ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘ক্রীড়াঙ্গনে প্রতারকদের স্থান নেই’

প্রকাশিত: ০৬:৩৪, ১৭ সেপ্টেম্বর ২০১৬

‘ক্রীড়াঙ্গনে প্রতারকদের স্থান নেই’

স্পোর্টস রিপোর্টার ॥ ডোপিং কেলেঙ্কারিতে গোটা বিশ্বই এখন তোলপাড়। দুই দিন আগে তথ্যসহ ২৫ এ্যাথলেটের নাম প্রকাশ করে রীতিমতো বিশ্বকে চমকে দিয়েছে রাশিয়ান হ্যাকাররা। যেখানে নাম এসেছে আমেরিকান টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা এবং ভেনাস উইলিয়ামসেরও। যারা নাকি বিভিন্ন সময় নিষিদ্ধ ড্রাগ সেবন করতেন। তবে ডোপিং কেলেঙ্কারিতে জড়িত এ্যাথলেটদের ঘোরবিরোধী রাফায়েল নাদাল। স্প্যানিশ এই টেনিস তারকার মতে, ক্রীড়াজগতে প্রতারকদের স্থান নেই। এ প্রসঙ্গে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক এই নাম্বার ওয়ান বলেন, ‘খেলাধুলায় যারা অবৈধ পন্থা অবলম্বন করে তারা বিশ্ব ক্রীড়াঙ্গনে ১০০ ভাগ প্রতিযোগিতা করার যোগ্য নয়।’ নাদাল মনে করেন ক্রীড়াঙ্গন অবশ্যই সব ধরনের স্ক্যান্ডাল মুক্ত থাকা উচিত। সেই সঙ্গে এ্যান্টি ডোপিং কর্মসূচীতেও সব এ্যাথলেটদের বিশ্বাস করা উচিত বলে মনে করেন তিনি। এ বিষয়ে নাদাল বলেন, ‘সাধারণত আমরা কখনই চাই না যে ক্রীড়াঙ্গন সম্পর্কে সাধারণ মানুষের মনে নেতিবাচক কোন ধারণার জন্ম হোক। ক্রীড়াক্ষেত্রটা সবসময়ই স্বচ্ছ হওয়া উচিত। তবে আমাদের একটি এ্যান্টি ডোপিং প্রোগ্রাম রয়েছে। আমাদের তাতে বিশ্বাস রাখাটা খুব জরুরী। এই মুহূর্তে যা ঘটছে তা খুবই ভয়ঙ্কর বিষয়। আমরা বিশ্বাস করি আমাদের সেরা এ্যান্টি ডোপিং প্রোগ্রাম রয়েছে। এবং এটাকে আরও অধিকতর ভাল করা উচিত। খেলোয়াড়রা অনেক শিশুর জন্যই উদাহরণ। বিশ্বের অনেক মানুষের কাছেই এ্যাথলেটরা অনুপ্রেরণা। তবে আমি শতভাগ বিশ্বাস করি ডোপ বিরোধী কর্মসূচীতে। ডোপিংয়ের বিষয়ে আমার কাছে তেমন কোন তথ্য নেই। তবে এটা নিয়ন্ত্রণ করা যে খুবই কষ্টসাধ্য বিষয় তা আমি জানি। এজন্য আমাদের বছরের প্রতিদিনই প্রতিজ্ঞাবদ্ধ থাকতে হবে যে, আমরা কোথায় আছি? ডোপ বিরোধী নিয়ন্ত্রণ সংস্থার প্রতি আমাদের সম্মান প্রদর্শন করতে হবে।’ সুদীর্ঘ ক্যারিয়ারে ১৪ গ্র্যান্ডসøাম জিতেছেন রাফায়েল নাদাল। কিন্তু বর্তমানে বাজে সময় কাটছে তার। কেননা ২০১৪ সালের পর আর কোন মেজর শিরোপাই যে জিততে পারেননি তিনি। দুই বছর আগে জেতা ফ্রেঞ্চ ওপেনই এখন পর্যন্ত তার জেতা শেষ কোন মেজর শিরোপা। সেই শিরোপা জয়ের পর রাফায়েল নাদালকে লড়াই করতে হয়েছে ইনজুরির বিপক্ষেও। তবে চোট শঙ্কা কাটিয়ে এই মুহূর্তে টেনিস কোর্টে বেশ ভালভাবেই লড়াই করার প্রত্যয় এই স্প্যানিয়ার্ডের। নাদাল গত মাসে রিও অলিম্পিকের দ্বৈতে স্বর্ণপদক জিতেছেন। এ বছর আর কোন গ্র্যান্ডসøাম জিততে না পারলেও নতুন মৌসুমে নতুন করে জ্বলে উঠতে চান তিনি। পারবেন কী নাদাল? টেনিসপ্রেমীদের অপেক্ষা এখন সেটাই দেখার।
×