ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পরিচয় গোপন রাখতে পারবেন অভিযোগকারী

দুর্নীতি প্রতিরোধ ও দমনে দুদকের বিশেষ এ্যাপস

প্রকাশিত: ০৫:৫৯, ১৭ সেপ্টেম্বর ২০১৬

দুর্নীতি প্রতিরোধ ও দমনে দুদকের বিশেষ এ্যাপস

মশিউর রহমান খান ॥ সমাজ থেকে দুর্নীতি কঠোরভাবে নির্মূল করার লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ ও দমনে সমাজের সকল স্তরসহ তৃণমূল পর্যায়ের নাগরিকদের আরও বেশি সম্পৃক্ত করার পাশাপাশি এ সম্পর্কে তথ্য জানতে বিশেষ এ্যাপস তৈরি করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিশেষভাবে তৈরি এই এ্যাপসের মাধ্যমে যে কেউ ঘরে বসে কিংবা বিশ্বের যে কোন প্রান্ত থেকে নিজের নাম-ঠিকানা প্রকাশ না করেও দুদক কর্তৃপক্ষের কাছে দুর্নীতি সম্পর্কে বিস্তারিত জানিয়ে অভিযোগ প্রদান করতে পারবেন। ফলে এই এ্যাপস ব্যবহারের মাধ্যমে অভিযোগকারীর হয়রানি অনেকাংশে কমে যাবে। ইতোমধ্যে এ্যাপসটি তৈরির কাজ সম্পন্ন করা হয়েছে। বর্তমানে এটি পরীক্ষামূলকভাবে ব্যবহার করছে দুদক কর্তৃপক্ষ। এটির সঠিক ব্যবহারের নানা গবেষণা চলমান রয়েছে। দুদক সচিব আবু মোঃ মোস্তফা কামাল বিষয়টি জনকণ্ঠকে নিশ্চিত করেছেন। কিছুদিনের মধ্যেই এটি নাগরিকদের ব্যবহারের জন্য আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে বলে জানা গেছে। সূত্র জানায়, সমাজে ঘটে যাওয়া যে কোন প্রকার দুর্নীতির অভিযোগ জানাতে শুধু একটি মোবাইল ফোনই যথেষ্ট। এজন্য আর আগের মতো খাতাকলমে লিখে বা সশরীরে দুদক কার্যালয়ে অভিযোগ নিয়ে আসতে হবে না কোন নাগরিককে। এর মাধ্যমে আপনি যেখানেই থাকুন না কেন, চাইলেই দুদকে দায়ের করতে পারবেন সমাজে ঘটে যাওয়া নানা দুর্নীতির অভিযোগ। মূলত দুর্নীতি প্রতিরোধ ও দমনে জনসাধারণকে বেশি করে সম্পৃক্ত করতে এরূপ সুবিধা নিয়ে এই এ্যাপসটি তৈরি করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, এ্যাপসটিতে দুদকের তফসিলভুক্ত অপরাধের বিস্তারিত বিবরণ ও দুর্নীতির অভিযোগ দায়েরসহ বিভিন্ন সুবিধা রাখা হয়েছে। ইতোমধ্যে দুদকের অনুমোদনক্রমে এ্যাপস তৈরির কাজ শেষ করা হয়েছে। সফটওয়্যার প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোডেক্স (ঈঙউঊঢ) এ্যাপসটি তৈরি করেছে। এ্যাপসটির কী রকম ব্যবহার হওয়া উচিত ও নাগরিকগণ কিভাবে এই এ্যাপসটির সহজ ব্যবহার করে দুর্নীতি সম্পর্কে অভিযোগ দায়ের করবেন সে সম্পর্কে দুদকের উর্ধতন কর্মকর্তাদের মতামতও নেয়া হচ্ছে। উল্লেখ্য, বর্তমানে যে কোন নাগরিক দুদক অফিসে সমাজের যে কোন পর্যায়ের দুর্নীতি লিখিত আকারে তুলে ধরতে পারেন। এসব অভিযোগ সুনির্দিষ্ট কমিটির মাধ্যমে যাচাইবাছাই শেষে অনুসন্ধান বা তদন্তে নামে দুদক কর্তৃপক্ষ। জানা গেছে, এ্যাপসটির সহজ ব্যবহার ও নিরাপত্তা নিশ্চিতকল্পে উর্ধতন কর্মকর্তাদের কাছ থেকে বিভিন্ন মতামত নেয়া হয়। এর মধ্যে এ্যাপসটিতে অভিযোগ প্রক্রিয়াকরণের পদ্ধতি উল্লেখ করা, সহজে অভিযোগ করার সুবিধা রাখা, অভিযোগ যথাস্থানে পৌঁছানো, নিয়মিত হালনাগাদ তথ্য সংযোজন ও সংশোধন করার সুযোগ, সকল মহাপরিচালকের সমন্বয়ে একটি ডেমো প্রদর্শনীর ব্যবস্থা করা, অনুসন্ধান ও তদন্ত সেকশনের তফসিলভুক্ত অপরাধের তালিকা হালনাগাদ করাসহ মোট ২৫টি বিষয়ে কর্মকর্তারা তাদের মতামত তুলে ধরেন। দুদক সূত্রে জানা গেছে, এ্যাপসটিতে দুদকের তফসিলভুক্ত অপরাধের বিস্তারিত বিবরণ দেয়া থাকবে, যাতে এ্যাপস ব্যবহারকারী জানতে পারেন দুদক কী কী অপরাধ নিয়ে অনুসন্ধান ও তদন্তকাজ পরিচালনা করে। এর ফলে অভিযোগকারী দুদকের তফসিলভুক্ত যে কোন অপরাধ বা দুর্নীতির অভিযোগ জানাতে পারবেন। কিভাবে এ্যাপসটি ব্যবহার ও অভিযোগ দায়ের করবেন ॥ যে কোন স্মার্ট ফোন থেকে গুগল প্লে স্টোরে গিয়ে এ্যাপসটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরই অভিযোগকারীর অভিযোগের বিষয়, নাম, ফোন নম্বর ও ই-মেল আইডি লিখবেন। চাইলে অভিযোগ সংশ্লিষ্ট নথিপত্র সংযুক্ত করা যাবে। এমনকি যে কোন অভিযোগের ভিডিও ডকুমেন্টও সংযুক্ত করা যাবে। তবে অভিযোগকারী যদি চান পরিচয় গোপন করেও অভিযোগ দাখিল করতে পারবেন। এ্যাপসটিতে সে সুবিধা রাখা হয়েছে। অভিযোগ গ্রহণ করার সঙ্গে সঙ্গে অভিযোগকারীর কাছে স্বয়ংক্রিয়ভাবে অভিযোগ গ্রহণ করা হয়েছেÑ এই মর্মে একটি বার্তা পৌঁছে যাবে। দুদক সূত্রে জানা যায়, এ্যাপসে দায়ের করা অভিযোগ সরাসরি দুদক চেয়ারম্যানসহ উর্ধতনরা দেখতে পাবেন। চেয়ারম্যানসহ তারা দেখার পরপরই তা অভিযোগ যাচাইবাছাই সেলে পাঠিয়ে দেবেন। যদি দায়ের করা অভিযোগ দুদকের তফসিলভুক্ত ও যথেষ্ট তথ্য-প্রমাণ সমৃদ্ধ হয় তাহলে যাচাইবাছাই সেল অভিযোগ আমলে নিয়ে কমিশনের কাছে হস্তান্তর করবে। এরপর অভিযোগের অনুসন্ধান কাজ শুরু হবে। এ্যাপস সংশ্লিষ্ট শাখা সূত্রে জানা গেছে, দুদক অটোমোশনের আওতায় এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। মূলত এই এ্যাপসের সার্বিক তত্ত্বাবধায়নের দায়িত্ব পালন করবেন দুদকের সিস্টেম এনালিস্ট। জানা গেছে, এ্যাপসটি মানসম্মত উপায়ে তৈরি করা হচ্ছে। এই এ্যাপস ব্যবহারের মাধ্যমে অভিযোগকারীর হয়রানি অনেকাংশে কমে যাবে। এ বিষয়ে জানতে চাইলে দুদক সচিব আবু মোঃ মোস্তফা কামাল জনকণ্ঠকে বলেন, সমাজ থেকে দুর্নীতি নির্মূলের লক্ষ্যে দুর্নীতি দমন ও প্রতিরোধের প্রাথমিক ধাপ হিসেবে সমাজের যে কোন প্রকার দুর্নীতি সম্পর্কে নাগরিকদের পক্ষ থেকে অভিযোগ দায়েরের জন্য এ বিশেষ এ্যাপস তৈরি করা হয়েছে। এই এ্যাপসের মাধ্যমে যে কেউ ঘরে বসে কিংবা বিশ্বের যে কোন প্রান্ত থেকে নিজের নাম-ঠিকানা প্রকাশ না করেও দুদক কর্তৃপক্ষের কাছে দুর্নীতি সম্পর্কে বিস্তারিত জানিয়ে অভিযোগ প্রদান করতে পারবেন। ইতোমধ্যে এ্যাপসটি তৈরির কাজ সম্পন্ন করা হয়েছে। চালু করার পূর্বে এ্যাপসটির নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দেয়ার পাশাপাশি এটির ব্যবহার সহজ করতে সংশ্লিষ্ট সকল উর্ধতন কর্মকর্তার মতামত নেয়া হচ্ছে।
×