির নেতা ব্রাহুমদাগ বুগতির সাক্ষাতকারের জন্য একটি টিম পাঠিয়েছিল। পাবলিক ব্রডকাস্টার প্রসার ভারতী এর ডিজিটাল উন্নয়নের ওপর ধারাবাহিকভাবে জোর দিচ্ছে। সূত্র আরও জানিয়েছে, এর নির্দেশনায় বেলুচ ভাষায় একটি ওয়েবসাইট এবং মোবাইল এ্যাপ চালুরও কথা রয়েছে। অলইন্ডিয়া রেডিওর বহিঃসার্ভিস বিভাগ বর্তমানে প্রতিদিন ৫৭টি রেডিও ট্রান্সফর্মারের মাধ্যমে ১০৮ দেশে ২৭ ভাষায় অনুষ্ঠান সম্প্রচার করে। এসবের মধ্যে বালুচি ভাষাসহ রয়েছে ১৫টি বিদেশী ভাষা। আইএসের তথ্যমন্ত্রী আল ফায়াদ নিহত সিরিয়ায় বিমান হামলায় জঙ্গী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) অন্যতম জ্যেষ্ঠ নেতা ওয়ায়িল আদিল হাসান সালমান আল ফায়াদ নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় (পেন্টাগন)। ‘ড. ওয়ায়িল’ নামেও পরিচিত আল ফায়াদ আইএসের তথ্যমন্ত্রী ছিলেন। তিনি আইএসের শিরñেদ করার প্রপাগা-ামূলক ভিডিও তৈরির বিষয়গুলো দেখতেন। ৭ সেপ্টেম্বর সিরিয়ার রাক্কার কাছে চালানো বিমান হামলায় তিনি নিহত হন বলে জানিয়েছে পেন্টাগন। গেল মাসে সিরিয়ায় আরেকটি বিমান হামলায় নিহত আইএসের শীর্ষ কৌশলবিদ আবু মুহাম্মদ আল আদনানির ঘনিষ্ঠজন ছিলেন ফায়াদ। আইএসের বিকল্প নাম ব্যবহার করে দেয়া এক বিবৃতিতে পেন্টাগনের তথ্য সচিব পিটার কুক বলেন, ‘আইএসআইএলের (আইএস) জ্যেষ্ঠ নেতাদের সরিয়ে দেয়ায় এর দখলকৃত ভূখ-ের ওপর নিয়ন্ত্রণ, পরিকল্পনার সামর্থ্য, অর্থ সরবরাহ এবং অঞ্চলটির ভিতরে ও বাইরে সরাসরি আক্রমণের সক্ষমতা হ্রাস পেয়েছে।’ কুক বলেন, ‘চিরতরে আইএসআইএলকে নির্মূল না করা পর্যন্ত জোটের অংশীদারদের নিয়ে এর বিরুদ্ধে অভিযান আরও গতিশীল করার ধারা অব্যাহত রাখব আমরা।’ ফায়াদ আইএসের নেতৃস্থানীয় গোষ্ঠী শুরা কাউন্সিলের সদস্য ছিলেন বলে জানিয়েছেন কুক। গেল সপ্তাহের মাঝামাঝি পেন্টাগন জানিয়েছিল, আইএসের প্রধান প্রচারক ও মুখপাত্র আবু মুহাম্মদ আল আদনানি আগস্টে উত্তর সিরিয়ায় তাদের বিমান হামলায় নিহত হয়েছেন। -বিবিসি
×