ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আইএস পতাকা ও অস্ত্র নিয়ে ফেসবুকে উঁকি নিখোঁজ দুই ভাইয়ের

প্রকাশিত: ০৮:০৮, ১৬ সেপ্টেম্বর ২০১৬

আইএস পতাকা ও অস্ত্র নিয়ে ফেসবুকে উঁকি নিখোঁজ দুই ভাইয়ের

বিডিনিউজ ॥ পেছনে আইএসের পতাকা আর সঙ্গে অস্ত্র নিয়ে ইব্রাহিম হাসান খান ও জুনায়েদ হোসেন খান নামের দুই যুবক উঁকি দিয়ে গেছেন ফেসবুকে আসা এক ছবিতে, যাদের নাম রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর প্রকাশিত নিখোঁজদের তালিকায়। গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গী হামলার পর নিখোঁজ ১০ যুবকের যে প্রথম তালিকা আইনশৃঙ্খলা বাহিনী প্রকাশ করেছিল সেখানে ওই দুই ভাইয়ের নাম রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সে সময় বলা হয়েছিল, ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দা এই দুই ভাই এবং তার পরিবারের সদস্যরা প্রায় এক বছর ধরে নিরুদ্দেশ। বুধবার রাতে ইব্রাহিমের ফেসবুক পাতায় ওই ছবি প্রকাশের পর বৃহস্পতিবার দুপুরের দিকে তা সরিয়ে ফেলা হয়। অবশ্য ততক্ষণে ওই ছবির স্ক্রিনশট নিয়ে রেখেছেন অনেকেই। পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ-কমিশনার মহিদুল ইসলাম জানিয়েছেন, তারা ইতোমধ্যে এ বিষয়ে অনুসন্ধান শুরু করেছেন। ওই ছবিতে তিন তরুণের গায়েই দেখা যায় কালো পোশাক; প্রত্যেকের হাতে পানীয়র গ্লাস। সামনের টেবিলে ও চেয়ারের পাশে দেখা যায় রাইফেল ও পিস্তলের মতো অস্ত্র। বসুন্ধরা আবাসিক এলাকার যে বাড়িতে ইব্রাহিম-জুনায়েদের পরিবার থাকত, সেই ভবনের ফ্ল্যাট মালিক সমিতির সহ-সভাপতি শাহাদত হোসেন বাচ্চু জানান, বছরখানেক ধরে ওই পরিবার দেশে নেই। বাচ্চুর তথ্য অনুযায়ী, ইব্রাহিম ও জুনায়েদের বাবা মুনির হাসান খান সৌদি আরবে থাকতেন। এক বছরের বেশি সময় আগে একবার তিনি বাবা ও দুই ছেলেকে একসঙ্গে দেখেছিলেন।
×