ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

প্রকাশিত: ০৩:৩৯, ১৭ সেপ্টেম্বর ২০১৬

এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

বিশ্বে আজ বাংলাদেশের অবস্থান সুদৃঢ়। আর্থ-সামাজিক-রাজনৈতিক ও অন্যান্য ক্ষেত্রে বাংলাদেশ এক সুদৃঢ় লক্ষ্য নিয়ে দ্রুত এগিয়ে চলছে। বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি আমেরিকা, ব্রিটেন, কানাডা, জাপান, ফ্রান্স প্রভৃতি দেশকে আগ্রহী করে তুলছে। বিশ্বের বিভিন্ন নেতৃবৃন্দ রীতিমতো বিস্ময় প্রকাশ করছেন কী করে বাংলাদেশ এত উন্নতি সাধন ও দ্রুত এগিয়ে চলছে। মাত্র ৭ বছরে জিডিপি ৫ থেকে ৭ শতাংশ ছাড়িয়ে যাওয়া, একই সময়ে বিদ্যুত উৎপাদন ৩২০০ থেকে ১৪ হাজার ৪৬৬ মেগাওয়াটে উন্নীত করার বিষয়টি সত্যিই ম্যাজিক! তাছাড়া নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন হচ্ছে পদ্মা সেতু এবং আরও অনেক মেগা প্রজেক্ট। সৌদি আরব বাংলাদেশ থেকে এবার ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্সসহ দক্ষ-অদক্ষ শ্রমিক নিতে আগ্রহ প্রকাশ করেছে। এমনকি নারী শ্রমিকদের সঙ্গে তাদের স্বামী-পিতা-মাতা যে কোন একজনকে সঙ্গে রাখার অনুমতি দেয়ার কথা বলেছে। বাংলাদেশ সরকার কেবল দেশের অভ্যন্তরে উন্নয়নÑরাজধানী ঢাকা-চট্টগ্রামসহ দেশব্যাপী নান্দনিক অবকাঠামো নির্মাণেই সীমাবদ্ধ নয়। আন্তর্জাতিক মহলে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে উপস্থাপন করতে বদ্ধপরিকর। বিশেষজ্ঞদের মতে, পদ্মা সেতু হয়ে গেলে জিডিপি ৯ শতাংশ ছাড়িয়ে যাবে। এতে করে বাংলাদেশ এগিয়ে যাবে এক অপ্রতিরোধ্য গতিতে। বাংলাদেশ আজ চাল রফতানি করছে, মাছ বা প্রোটিন উৎপাদনে বাংলাদেশ বিশ্বে চতুর্থ, তা ছাড়াও তৈরি পোশাক রফতানিতে দ্বিতীয়। আমাদের শিক্ষার হার ৭০-এ ছাড়িয়েছে। ফরেন কারেন্সি রিজার্ভ ছাড়িয়েছে ২৯ বিলিয়ন ইউএস ডলার। মাথাপিছু আয় ১ হাজার ৪৬৬ মার্কিন ডলার। জিডিপি ৭.০২%। এ ছাড়াও আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের ১০ প্রভাবশালী রাষ্ট্রনেতার অন্যতম। আর তিনিও জনতার ঐক্য গড়ে এগিয়ে যাচ্ছেন ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে। জাস্টিন গোমেজ নটর ডেম কলেজ, ঢাকা
×