ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রভাবশালী নেতার নির্দেশে পুলিশ মামলা নেয়নি

প্রকাশিত: ০৪:১১, ১৭ সেপ্টেম্বর ২০১৬

প্রভাবশালী নেতার নির্দেশে পুলিশ মামলা নেয়নি

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৬ সেপ্টেম্বর ॥ ধামইরহাট উপজেলার দেউলবাড়ি গ্রামে সংখ্যালঘু অখিল চন্দ্র বর্মণের বাড়িতে রাতের আঁধারে ৩ দফায় স্বশস্ত্র হামলা চালিয়ে নারীর শ্লীলতাহানি, মারপিট, ভাংচুর ও লুটপাটের ঘটনার ৮দিন অতিবাহিত হলেও মামলা রেকর্ড করেনি পুলিশ। স্থানীয় ক্ষমতাসীন রাজনৈতিক দলের প্রভাবশালী এক নেতার নির্দেশে পুলিশ ওইসব সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা রেকর্ড করছে না। ফলে আইনী সহায়তা না পেয়ে ওই গ্রামের সংখ্যালঘুরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। অভিযোগে জানা গেছে, গত ৮ সেপ্টেম্বর বিকেলে ওই গ্রামের অখিল চন্দ্র বর্মণের বাড়ির ওপর দিয়ে ডিস লাইনের তার টানানোকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। ঘটনার জের ধরে সন্ধ্যা সাড়ে ৭টায় ডিস ব্যবসায়ী মোঃ পলাশের নেতৃত্বে ২০/২৫ জন যুবক লাঠিসোটা, রড, হাঁসুয়াসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ৩টি ভটভটি ও মোটরসাইকেলে এসে অখিলের বাড়িতে সন্ত্রাসী হামলা চালায়। রাত সাড়ে ৮টা ও সাড়ে ৯টায় তারা ফের হামলা চালিয়ে বাড়ির দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে গৃহবধূ পদবী রানী বর্মণ (৩৫), মমতা রানী (৩৮) ও কবরী রানীকে বেদম মারপিট করে পরনের শাড়ি খুলে নিয়ে শ্লীলতাহানি করে। এ সময় বাড়ির পুরুষ মানুষরা প্রাণভয়ে পালিয়ে গেলে সেখানে উপস্থিত বাদীর ভাই পূর্ণ বর্মণকে বেদম মারপিট করে। স্থানীয় ইউপি মেম্বার আতিকুল বাধা দিলে তাকেও ধাক্কাধাক্কি করে। এ সময় সন্ত্রাসীরা নগদ টাকা, স্বর্ণালঙ্কার, কাপড়চোপড়, কাসার থালা বাসনসহ প্রায় সোয়া ৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। আহতদের ধামইরহাট হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ধামইরহাট থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ মামলা রেকর্ড করেনি। শুক্রবার এ ব্যাপারে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ সিকদার মশিউর রহমানের কাছে মুঠো ফোনে বিষয়টি জানতে চাইলে তিনি জানান, জাতীয় সংসদের হুইপ শহীদুজ্জামান সরকার বাবলু এমপি বিষয়টি মীমাংসা করে দিতে চাওয়ায় মামলাটি রেকর্ড না করে জিডি করে রাখা হয়েছে। প্রয়োজনে ২/১ দিনের মধ্যেই মামলা রেকর্ড করা হবে।
×