ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সেতুর কাজ এগিয়ে চলেছে, পদ্মায় বসল ৩৩ পাইল

প্রকাশিত: ০৫:৪৩, ১৭ সেপ্টেম্বর ২০১৬

সেতুর কাজ এগিয়ে চলেছে, পদ্মায় বসল ৩৩ পাইল

মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, মাওয়া থেকে ফিরে ॥ পদ্মায় ৩৩টি পাইল বসেছে। শুক্রবার পড়ন্ত বিকেলে ৩৩তম পাইলটি স্থাপন হয় ৪০ নম্বর পিলারে। পিলারটিতে এ নিয়ে তিনটি পাইল স্থাপন হলো। ৩৭ নম্বর পিলার এখন সম্পন্ন। এ পিলারে ইতোমধ্যেই ছয়টি পাইলই স্থাপন হয়েছে। বটম পাইলের উপর বসানো হয়েছে পাইলের উপরের অংশও। এ পর্যন্ত মাওয়া প্রান্তে ৬ ও ৭ এবং জাজিরা প্রান্তের ৩৪, ৩৫, ৩৬, ৩৮, ৩৯, ৪০ ও ৪১ নম্বর পিলারে তিনটি করে পাইল স্থাপন হয়েছে। এই ৯ পিলারে ২৭টি এবং ৩৭ নম্বর পিলারে ছয়টি পাইল স্থাপন হয়েছে। ক্রমেই পদ্মা সেতুর ভিত প্রসারিত হচ্ছে। এখন দৃশ্যমানের অপেক্ষা। সেতুর গুরুত্বপূর্ণ এই পাইল স্থাপনের গতি আরও বাড়াতে ২ হাজার কিলোজুল ক্ষমতার আরেকটি জামার্নি হ্যামার এখন পথে রয়েছে। আগামী মাসেই এটি পাইল ড্রাইভে ব্যবহৃত হবে। শুক্রবার বিকেলে সুপার স্ট্রাকচারের দ্বিতীয় চালানের সর্বশেষ চতুর্থ বার্জটি মাওয়ায় নোঙ্গর করেছে। এখন চলছে মালামাল খালাসের কাজ। এর আগে ১২ সেপ্টেম্বর প্রথম বার্জ এবং ১৫ সেপ্টেম্বর দুটি বার্জ সুপার স্ট্রাকচার নিয়ে মাওয়ায় পৌঁছে। এই তিনটি বার্জই খালাস শেষপর্যায়ে। দ্বিতীয় চালানে ১শ’ ৩৬ খ-ের সুপার স্ট্রাকচার রয়েছে। এগুলোর ওজন প্রায় ৪ হাজার ৯শ’ টন। এ নিয়ে সেতুটির দু’স্প্যান সমমানের (৩শ’ মিটার দীর্ঘ) সুপার স্ট্রাকচার মাওয়ায় পৌঁছল। মাওয়ার কুমারভোগের কনস্ট্রাকশন ইয়ার্ডের বিশেষ ওয়ার্কসপে এ সুপার স্ট্রাকচার ফিটিংয়ের কাজ এখন পুরোদমে চলছে। পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান আব্দুল কাদের শুক্রবার জনকণ্ঠকে জানান, আগামী ডিসেম্বরে পিলারের উপর জয়েন্ট করার কথা রয়েছে। সে অনুযায়ী কাজ এগিয়ে চলছে। পদ্মা সেতুর আরেকটি গুরুত্বপূর্ণ অংশ ট্রানজিশন কেয়ারের কাজও এগিয়ে চলছে। গত ৭ সেপ্টেম্বর থেকে জাজিরা প্রান্তে টনশিন কেয়ারের ১৬টি পাইলে কাজ শুরু হয়েছে একযোগে। এদিকে সংযোগ সেতুর (ভায়াডাক্ট) পাইল স্থাপনের কাজ এগিয়ে চলছে। ঈদের ছুটির পর এই কাজে পেয়েছে নতুন গতি। এছাড়া বর্ষার পানি কমতে শুরু করায় সেতুর কাজ আরও প্রসারিত করার প্রস্তুতি চলছে। আগামী মাসেই মাওয়া প্রান্তে নদী শাসনের আরেক ধাপের কাজ পুরোদমে শুরু হচ্ছে। আর চলতি মাসেই পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোলপ্লাজার অংশটি সেতু কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কথা রয়েছে। তবে দিন-তারিখ এখনও চূড়ান্ত হয়নি। পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (পুনর্বাসন) তোফাজ্জল হোসেন এ তথ্য দিয়ে শুক্রবার জানান, এ অংশের টোলপ্লাজার কাজ এখন সম্পন্ন প্রায়। এখন বাকি শুধু হস্তান্তর প্রক্রিয়া। পদ্মা সেতুর নিরাপত্তার সব ধাপ শক্তিশালী করা হয়েছে। দেশী-বিদেশী কর্মীদের নির্বিঘেœ কাজ করার স্বার্থে সব রকম পদক্ষেপ নেয়া হয়েছে। মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম জনকণ্ঠকে জানান, প্রকল্পের ভেতরে একটি স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। এখানে একজন দারোগার নেতৃত্বে ৩০ জন পুলিশ দায়িত্ব পালন করছেন। স্থানীয়ভাবে নিরাপত্তা সমন্বয়কারী হিসেবে কাজ করছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মাসুজ্জামান। সাদা পোশাকে সেখানে নিরাপত্তার দায়িত্বে পর্যাপ্ত পুলিশ রয়েছে। ৩০টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সেতু এলাকায় একটি অবজারভেশন টাওয়ার স্থাপন করা হয়েছে। আরও তিনটি অবজারভেশন টাওয়ার স্থাপনের কাজ চলছে। পদ্মা সেতুর নিরাপত্তায় পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজির (প্রশাসন) নেতৃত্বে উচ্চপর্যায়ের কমিটি গঠিত হয়েছে। যে কমিটি নিরপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
×