ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্প্যানিশ লা লিগা, আজ মাঠে নামছে বার্সিলোনা ও এ্যাটলেটিকো মাদ্রিদ

সামাজিক যোগাযোগেও সেরা ‘সি আর সেভেন’

প্রকাশিত: ০৬:৩২, ১৭ সেপ্টেম্বর ২০১৬

সামাজিক যোগাযোগেও সেরা ‘সি আর সেভেন’

স্পোর্টস রিপোর্টার ॥ কি মাঠ, কি মাঠের বাইরে সবখানেই সেরা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বলিষ্ঠ শরীর আর সুন্দর চেহারা দিয়ে সুন্দরী রমণীদেরও হরহামেশা পটান রিয়াল মাদ্রিদের পর্তুগীজ সুপারস্টার। এসবের প্রভাব দেখা যায় সামাজিক যোগাযোগের মাধ্যমেও। এই যেমন অনলাইনে সামাজিক যোগাযোগের মাধ্যমে পুরুষদের মধ্যে সি আর সেভেনের অনুসারীই সবচেয়ে বেশি। সবমিলিয়েও হয়ত দ্রুতই তিনি সবার উপরে উঠে যাবেন। তবে আপাতত রোনাল্ডো আছেন দুই নম্বরে। তার উপরে আছেন শুধু যুক্তরাষ্ট্রের পপ তারকা টেইলর সুইফট। এ্যাপল ট্রি কমিউনিকেশন্সের করা তালিকায় ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম মিলিয়ে ২৩ কোটি ৮০ লাখ অনুসারী নিয়ে দ্বিতীয় স্থানে রোনাল্ডো। ২৪ কোটি ৬০ লাখ অনুসারী নিয়ে তালিকায় শীর্ষে সুইফট। তালিকায় সেরা পাঁচে থাকা তারকাদের মধ্যে রোনাল্ডোই একমাত্র পুরুষ। বাকি তিনজন কেটি পেরি (২১ কোটি ৯০ লাখ), সেলেনা গোমেজ (২০ কোটি ৫০ লাখ) ও রিয়ানা (১৯ কোটি)। খেলার মাঠের রোনাল্ডোকে সামাজিক যোগাযোগের মাধ্যমেও ব্যস্ত থাকতে দেখা যায়। বড় একটা স্বীকৃতি পাওয়া পর্তুগীজ তারকা সম্প্রতি ছেলেকে নিয়ে একটি ছবি দিয়েছেন। সেখানে দেখা যাচ্ছে, পড়ার টেবিলে ছেলেকে নিয়ে ব্যস্ত তিনি। পড়াচ্ছেন রোনাল্ডো জুনিয়রকে। গ্রীষ্মের গরমের কারণে অন্য দেশগুলোর চেয়ে স্পেনের স্কুলগুলো বিলম্বের খোলে। সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে শুরু হয় স্কুল। সি আর সেভেনও তাই ছেলেকে নিয়ে বসেছেন পড়ার টেবিলে। আর বাবা-ছেলের এ দৃশ্য ছড়িয়েও পড়েছে বিশ্বব্যাপী। তবে এই সুসময়েও রোনাল্ডোকে সেরা হিসেবে মানেননি সাবেক পর্তুগীজ তারকা লুইস ফিগো। তার মতে, রোনাল্ডোর চেয়ে সেরা ‘ব্লাক প্যান্থার’ খ্যাত ইউসেবিও। বর্ণময় ও দাপুটে চরিত্র হয়ে তিনি অমর থাকবেন বলে জানান ফিগো। ঝলমলে ফুটবল ক্যারিয়ারে ইতোমধ্যেই তিনবার ফিফা বর্ষসেরা ফুটবলারের খেতাব ব্যালন ডি’অর জিতেছেন রোনাল্ডো। বিশ্লেষকদের ভবিষ্যবাণী ঠিক থাকলে এবারও পুরস্কারটি রোনাল্ডোর শোকেসে উঠতে যাচ্ছে। দেশকে জিতিয়েছেন প্রথমবারের ইউরোর ট্রফি। অন্যদিকে ইউসেবিও দেশের হয়ে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়েও কোন ট্রফি জিততে পারেননি। বেনফিকার হয়ে অবশ্য ওই আক্ষেপ ছিল না ২০১৪ সালে মারা যাওয়া এই ফুটবলারের। কিন্তু দুই যুগের দুই খেলোয়াড়কে একই ফ্রেমে নিয়ে এসে সাক্ষাতকারে ফিগো বলেন, রোনাল্ডোর প্রশংসা করতেই হবে। তার সাফল্য আমাকে উদ্বেলিত করে। প্রত্যেক বছর সে উন্নতি করেছে, ফুটবলের নতুন যুগ সৃষ্টি করেছে। কিন্তু তারপরও ইউসেবিও আমার কাছে অনন্য। তার মতো কখনই কিছু দেখিনি। ফিগো বলেন, আমার কাছে এক নম্বর ইউসেবিও। তার খেলার জন্য, ফুটবলীয় উপদেশের জন্য, নিখাদ বন্ধুত্বের জন্য। এদিকে স্প্যানিশ লা লিগায় আজ মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সিলোনা ও এ্যাটলেটিকো মাদ্রিদ। এ্যাওয়ে ম্যাচে বার্সার প্রতিপক্ষ লিগানেস। নিজেদের মাঠ ভিসেন্টে ক্যালডেরনে এ্যাটলেটিকো খেলবে স্পোর্টিং গিজনের বিপক্ষে। রবিবার রিয়াল মাদ্রিদ খেলবে এস্পানিওলের বিপক্ষে। আজকের ম্যাচের আগে অনুশীলনে বার্সার নতুন ফুটবলার স্যামুয়েল উমটিটি সতীর্থদের উচ্ছ্বসিত প্রশংসা করেন। তার মতে মেসি, নেইমার, সুয়ারেজের সঙ্গে খেলার সুযোগ পাওয়া বিশাল বিষয়। ফরাসী এ ডিফেন্ডার বলেন, অনুশীলনে মেসি, নেইমার ও সুয়ারেজের বিপক্ষে খেলতে পছন্দ করি আমি। এটা বাড়তি পাওয়া এবং খেলার সময় সেটা আমি বুঝতে পাচ্ছি।
×