ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তিন নতুন মুখ নিয়ে আসছে ইংল্যান্ড

প্রকাশিত: ০৬:৩১, ১৭ সেপ্টেম্বর ২০১৬

তিন নতুন মুখ নিয়ে আসছে ইংল্যান্ড

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশের বিপক্ষে তিন ওয়ানডে ও দুই টেস্টের জন্য শুক্রবার দল ঘোষণা করে দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। দলে তিন নতুন মুখ রাখা হয়েছে। ১৯ বছর বয়সী ওপেনার হাসিব হামিদ, ব্যাটসম্যান বেন ডাকেট ও অলরাউন্ডার জাফর আনসারি হচ্ছেন তিন নতুন মুখ। ১৫ সদস্যের ওয়ানডে ও ১৭ সদস্যের টেস্ট দল ঘোষণায় শক্তি ঠিকই বজায় রেখেছে ইসিবি। ইয়ন মরগান ও এ্যালেক্স হেলস না আসলেও পুরো শক্তির দলই আছে। ঘোষিত টেস্ট স্কোয়াডেই রয়েছে নতুন তিন মুখ। তবে তিন নতুন মুখের চেয়েও চমক আছে দলে। সেটি হচ্ছে, ১১ বছর বছর পর দলে স্থান পেয়েছেন ৩৯ বছর বয়সী গ্যারেথ ব্যাটি। তিন ওয়ানডে ও দুই টেস্ট খেলতে আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে পা রাখবে ইংল্যান্ড ক্রিকেট দল। তিন নতুন মুখ ছাড়া বাকি সবাই পরিচিত মুখই। পরিবার নয়, দলের প্রতি দায়িত্ব দেখিয়ে আসছেন এ্যালিস্টার কুক। ক্যারিয়ারের শততম টেস্টটি বাংলাদেশেই খেলবেন স্টুয়ার্ট ব্রড। তবে বাংলাদেশে আসার আগ্রহ দেখালেও ইয়ান বেল ও ক্রিস ডর্জানকে দলে নেননি নির্বাচকেরা। বাংলাদেশে শুরুতে ওয়ানডে দল আসবে। কারণ, তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে শুরুতে। ৭, ৯ ও ১২ অক্টোবর যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। এরপর ২০ অক্টোবর প্রথম ও ২৮ অক্টোবর দ্বিতীয় টেস্ট শুরু হবে। মরগান ও হেলস বাংলাদেশ সফরের দলে না থাকলেও যে ইংল্যান্ড দলটি শক্তিশালী সেটিই বোঝাতে চেয়েছেন ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফের সাংবাদিক শিল্ড বেরি। তার মতে, মরগান-হেলস না এলেও বেশ শক্তিশালী দল নিয়েই বাংলাদেশে আসছে ইংল্যান্ড। ইংল্যান্ড দলে ডাকা হয়েছে ৩৮ বছর বয়সী স্পিনার গ্যারেথ ব্যাটিকে। প্রায় ১১ বছর আগে বাংলাদেশের বিপক্ষেই সর্বশেষ টেস্ট খেলেছিলেন ব্যাটি। তার টেস্ট অভিষেকও হয়েছিল ঢাকায়, ২০০৩ সালে। ওয়ানডে সর্বশেষ খেলেছেন ২০০৯ সালে। অবশ্য তার পক্ষে কথা বলছে ফর্ম। কাউন্টি ক্রিকেটে সারের হয়ে ৩১ গড়ে ৪১ উইকেট নিয়েছেন এই অফ স্পিনার। বাংলাদেশের এলেও অবশ্য মঈন আলী ও আদিল রশিদের ‘ব্যাক-আপ’ হয়েই থাকতে হতে পারে। বাংলাদেশ সফর বলেই বাড়তি স্পিনার দলে চাইছে ইংল্যান্ড। ব্যাটির পাশাপাশি দলে আছেন ব্যাটির চেয়ে প্রায় দুই দশক কম বয়সী তরুণ ওপেনার হাসিব হামিদ। যদি প্রথম টেস্টের একাদশে থাকেন হামিদ, তবে ১৯ বছর বয়সী এ ব্যাটসম্যানই হবেন ইংল্যান্ডের কনিষ্ঠতম ওপেনিং ব্যাটসম্যান। ফর্মও অবশ্য বেশ ভাল যাচ্ছে তার। সর্বশেষ ১৮ প্রথম শ্রেণীর ম্যাচে রান করেছেন ১ হাজারেরও বেশি। টেস্টে কুকের সঙ্গে অভিজ্ঞ মঈন আলী, জেমস এ্যান্ডারসন, গ্যারি ব্যালান্স, স্টুয়ার্ট ব্রড, স্টিভেন ফিন, জো রুট, বেন স্টোকস, ক্রিস ওকস আছেন। আর ওয়ানডেতে জস বাটলারের নেতৃত্বে থাকছেন মঈন, জনি বেয়ারস্টো, লিয়াম ডসন, প্লাঙ্কেট, আদিল রশিদ, জেসন রয়, স্টোকসরা। শক্তিশালী দলই হয়েছে। ইংল্যান্ড জাতীয় দলের নির্বাচক জেমস হোয়াইটেকার বলেন, ‘কোচ ও অধিনায়ককে বেশি অপশন দিতে টেস্ট দলে চার স্পিনার নেয়া হয়েছে। মঈন আলী ও আদিল রশিদ তো আছেনই। জাফর আনসারি ও গ্যারেথ ব্যাটিকেও রাখা হয়েছে। জাফর হচ্ছেন আমাদের সম্পদ। ব্যাট ও বলে দারুণ। আর বেটি হচ্ছেন অভিজ্ঞ ক্রিকেটার। দেশের সেরা সেøা বোলার। বিশেষ করে উপমহাদেশে অনেক কার্যকর হতে পারে।’ মরগান না আসায় জস বাটলারের উপর ওয়ানডের দায়িত্ব দেয়া হয়েছে। মনে করা হচ্ছে, মরগানের ক্যারিয়ার হুমকির মুখে পড়ে যাবে। দলে বিভাজনও তৈরি হবে। তবে বাটলার সেটি মনে করেন না। উইকেটরক্ষক ও ব্যাটসম্যান বাটলার মনে করেন, ‘মরগানের সিদ্ধান্ত ড্রেসিংরুমে কোন বিভাজন তৈরি করবে না। আমরা বেশ একতাবদ্ধ একটা দল এবং আমরা এ রকমই থাকব। দলে সবাই একে অপরের বেশ ভাল বন্ধু এবং আমরা এটা বজায় রাখতে চাই।’ আগামী বছর ইংল্যান্ডেই চ্যাম্পিয়ন্স ট্রফি হবে। এর আগে দল আরও শক্তিশালী হওয়ার কথাই জানালেন বাটলার, ‘আগামী বছর আমাদের এখানে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে। তার দুই বছর পর আছে ক্রিকেট বিশ্বকাপ। ড্রেসিংরুমের সবাই এই শিরোপাগুলো জিততে চায়। দলের সবার লক্ষ্য এখন সেটাই।’ বাংলাদেশের বিপক্ষে সিরিজ শেষ হলেই মরগানের হাতে নেতৃত্ব বুঝিয়ে দিতে চান বাটলার। বলেছেন, ‘সেই এই দলের মূল অধিনায়ক। আমি আশা করি, যখন সে দলে ফিরবে, তখন আবার অধিনায়কের দায়িত্বটা গ্রহণ করবে। তার অধীনে আমরা চমৎকার উন্নতি করেছি। আমার চোখে, সেই দলের অধিনায়ক। সে আমাদের ঘুরে দাঁড়ানোর পেছনের অন্যতম বড় কারণ। সে আমাদের খেলার ধরনে নতুনত্ব এনে দিয়েছে এবং এই ধরনটাতেই আমরা আমাদের খেলা চালিয়ে যেতে চাই। দায়িত্ব নেয়ার পর গত ১৮ মাসে সে অসাধারণ কাজ করেছে।’ বাংলাদেশে আসা নিয়ে বাটলারের মনেও সংশয় ছিল বলেই জানান, ‘এটা সবার জন্যই বেশ কঠিন সিদ্ধান্ত ছিল। গণমাধ্যমে বিভিন্ন সংবাদ পড়ার পর কিছু দুশ্চিন্তা স্বাভাবিকভাবেই তৈরি হয়। পৃথিবীতে ক্রিকেটের চেয়েও বড় কিছু বিষয় আছে। ক্রিকেটার হিসেবে সেই বিষয়গুলোর অভিজ্ঞতা আমাদের কখনই হয়নি। আমরা নিজেদের মধ্যে আলোচনা করেছি, নিজেদের দুশ্চিন্তার জায়গাগুলো নিয়ে কথা বলেছি। দিন শেষে, এটা সম্পূর্ণই একটা ব্যক্তিগত সিদ্ধান্ত। সবাই নিজের সিদ্ধান্ত নিজেই নিয়েছে এবং প্রত্যেকেরই অন্যের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা আছে।’ মরগানকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। বাটলার সেই সমালোচনার বিপক্ষে অবস্থান নিয়েছেন। মরগানের পক্ষেই কথা বলেছেন, ‘ক্রিকেটই সব কিছু নয়। সে (মরগান) সেই সিদ্ধান্তটাই নিয়েছে, যেটা তার কাছে সঠিক মনে হয়েছে। কোন রকম চিন্তা-ভাবনা ছাড়া সে এই সিদ্ধান্তটা নেয়নি। তার নিজের যেটা সুবিধাজনক মনে হয়েছে, সে সেটাই ঠিক করেছে। এবং তার এই সিদ্ধান্তকে সবার সম্মান জানানো উচিত।’ টেস্ট স্কোয়াড ॥ এ্যালিস্টার কুক (অধিনায়ক), মঈন আলী, জেমস এ্যান্ডারসন, জাফর আনসারি, জনি বেয়ারস্টো, গ্যারি ব্যালান্স, গ্যারেথ ব্যাটি, স্টুয়ার্ট ব্রড, জস বাটলার, বেন ডাকেট, স্টিভেন ফিন, হাসিব হামিদ, আদিল রশিদ, জো রুট, বেন স্টোকস, ক্রিস ওকস, মার্ক উড। ওয়ানডে স্কোয়াড ॥ জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, জেক বল, স্যাম বিলিংস, লিয়াম ডসন, বেন ডাকেট, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ, জেসন রয়, বেন স্টোকস, জেমস ভিন্স, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড।
×