ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সংসদ ভবন এলাকা থেকে জিয়ার কবর সরানোর সিদ্ধান্ত নেয়নি সরকার ॥ ও. কাদের

প্রকাশিত: ০৫:৪৫, ১৭ সেপ্টেম্বর ২০১৬

সংসদ ভবন এলাকা থেকে জিয়ার কবর সরানোর সিদ্ধান্ত নেয়নি সরকার ॥ ও. কাদের

নিজস্ব সংবাদদাতা, বান্দরবান, ১৬ সেপ্টেম্বর ॥ জাতীয় সংসদ ভবন এলাকা থেকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর সরানোর কোন সিদ্ধান্ত নেয়নি সরকার। শুক্রবার সকালে বান্দরবান সার্কিট হাউসে মতবিনিময় সভায় সেতু ও পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের [এক প্রশ্নের জবাবে একথা বলেন। তিনি বলেন, বর্তমান সরকারের বাকি মেয়াদে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির যে ইস্যুগুলো আছে, সব আমরা বাস্তবায়ন করব। শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়ন দেখবে পার্বত্য জনগণ। বিএনপির মধ্যবর্তী নির্বাচনের দাবি প্রসঙ্গে সেতু ও পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, পার্লামেন্টের সিস্টেমে যথা সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে, মধ্যবর্তী নির্বাচনের নামে মধ্যবর্তী কোন রসিকতা করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পুলিশ সুপার সুঞ্জিত কুমার রায়সহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা। ২০১৮ সালের মধ্যে বান্দরবান ও কক্সবাজারকে ঘিরে একটি পর্যটন ভিলেজ গঠন করার পরিকল্পনা হাতে নেয়া হচ্ছে এবং পার্বত্য জেলা বান্দরবানকে শীঘ্রই একটি টুরিস্ট জোনে রূপান্তর করা হবে বলে জানান ওবায়দুল কাদের। পরে তিনি বান্দরবানের ২য় স্বাস্থ্যকর স্থান চিম্বুক পরিদর্শনে যান।
×