ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অতিষ্ঠ স্কুলছাত্রীর আত্মহত্যা ॥ দুই সহপাঠী পলাতক

প্রকাশিত: ০৬:০২, ১৭ সেপ্টেম্বর ২০১৬

অতিষ্ঠ স্কুলছাত্রীর আত্মহত্যা ॥ দুই সহপাঠী পলাতক

নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ১৬ সেপ্টেম্বর ॥ শুক্রবার সকালে সদর উপজেলার সাংদা লক্ষ্মীপুর গ্রামে হ্যাপী খাতুন (১৩) সপ্তম শ্রেণীর এক ছাত্রী দুই বখাটের উত্ত্যক্তে অতিষ্ঠ হয়ে গাছের ডালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। দুই বখাটে সহপাঠী ৭ম শ্রেণীর ছাত্র মুরাদ ও সাব্বির পলাতক রয়েছে। জানা গেছে, মাগুরা সদর উপজেলার সাংদা লক্ষ্মীপুর গ্রামের সপ্তম শ্রেণীর স্কুলছাত্রী হ্যাপীকে তারই সহপাঠী ৭ম শ্রেণীর ছাত্র দুই বখাটে মুরাদ ও সাব্বির উত্ত্যক্ত করত। তার মা মোবাইলে অশ্লীল মেসেজ পাঠাত। দীর্ঘদিন ধরে এ অবস্থা চলছিল। হ্যাপী এতে অতিষ্ঠ হয়ে লজ্জায় ও ক্ষোভে দুঃখে বাড়ির পাশে আম গাছে পলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। কলেজছাত্রীর আত্মহত্যা ॥ শুক্রবার দুপুরে মাগুরা শহরের তাঁতীপাড়ায় তাম্মী ইসলাম (১৮) নামে এক কলেজছাত্রী নৃত্যশিল্পী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে ঢাকার লালমাটিয়া মহিলা কলেজের উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের ছাত্রী। সে মাগুরা পৌর কাউন্সিলর পারভীন ইসলামের মেয়ে। অভিমান করে সে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। যুবকের অস্বাভাবিক মৃত্যু ॥ মাগুরার শ্রীপুর উপজেলার বড়তলা গ্রামের সজিব নামে এক যুবকের সদর হাসপাতালে শুক্রবার দুপুর ২টার দিকে মৃত্যু হয়। খেলনা বেলুন ছোট-বড় বিভিন্ন রঙের খেলনা বেলুনের পসরা সাজিয়ে ভ্রাম্যমাণ হকার এগুলো বিক্রির উদ্দেশ্যে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। ঈদ-উল-আযহার ছুটিতে ঘুরতে আসা শিশুদের জন্য মূলত এই খেলনার আয়োজন। বাবা-মা অথবা পরিবারের বড়দের সঙ্গে শিশুপার্ক, চিড়িয়াখানা, জাদুঘর প্রভৃতি স্থানে যাওয়ার সুযোগ পায় শিশুরা। সঙ্গে বেলুন নিয়ে বাড়ি ফেরার মজাটাই অন্যরকম। রাজধানীর শাহবাগ এলাকা থেকে ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী। সংগ্রামী জীবন নয় বছর বয়সী শিশু অলি বাবা-মায়ের অভাবের সংসারের হাল ধরতে এগিয়ে এসেছে। ভ্যান চালিয়ে মা-বাবাকে অর্থের যোগান দিচ্ছে সে। পাঁচ ভাই-বোন নিয়ে অলির বাবা যখন হিমশিম খাচ্ছিল, তখনই বই-খাতা ছেড়ে ভ্যান চালানোর সিদ্ধান্ত নেয় সে। মালপত্র টানার সহায়তার জন্য মাঝে মাঝে ছোট ভাইদের কাজে লাগায় অলি। রাজধানীর মিরপুর কালশী এলাকা থেকে ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী।
×