ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিশ্বকে চমকে দিয়ে চিনে উভচর বিমান এজি ৬০০

প্রকাশিত: ২১:০৮, ১৭ সেপ্টেম্বর ২০১৬

বিশ্বকে চমকে দিয়ে চিনে উভচর বিমান এজি ৬০০

অনলাইন ডেস্ক ॥ ডুবোজাহাজ, যুদ্ধ জাহাজ, অ্যান্টি স্যাটেলাইট মিসাইল-সহ অত্যাধুনিক সমরাস্ত্রের নিরন্তর গবেষণা চালিয়ে যাচ্ছে চিন। এ বার সেনাবাহিনীতে নতুন সদস্য হিসাবে অন্তর্ভুক্ত হল এজি ৬০০। দক্ষিণ চিন সাগর নিয়ে বর্তমানে যে চাপানউতোর চলছে, এই ধরনের বিমান বানিয়ে তারই কি প্রস্তুতি নিচ্ছে চিন? কী রয়েছে এই বিমানে দেখে নিন। ফের এক বার দুনিয়াকে চমকে দেওয়ার মতো বিমান তৈরি করল চিন। বিশ্বের বড় অ্যাম্ফিবিয়ান বিমানের মালিক এখন তারাই। এজি ৬০০ এই বিমানটি একবারে ৪৫০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে। প্রায় ৫৪ টন ওজন বহনক্ষম এই বিমান। চিনের দাবি, দাবানল রুখতে এবং কোনও বিশেষ মিশনের জন্য উভচর এই বিমানকে ব্যবহার করা হবে। বিমানটি তৈরি করতে সাত বছর সময় লেগেছে। বিমানে ৪টি শক্তিশালী টার্বো ইঞ্জিন রয়েছে। এই বিমানে ২০ সেকেন্ডের মধ্যে ১২ টন জল ভর্তি করা যায়। ঝুয়াই প্রদেশে ২০০৯-এ এই বিমান তৈরির কাজ শুরু হয়। বিমান প্রস্তুতকারী সংস্থা অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অব চায়না-র প্রধান জানান, বোয়িং ৭৩৭ এর আকারের এই বিমান এখনও পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় অ্যাম্ফিবিয়ান বিমান। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×