ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সেই দুঃস্মৃতি এখনও পোড়ায় ধোনিকে

প্রকাশিত: ০৬:৩৫, ১৭ সেপ্টেম্বর ২০১৬

সেই দুঃস্মৃতি এখনও পোড়ায় ধোনিকে

স্পোর্টস রিপোর্টার ॥ জীবনে প্রাপ্তি কম নয়। প্রথম অধিনায়ক হিসেবে মহেন্দ্র সিং ধোনি ভারতকে দু’দুটি বিশ্বকাপ জিতিয়েছেন (২০০৭ টি২০ ও ২০১১ ওয়ানডে), টেস্টে তুলেছেন র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে। ব্যাট হাতে-উইকেটের পেছনে ব্যক্তিগত নৈপুণ্যেও দলকে জিতিয়েছেন অনেক বার। সেই তার ক্যারিয়ারে বড় কষ্ট বাংলাদেশের কাছে হেরে ২০০৭ ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়া। ৩০ তারিখ বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে বায়োপিক এমএস ধোনি ‘দ্য আনটোল্ড স্টোরি। নিউইয়র্কে সেটির রিলিজ অনুষ্ঠানে ক্রিকেট জীবনের তিক্ত অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে ২০০৭ বিশ্বকাপের ব্যর্থতাকেই তুলে ধরেন তিনি। ক্ষমতাধর দেশটির প্রভাবশালী ক্রিকেটারকে সেই স্মৃতি এখনও তাড়া করে ফেরে। ধোনি বলেন, ‘ভারত ম্যাচ হারলে সমর্থকরা এমন আচরণ করেন মনে হয়, আমরা বড় কোন অপরাধ করেছি। আমরা খুনী কিংবা আতঙ্কবাদী।’ ২০০৭Ñএ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে ওয়ানডে বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই ছিটকে গিয়েছিল ভারত। দুর্বল বারমুডার বিপক্ষে জয়ের পর শ্রীলঙ্কা ও বাংলাদেশের কাছে হারের লজ্জায় পড়তে হয়েছিল। দেশে ফেরার পর সমর্থকদের রোষের কবলে পড়তে হয়েছিল। ক্ষুব্ধ মানুষ ধোনি ও দ্রাবিড়ের বাড়িতে ঢিল ছুড়েছিল। সে এক বিভিষিকাময় পরিস্থিতি। ধোনি বলেন, ‘দিল্লী বিমানবন্দরে নামার পর দেখি, অনেক মিডিয়া অপেক্ষায়। আমাদের পুলিশ ভ্যানে করে নিয়ে যাওয়া হয়েছিল। গাড়িতে আমি ঠিক বীরেন্দর শেবাগের পাশেই বসেছিলাম। গাড়ির গতি ছিল ঘণ্টায় ৬০-৭০ কিলোমিটার। মিডিয়ার গাড়িও আমাদের পেছনে পেছনে ছুটছিল। তাদের ক্যামেরা ও লাইট আমাদের গাড়ির ওপর পড়ছিল। মনে হচ্ছিল আমরা দাগী আসামি। কিছু দূর যাওয়ার পর আমাদের পুলিশ স্টেশনে নামিয়ে দেয়া হয়েছিল। সেখানে আমরা ১৫-২০ মিনিট বসেছিলাম। তারপর গাড়ি ছেড়ে ছিল। ওই ঘটনা আমার জীবনে বড় প্রভাব ফেলেছিল। অনেকে মনে করেন, আমাদের কোন আবেগ নেই। কিন্তু খেলোয়াড়দেরও আবেগ থাকে, কারণ আমরাও রক্ত মাংসের মানুষ। দেশের প্রতিনিধি।’ ধোনি আধুনিক ভারতের সফলতম ক্রিকেটার, অবশ্যই সফল অধিনায়কও। ২০০৭ প্রথম টি২০ বিশ্বকাপে নেতৃত্বের প্রথম মিশনে শিরোপা জিতে বাজিমাত করেছিলেন। সৌরভ গাঙ্গুলী, শচীন টেন্ডুলকররা যা পারেননি পরবর্তীতে সেটিও করেছেন। দীর্ঘ ২৮ বছর পর তার হাত ধরেই ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ পুনরুদ্ধার করে ভারত। তার নেতৃত্বেই প্রথম টেস্টে আইসিসি র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানের স্বাদ পায় মোড়ল দেশটি। বলতে গেলে শচীন উত্তর যুগে ভারতীয় ক্রিকেটের ব্রান্ডে পরিণত হন ঝাড় খ-ে জন্ম নেয়া প্রতিভাধর এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। বিরাট কোহলির কাছে টেস্টের দায়িত্ব ছেড়ে এখন কেবল রঙিন পোশাকের নেতৃত্বে আছেন।
×