ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নিরাপদে আছেন সাকিব

প্রকাশিত: ০৬:৩১, ১৭ সেপ্টেম্বর ২০১৬

নিরাপদে আছেন সাকিব

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম ও অপরিহার্য ক্রিকেটার সাকিব আল হাসান। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে একই সঙ্গে ওয়ানডে, টেস্ট ও টি২০ ফরমেটে আইসিসির অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে ছিলেন দীর্ঘদিন। ব্যাটে-বলে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে দেশের কোটি কোটি মানুষকে আনন্দে ভাসিয়েছেন, সেজন্য সবার প্রাণের মানুষ সাকিব। সবার প্রিয় সাকিব শুক্রবার অল্পের জন্য বেঁচে গেছেন মারাত্মক দুর্ঘটনা থেকে। একটি টেলিভিশন বিজ্ঞাপন চিত্রে কাজ করতে কক্সবাজারের ইনানি বিচে সকালে গিয়েছিলেন বেসরকারী একটি বিমান কোম্পানির হেলিকপ্টারে চড়ে। সাকিবকে নামিয়ে ফেরার পথে সেটি পাইলটসহ ৫ আরোহী নিয়ে ইনানি সৈকতেরই রেজু খালে বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি। ঘটনায় নিহত হন এক ব্যক্তি। পরে সাকিব সুস্থ আছেন বলে জানান এবং দুর্ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেন। বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহীম বিষয়টি নিয়ে তার ফেসবুক পেজে স্বস্তি প্রকাশ করে জানান দেশের ১৭ কোটি মানুষের দোয়া সঙ্গে থাকায় সাকিব বেঁচে গেছেন। বিজ্ঞাপন চিত্রের শূটিং শেষে আজই ফিরবেন সাকিব এমনটাই জানা গেছে। বিশ্বসেরা অলরাউন্ডার হওয়ার পর থেকেই সাকিব হয়ে গেছেন বিশ্বব্যাপী জনপ্রিয় একজন তারকা। ক্রিকেটের জন্য তাকে দেশে-বিদেশের আনাচে-কানাচে মানুষ কাছে পেতে উদগ্রীব থাকে। সাকিব ক্রিকেটের বাইরেও বিভিন্ন সামাজিক, বাণিজ্যিক ও বিপণন কর্মকা-ে যুক্ত। এরই অংশ হিসেবে বেশ কিছু টিভি বিজ্ঞাপন চিত্রে অংশ নিয়েছেন অনেকবার। তেমনই একটি বিজ্ঞাপন চিত্রে অংশ নিতে শুক্রবার সকালে কক্সবাজারের ইনানি বিচের নিকটবর্তী টিউলিপ সি পার্ল বিচ রিসোর্টে যান। বিজ্ঞাপনী সংস্থার ভাড়া করা মেঘনা এভিয়েশনের হেলিকপ্টার রবিনসন আর ৬৬ তাকে সেখানে নামিয়ে দিয়ে আসে। এরপরই আরও চার যাত্রী নিয়ে ফিরতি পথ ধরে আসার সময় ইনানি বিচের রেডু খালে সেটি বিধ্বস্ত হয়। আহতদের উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে ৩২ বছর বয়সী বিজ্ঞাপনী প্রতিষ্ঠানের হিসাবরক্ষক মারা যান বলে জানিয়েছেন সদর মডেল পুলিশ স্টেশনের সাব-ইন্সপেক্টর ওমর ফারুক। আগেভাগেই নেমে যাওয়ার কারণে এ যাত্রা বেঁচে গেছেন দেশের ক্রিকেটের প্রাণ সাকিব। তিনিও পরবর্র্তীতে জানিয়েছেন সুস্থ, স্বাভাবিক ও নিরাপদেই আছেন। তবে দুর্ঘটনার বিষয়টি জেনে দারুণ মর্মাহত হয়েছেন তিনি এমনটাই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া। সাকিব নিরাপদ আছেন জানার পর স্বস্তি প্রকাশ করেন তার সতীর্থ মুশফিক। এ বিষয়ে মুশফিক তার ফেসবুক পেজে লেখেন, ‘সর্বশক্তিমান আল্লাহকে ধন্যবাদ ... যখন তোমার জন্য ১৭ কোটি মানুষের দোয়া থাকবে তখন এমনটি হবে ...। শুনে খুবই ভাল লাগছে যে সাকিব নিরাপদ এবং সুস্থ আছে। কিন্তু যে ব্যক্তি তার জীবন হারিয়েছেন আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। চলুন তার বিদেহী আত্মার জন্য প্রার্থনা করি ...।’
×