ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নওগাঁর শিক্ষিকাকে প্রকাশ্যে পেটালেন ইউপি চেয়ারম্যান

প্রকাশিত: ০৪:১১, ১৭ সেপ্টেম্বর ২০১৬

নওগাঁর শিক্ষিকাকে প্রকাশ্যে পেটালেন ইউপি চেয়ারম্যান

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৬ সেপ্টেম্বর ॥ মহাদেবপুর উপজেলার রাইগাঁ ইউনিয়নের কাদিয়াল নাউরাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সংখ্যালঘু শিল্পী রানী মৈত্রকে প্রকাশ্যে পেটালেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা দাবিদার মঞ্জুরুল আলম মঞ্জু। এমন ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি উজ্জল জানান, গত ৮ সেপ্টেম্বর ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে রাইগাঁ বাজারের মৃত মজিবর রহমানের ছেলে ইউপি চেয়ারম্যান মঞ্জুরুল আলম মঞ্জুর মনোনীত প্রার্থী আব্দুর রাজ্জাক পরাজিত হওয়ায় প্রধান শিক্ষিকাকে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিলেন চেয়ারম্যান মঞ্জু। এরই জের ধরে ঈদের আগের দিন দুপুর ১২টার দিকে মঞ্জুরুল আলমসহ খলিসাকুড়ি গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে আবু মুসা রাইগাঁ বাজারে অবস্থিত রওশন মেডিক্যাল স্টোরের সামনে প্রকাশ্যে প্রধান শিক্ষিকা শিল্পী রানী মৈত্রর পথরোধ করে তাকে এলোপাতাড়িভাবে মারপিট ও চড়-থাপ্পড় মারে। ওই সময় তার স্বামী ও শাশুড়ি তাকে রক্ষা করতে এগিয়ে এলে প্রধান শিক্ষিকার স্বামী মন্টুকেও মারপিট করে এবং তাদের প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনার তীব্র ক্ষোভ প্রকাশ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন ওই বিদ্যালয়ের শিক্ষকরা। এ বিষয়ে শুক্রবার বিকেলে রাইগাঁ ইউপি চেয়ারম্যান মঞ্জুরুল আলম মঞ্জুর সঙ্গে মোবাইলে যোগাযোগ করলে, তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, এটি সাজানো ঘটনা। এ রকম কোন ঘটনা ঘটেনি। তবে সামান্য কথা-কাটাকাটি হয়েছে মাত্র। ছেলের দেয়া আগুনে দগ্ধ বাবা নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১৬ সেপ্টেম্বর ॥ বখাটে ছেলে মুগ্ধর (১৭) দেওয়া আগুনে দগ্ধ হয়েছেন বাবা এটিএম রফিকুল আলম। তিনি বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে শহরের কমলাপুর বটতলা এলাকায়। এটিএম রফিকুল আলম সাবেক প্রধান নির্বাচন কর্মকর্তা এটিএম শামসুল হুদার ছোট ভাই। দগ্ধ রফিকুল আলমের ভগ্নিপতি আকরাম উদ্দিন আহমেদ জানান, এ বছর এসএসসি পাস করা মুগ্ধ তার বাবার কাছে একটি মোটরসাইকেল কিনে দেয়ার বায়না করে। রফিকুল আলম মোটরসাইকেল কিনে দিতে না চাইলে তার ওপর ক্ষুব্ধ হয় মুগ্ধ। এর জেরে বৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃহস্পতিবার রাতে রফিকুল আলম শোবার ঘরে ঘুমানোর সময় মুগ্ধ ঘরের চারদিকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে রফিকুল আলম আগ্নিদগ্ধ হয়ে মারাত্মকভাবে আহত হন। পরে আহতাবস্থায় রফিকুল আলমকে প্রথমে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বাল্যবিয়ে থেকে রক্ষা স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বাঘায় বাল্যবিয়ের দুটি অনুষ্ঠানে হানা দিয়ে বিয়ে প- করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। পৃথক অভিযান চালিয়ে বরসহ ৫ জনকেও আটক করে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাতে ও শুক্রবার দুপুরে পৃথক অভিযান চালিয়ে বিয়ে দুটি বন্ধ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুল ইসলাম। ফলে বাল্যবিয়ের কবল থেকে রক্ষা পেয়েছে অষ্টম শ্রেণীর দুই শিক্ষার্থী। জানা গেছে, শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলার আড়ানী পৌরসভার গোচর গ্রামের বাবু প্রামাণিকের স্কুল পড়ুয়া কন্যার সঙ্গে বিয়ের আয়োজন চলছিল জেলার কাকনহাট গ্রামের তুষার আলীর। নারীর অধিকার দাবিতে সভা স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ সম্পত্তিতে হিন্দু নারীদের অধিকার আদায়ের লক্ষ্যে যশোরে এক প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় আইনজীবী মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সম্পত্তিতে হিন্দু নারীর অধিকার আন্দোলনের আহ্বায়ক নির্মলা বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা তারাপদ দাস ও ইকবাল কবির জাহিদ। এছাড়া বক্তব্য রাখেন অরুনা চৌধুরী, অর্চনা বিশ্বাস, যুথিকা ঘোষ, মাহমুদা খানম, বীথিকা বিশ্বাস, সখিনা বেগম দীপ্তি প্রমুখ।
×