ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

স্বাস্থ্য সেক্টরে এখন প্রায় ৩৮ হাজার শূন্যপদ

প্রকাশিত: ০৬:০০, ১৭ সেপ্টেম্বর ২০১৬

স্বাস্থ্য সেক্টরে এখন প্রায় ৩৮ হাজার শূন্যপদ

নিখিল মানখিন ॥ স্বাস্থ্য সেক্টরে প্রায় ৩৮ হাজার পদ শূন্য রয়ে গেছে। এর মধ্যে স্বাস্থ্য অধিদফতরেই রয়েছে সাড়ে ১৭ হাজার শূন্যপদ। দেশের মোট জনসংখ্যার ১৮৬৭ জনের বিপরীতে একজন ডাক্তার, ৩৮৩৯ জনের বিপরীতে এক জন নার্স এবং ১৩৫৪১ জনের বিপরীতে রয়েছে একজন রেজিস্টার্ড প্যারামেডিকস। রয়েছে রোগী শয্যার কমতি। ফলে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ ও বাস্তবায়ন সত্ত্বেও দেশের হাসপাতালগুলোয় চিকিৎসাসেবার মান প্রত্যাশিত মাত্রায় পৌঁছাতে পারছে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ২০১৫-১৬ (২০১৫ সালের ১ জুন থেকে ২০১৬ সালের ১ জুলাই পর্যন্ত) অর্থবছরের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, সারাদেশে মোট হাসপাতালের সংখ্যা সরকারী ৬০৩ ও বেসরকারী ৪ হাজার ২৮০। সারাদেশে মোট বেডের সংখ্যা ১ লাখ ২৩ হাজার ৪৯১। এর মধ্যে সরকারী ৪৮ হাজার ৮৭১ ও বেসরকারী ৭৪ হাজার ৬২০। ওই সব সরকারী ও বেসরকারী হাসপাতালে কর্মরত রেজিস্টার্ড ডাক্তার, নার্স ও প্যারামেডিকসের সংখ্যা ১ লাখ ৩৮ হাজার ৯৮০। এর মধ্যে ডাক্তার ৮৫ হাজার ৫৮৭, নার্স ৪১ হাজার ৬০০ ও প্যারামেডিকস ১১ হাজার ৭৮৩। প্রতিবেদনে আরও বলা হয়েছে, স্বাস্থ্য অধিদফতরের এক লাখ ৫৭৫ অনুমোদিত পদের মধ্যে শূন্যপদ ১৭ হাজার ৫৭৪, পরিবার পরিকল্পনা অধিদফতরের ৫২ হাজার ২৪৮ অনুমোদিত পদের মধ্যে শূন্যপদ ৮ হাজার ১২৬, সেবা পরিদফতরের ৩১ হাজার ২৯১ অনুমোদিত পদের মধ্যে ১১ হাজার ৪০১ শূন্যপদ, ওষুধ প্রশাসন অধিদফতরের ৩৭০ অনুমোদিত পদের মধ্যে শূন্যপদ ৯৩, জাতীয় জনসংখ্যা ও গবেষণা ইনস্টিটিউটের ৮৮২ অনুমোদিত পদের মধ্যে ২৮১, স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের ৬১৯ অনুমোদিত পদের মধ্যে ২৩৮ শূন্যপদ রয়ে গেছে। এভাবে সারাদেশে স্বাস্থ্য সেক্টরের ১ লাখ ৮৬ হাজার ৫০৭ অনুমোদিত পদের মধ্যে শূন্যপদ রয়েছে ৩৭ হাজার ৮৫৫। সরকারী নার্স ও ডাক্তারের অবস্থা ॥ বিশেষজ্ঞরা জানান, বিভিন্ন সীমাবদ্ধতার কারণে দেশে প্রয়োজনের তুলনায় যথেষ্ট সংখ্যক নার্স নেই। এ কারণে প্রতি নার্সকে সেবা দিতে হয় হাসপাতালের ওয়ার্ডের ৪০ থেকে ৫০ রোগীকে। এতে আশানুরূপ সেবা না পেয়ে রোগীরাও আস্থা হারিয়ে ফেলছেন নার্সদের ওপর। ফলে সম্মান হারাচ্ছে নার্সিং পেশা। দেশের সরকারী হাসপাতালগুলোতে নার্সের চরম সঙ্কট রয়েছে। বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রটোকল অনুযায়ী প্রতি চিকিৎসকের বিপরীতে ৩ নার্স থাকার কথা থাকলেও এক্ষেত্রে বাংলাদেশের চিত্র সম্পূর্ণ বিপরীত। প্রটোকল অনুযায়ী সেখানে দুই লাখের বেশি নার্স থাকার কথা। কিন্তু দেশে রেজিস্টার্ড নার্সের সংখ্যা মাত্র ৪১ হাজার। তারমধ্যে ২০ হাজারেরও বেশি নার্স বেকার।
×