ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

অক্টোবরে জানা যাবে শারাপোভার ভাগ্য

প্রকাশিত: ০৬:৩৯, ১৭ সেপ্টেম্বর ২০১৬

অক্টোবরে জানা যাবে শারাপোভার ভাগ্য

স্পোর্টস রিপোর্টার ॥ নিষিদ্ধ মেলডোনিয়াম সেবনের কারণে টেনিস থেকে দুই বছরের জন্য নির্বাসনে মারিয়া শারাপোভা। এরপরই আন্তর্জাতিক ক্রীড়া আদালতের শরণাপন্ন হয়েছিলেন রাশিয়ান টেনিসের এই গ্ল্যামারগার্ল। আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের দেয়া দুই বছরের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপীল করেছিলেন। পক্ষে যাক কিংবা বিপক্ষে, অক্টোবরের শুরুতেই আপীলের রায় ঘোষণা করবেন ক্রীড়ার সর্বোচ্চ আদালত। প্রথম সপ্তাহেই রায় ঘোষণা করা হবে বলে গত সপ্তাহে আন্তর্জাতিক ক্রীড়া আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে। মারিয়া শারাপোভার বর্তমান বয়স ২৯। সুদীর্ঘ ক্যারিয়ারে পাঁচ গ্র্যান্ডসøাম জয়ের স্বাদ পেয়েছেন তিনি। তার মোট জেতা শিরোপার সংখ্যা ৩৫। টেনিস ইতিহাসের দশম এবং রাশিয়ার প্রথম প্রমীলা খেলোয়াড় হিসেবে ‘ক্যারিয়ার গ্র্যান্ডসøাম’ জয়ের বিস্ময়কর কীর্তি গড়েন মাশা। চার বছর আগে লন্ডন অলিম্পিকে রৌপ্যপদকও জয় করেছিলেন তিনি। কিন্তু ২০১৪ সালে ফ্রেঞ্চ ওপেন জয়ের পর থেকেই যেন নিজেকে আর সেভাবে মেলে ধরতে পারছিলেন না শারাপোভা। এই দুই বছর কোন গ্র্যান্ডসøাম জিততে পারেননি তিনি। তবে নতুন মৌসুমে নতুন করে শুরুর প্রত্যয় ছিল রাশিয়ান এই টেনিস তারকার। কিন্তু বিশ্বকে চমকে দিয়েই ডোপ টেস্টে ‘পজিটিভ’ হয়ে টেনিস ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায়ের সৃষ্টি করেন শারাপোভা। এরপর গত মার্চ থেকেই নিষিদ্ধ রুশ টেনিস তারকা মাশা। এদিকে ডোপ কেলেঙ্কারিতে উঠে এসেছে আমেরিকান টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামস ও তার বড় বোন ভেনাস উইলিয়ামসের নামও। সম্প্রতি রাশিয়ান হ্যাকাররা তথ্যসহ ২৫ এ্যাথলেটের নাম প্রকাশ করেছে। যারা নাকি বিভিন্ন সময় নিষিদ্ধ বস্তু সেবন গ্রহণ করতেন। এ বিষয়ে মুখ খুলেছেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। সেরেনা ও ভেনাস উইলিয়ামস সত্যি ডোপ করছেন কিনা, তা নিয়ে তদন্তের দাবি জানালেন তিনি। ভারতীয় এই টেনিস তারকার সাফ কথা, ‘বিষয়টি খোঁজ নিয়ে দেখা দরকার। সর্বভারতীয় টেনিস সংস্থার উচিত তদন্তের দাবি তোলা।’ এদিকে নিষিদ্ধ মারিয়া শারাপোভা গত সপ্তাহে যোগ দেন নিউইয়র্ক ফ্যাশন উইকে। এ সময় তার সঙ্গে ছিলেন আমেরিকান তারকা সিমোন বিলেসও। দুজনে একত্রে বেশ কিছু ছবিও তোলেন। তবে সবার দৃষ্টি ছিল তাদের দিকেই। কেননা মারিয়া শারাপোভার উচ্চতা যেখানে ৬ ফিট ২ ইঞ্চি সেখানে বিলেসের মাত্র ৪ ফিট ৯। সিমোন বিলেস সদ্যসমাপ্ত রিও অলিম্পিকে অসাধারণ পারফর্ম উপহার দিয়েছেন। চার স্বর্ণপদক জিতে গোটা বিশ্বকেই জানিয়ে দিলেন উচ্চতাটা প্রকৃতপক্ষে তার জন্য বাধা নয়।
×