ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কিশোরগঞ্জ

গ্যাস সরবরাহ বন্ধে ১২ হাজার গ্রাহকের ভোগান্তি

প্রকাশিত: ০৪:০৬, ১৭ সেপ্টেম্বর ২০১৬

গ্যাস সরবরাহ বন্ধে ১২ হাজার গ্রাহকের ভোগান্তি

মাজহার মান্না, কিশোরগঞ্জ ॥ ময়মনসিংহের চার জেলার সাত স্থানে ১৫ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে ১২ হাজার গ্রাহক চরম ভোগান্তিতে পড়েছেন। আশুগঞ্জ থেকে এলেঙ্গা পর্যন্ত গ্যাসের সঞ্চালন লাইনে পিগিং (সংস্কার কাজ) করবে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল)। এজন্য টাঙ্গাইলের ঘাটাইল সেনানিবাস ও গোপালপুর উপজেলা, কিশোরগঞ্জ জেলা শহর, জামালপুর জেলা শহর, সরিষাবাড়ী উপজেলা ও তারাকান্দি ইউনিয়ন ও শেরপুর জেলা শহর এলাকায় গ্যাস থাকবে না। এ বিষয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির কিশোরগঞ্জ সঞ্চালন কেন্দ্রের পক্ষ থেকে শহরে মাইকিং করে ব্যাপক প্রচার চালানো হয়েছে। এদিকে টানা ৬ দিন গ্যাস বন্ধের ঘোষণায় গ্রাহকরা পড়েছেন চরম বিপাকে। বিকল্প হিসেবে গ্রাহকরা প্রথমে এলপি গ্যাসের দোকানগুলোতে গ্যাস সিলিন্ডার কিনতে ভিড় করেন। একপর্যায়ে শহরের সব এলপি গ্যাসের দোকানে গ্যাস সিলিন্ডার শেষ হয়ে গেলে গ্রাহকরা ভিড় জমান স্টোভ ও কেরোসিনের দোকানগুলোতে। সেখানে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে গ্যাস ব্যবহারকারীরা কেরোসিন ৮০ টাকা লিটার আর স্টোভ প্রতিটি ৬০০ টাকায় কিনছেন। অনেকে বেশি দাম দিয়েও স্টোভ ও কেরোসিন কিনতে পারছেন না। জেলা শহরের বিভিন্ন কেরোসিন ও স্টোভ এমনকি লাকড়ির দোকানে গিয়ে দেখা গেছে, ক্রেতাদের উপচেপড়া ভিড়। কেরোসিন কিনতে আসা জসিম উদ্দিন জানান, ‘অনেক দোকান ঘুরে ২০০ টাকার একটি স্টোভ ৬০০ টাকায় কিনেছি। কিন্তু এখন দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়েও ১ লিটার কেরোসিন কিনতে পারছি না। প্রচুর মানুষ ভিড় করায় কেরোসিনের মজুদ শেষ হয়ে যাচ্ছে। ঈদের তৃতীয় দিনেও বড় বাজারের বেশির ভাগ দোকান ছিল বন্ধ। যে কয়েকটি দোকান খোলা ছিল তাদের কাছেও পর্যাপ্ত পরিমাণ কেরোসিন না থাকায় অনেক ক্রেতাই কেরোসিন কিনতে পারেনি। এ ব্যাপারে তিতাস গ্যাস কিশোরগঞ্জ আঞ্চলিক অফিসের স্টোরকিপার মোজাম্মেল হোসেন জানান, আশুগঞ্জ থেকে এলেঙ্গা পর্যন্ত ১২৬ কিলোমিটার ২৪ ইঞ্চি লাইনে পিগিং ক্লিনিং কাজ করার জন্য মনোহরদী থেকে কিশোরগঞ্জগামী পাইপলাইনের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ ব্যাপারে তিতাস গ্যাসের পক্ষ থেকে বেশ কয়েকবার মাইকিং করে গ্রাহকদের ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলার জন্য অনুরোধ করা হয়েছে।
×