ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ব্রেক্সিটপরবর্তী ইইউকে পুনরুজ্জীবিত করতে ব্রাতিস্লাভায় একমত ব্লক নেতারা

গভীর সঙ্কট চলছে ইউরোপে

প্রকাশিত: ০৪:১৭, ১৮ সেপ্টেম্বর ২০১৬

গভীর সঙ্কট চলছে ইউরোপে

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা শুক্রবার ব্রেক্সিটপরবর্তী শীর্ষ সম্মেলনে তাদের ব্লককে পঙ্গু করে তুলছে এমন বহুবিধ সঙ্কটের সমাধান খুঁজে বের করতে ছয় মাসের এক সময়সীমা নিয়ে শুক্রবার মতৈক্যে পৌঁছান। কিন্তু তারা তাদের গভীর মতপার্থক্য নিরসনের উপায় নিয়ে সামান্যই বাস্তব প্রতিশ্রুতি দেন। নীতিগত প্রশ্নে মতভেদ তাদের ইউনিয়নের অস্তিত্বের প্রতি হুমকি ডেকে আনছে। খবর বিবিসি, এএফপি ও ডেইলি মেইলের। সেøাভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভায় অনুষ্ঠিত ২৭ নেতার বৈঠক থেকে তাদের মধ্যকার গভীর মতপার্থক্য নিরসন এবং অধিকসংখ্যক লোকের অভিবাসন, নিরাপত্তা ও অবনতিশীল অর্থনীতির মতো ইইউর সমস্যাদি মোকাবেলার লক্ষ্যে এক রোডম্যাপ প্রচার করা হয়। বৈঠকে ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে উপস্থিত ছিলেন না। পাহাড়ের চূড়ায় অবস্থিত ব্রাতিস্লাভা ক্যাসলে আয়োজিত শীর্ষ সম্মেলনের পর ঐক্য প্রদর্শন করতে জার্মান চ্যান্সেলর এ্যাঞ্জেলা মেরেকেল এবং ফরাসী প্রেসিডেন্ট ফাঁসোরা ওলাঁদ তাদের সহযোগী নেতাদের সম্মত পরিকল্পনাকে সফল করতে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তারা জানান, ব্লককে পুনরুজ্জীবিত করতে অগ্রাধিকারের ভিত্তিতে কী কী করতে হবে তা নিয়ে ইইউ একমত হয়েছে, যদিও ব্রেক্সিট কঠিন পরিস্থিতির সৃষ্টি করেছে। তথাকথিত ব্রাতিসøাভা ঘোষণায় ইইউর ২৭ নেতা বলেন, আমরা আগামী মাসগুলোতে আমাদের নাগরিকদের এক আকর্ষণীয় ইইউর স্বপ্ন উপহার দিতে ব্রাতিসøাভায় প্রতিশ্রুতি ব্যক্ত করছি। এ ইইউকে তারা বিশ্বাস ও সমর্থন করতে পারবে। আমাদের এটি অর্জন করার ইচ্ছা ও সামর্থ্য রয়েছে বলে আমরা আস্থাশীল। এতে আরও বলা হয়, ইইউ পূর্ণাঙ্গ নয়, কিন্তু এটি আমাদের নতুন চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার সর্বোত্তম মাধ্যম। তারা জটিল ব্রেক্সিট (ব্রিটেনের ইইউ ত্যাগ) নিয়ে কথা বলেননি। কারণ যুক্তরাজ্য সরকার ইইউ থেকে সরে যাওয়ার প্রক্রিয়ার সূচনা করবে বলে তারা অপেক্ষা করছেন। ইইউ নেতারা ইইউর বহিঃসীমান্তে নিরাপত্তা জোরদার করা, ইউরোপীয় প্রতিরক্ষা ব্যবস্থা সুসংবদ্ধ করা, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালানো এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বাড়ানোর লক্ষ্যে যৌথ প্রয়াস জোরদার করতে একমত হন। একদিনের ব্রাতিসøাভা সম্মেলনটি আস্থা গড়ে তোলার জন্য কয়েকটি বৈঠকের সূচনা করে। এসব বৈঠকে এক নতুন ইইউ ‘রোডম্যাপ’ নিয়ে বিচার-বিবেচনা করা হবে। এসব বৈঠক মার্চ মাসে রোমে এক শীর্ষ সম্মেলনে চূড়ান্ত রূপ পাবে। তখন ইইউর প্রতিষ্ঠা দলিল ট্রিটি অব রোম স্বাক্ষরিত হওয়ার ৬০তম বার্ষিকী উদযাপিত হবে। মেরকেল বলেন, ওই রোডম্যাপকে সফল করতে জার্মানি ও ফ্রান্স আগামী মাসগুলোতে তাদের ভূমিকা খুবই গুরুত্বের সঙ্গে পালন করবে। তিনি ওলাঁদের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ভাষণ দিচ্ছিলেন। ওলাঁদ বলেন, আমরা যাতে বাস্তব পদক্ষেপ নিতে পারি, সেজন্য ফ্রান্স ও জার্মানি কাজ করে যাবে। ইউরোপে বিরাটসংখ্যক সিরীয় শরণার্থীসহ অভিবাসীদের আগমন নিয়ে ইইউতে গভীর মতবিরোধ রয়েছে। সেøাভাকিয়া, হাঙ্গেরি, চেক প্রজাতন্ত্র ও পোল্যান্ড আশ্রয়প্রার্থীদের বসবাসের ব্যবস্থা করতে ইইউর নির্ধারিত কোটা গ্রহণ করতে অস্বীকার করে এসেছে। এ কোটা গ্রহণ করতে তাদের ওপর চাপ রয়েছে, যাতে গ্রীস ও ইতালির শিবিরগুলোতে অবস্থানরত এক লাখ ৬০ হাজার শরণার্থীর পুনর্বাসন করা সম্ভব হয়। ইতালির প্রধানমন্ত্রী মাত্তেও রেনজি জানান, অর্থনীতি ও অভিবাসন নিয়ে মতানৈক্য থাকায় তিনি যৌথ সংবাদ সম্মেলনে অংশ নিতে পারছেন না। তিনি বলেন, তার দেশ অন্যান্য দেশের মতো একই ভাবে চিন্তা-ভাবনা করে না। আমি মেরকেল ও ওলাঁদের সঙ্গে সংবাদ সম্মেলন করতে পারি না। কারণ আমি অভিবাসন ও অর্থনীতি নিয়ে তাদের অবস্থানের সঙ্গে একমত নই। এদিকে ইইউ কর্মকর্তারা জানান, ব্রিটেন ইইউ ত্যাগ নিয়ে ২০১৭ সালের জানুয়ারি বা ফেব্রুয়ারিতে আলোচনা শুরু করবে বলে সম্ভাবনা রয়েছে। তারা প্রধানমন্ত্রী তেরেসা মের সঙ্গে একান্ত আলোচনার উদ্ধৃতি দেন। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক বলেন, মে তাকে জানিয়েছিলেন যে, তিনি (মে) ২০১৭’র জানুয়ারি বা ফেব্রুয়ারিতে ট্রিটি অব রোমের ৫০ অনুচ্ছেদ (ইইউর সদস্যপদ প্রত্যাহার) কার্যকর করতে এবং দু’বছরের আনুষ্ঠানিক বিদায় প্রক্রিয়া শুরু করতে প্রস্তুত থাকবেন।
×