ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অবৈধ সাইবার ক্যাফের বিরুদ্ধে মামলা করবে বিটিআরসি

প্রকাশিত: ০৬:০২, ১৭ সেপ্টেম্বর ২০১৬

অবৈধ সাইবার ক্যাফের বিরুদ্ধে মামলা করবে বিটিআরসি

স্টাফ রিপোর্টার ॥ লাইসেন্স ছাড়া ইন্টারনেটসহ সাইবার ক্যাফে পরিচালনাকারী সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। অবৈধ সাইবার ক্যাফেসহ ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহকে সতর্ক করে বিটিআরসি সোমবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায়। মামলা এড়াতে লাইসেন্সবিহীন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সাইবার ক্যাফেসহ ইন্টারনেট সেবা প্রদান থেকে বিরত থাকার নির্দেশও এতে দেয়া হয়েছে। এছাড়া সেবা প্রদানের জন্য সংশ্লিষ্টদের বিটিআরসি লাইসেন্স নিতে বলেছে। সম্প্রতি জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়Ñ ২০০১ সালের বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের বিধান অনুযায়ী সাইবার ক্যাফে পরিচালনা, ইন্টারনেট সেবা প্রদানসহ যেকোন টেলিযোগাযোগ সেবা প্রদানের জন্য কমিশন হতে লাইসেন্স গ্রহণ বাধ্যতামূলক। আইনের ৩৫ ধারার বিধান অনুযায়ী, লাইসেন্স ব্যতীত টেলিযোগাযোগ যন্ত্রপাতি স্থাপনসহ সেবা প্রদান করা একটি অপরাধ এবং এজন্য আইনে অনধিক ১০ বছর কারাদ- বা অনধিক ৩০০ কোটি টাকা অর্থদ- বা উভয় দ-ে দ-ণীয় হওয়ার বিধান রয়েছে। কমিশন থেকে এ বিষয়ে একাধিকবার বিজ্ঞপ্তি দেয়াসহ অবৈধ ইন্টারনেট এবং সাইবার ক্যাফে পরিচালনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য অভিযান পরিচালনা করা হয়েছে। এতে আরও বলা হয়, সমগ্র দেশব্যাপী যেকোন স্থানে যেকোন প্রতিষ্ঠান/ব্যক্তি কমিশন হতে লাইসেন্স গ্রহণ না করে ইন্টারনেটসহ সাইবার ক্যাফে সেবা প্রদান করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট আদালতে ফৌজদারি মামলা দায়ের করা হবে। বিটিআরসি এ পর্যন্ত প্রায় ৫শ’ প্রতিষ্ঠানকে কলসেন্টার স্থাপনের জন্য লাইসেন্স দিয়েছে। পরবর্তী সময়ে প্রায় ৫০টির মতো প্রতিষ্ঠান লাইসেন্স বাতিল করেছে। বর্তমানে সাড়ে ৪শ’ লাইসেন্সধারী প্রতিষ্ঠান রয়েছে। লাইসেন্স পাওয়ার পর প্রথম বছরে মাত্র চারটি প্রতিষ্ঠান কার্যক্রম শুরু করেছিল। পরের বছর মাত্র ৫১টি প্রতিষ্ঠান কার্যক্রম শুরু করে। বাকিরা দুই বছরেও কার্যক্রম শুরু করতে পারেনি।
×