ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মতিঝিলে দুই যুবলীগ কর্মীকে গুলি

প্রকাশিত: ০৮:০৪, ১৭ সেপ্টেম্বর ২০১৬

মতিঝিলে দুই যুবলীগ কর্মীকে গুলি

বিডিনিউজ ॥ রাজধানীর মতিঝিলের এজিবি কলোনিতে সন্ত্রাসীদের গুলিতে যুবলীগের দুই কর্মী আহত হয়েছেন, যাদের একজনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ জানিয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে এজিবি কলোনির ‘আইডিয়াল জোনে’ এ ঘটনা ঘটে বলে মতিঝিল থানার পরিদর্শক গোলাম রাব্বানী জানান। আহত আহসানুল হক ইমন (৩২) এবং রিজভী হাসান বাবুকে (৩৪) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে বলে মেডিক্যাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সেন্টু চন্দ্র দাশ জানিয়েছেন। তিনি বলেন, ইমনের ডান হাত এবং পাঁজরের বাঁ দিকে গুলি এবং মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। আর বাবুর মুখের ডান পাশে গুলির চিহ্ন রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। আহতদের হাসপাতালে নিয়ে আসা একজনের বরাত দিয়ে এসআই সেন্টু বলেন, ‘এরা একটি ক্লাবে বসে ছিল। কয়েকজন সন্ত্রাসী এসে এলোপাতাড়ি গুলি করে চলে যায়।’ মহানগর দক্ষিণ যুবলীগের ১০ নম্বর ওয়ার্ডের সভাপতি মারুফ রেজা সাগর বলেন, গুলিবিদ্ধ দুজনই তার শাখার সদস্য। হিরক, মিলন ও তুষারসহ কয়েকজন এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি। হামলাকারীদের খোঁজা হচ্ছে বলে মতিঝিলের পরিদর্শক গোলাম রাব্বানী জানিয়েছেন।
×