ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শিশু গৃহকর্মী নির্যাতন, গৃহকর্তাসহ গ্রেফতার ২

প্রকাশিত: ০৮:০৭, ১৬ সেপ্টেম্বর ২০১৬

শিশু গৃহকর্মী নির্যাতন, গৃহকর্তাসহ গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ চাঁদপুরের নয় বছরের শিশুকে অমানুষিক নির্যাতনের অভিযোগে গৃহকর্তা ওমর ফারুককে বৃহস্পতিবার গাজীপুরের দেশীপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান জানান, গাজীপুরে ওমর ফারুক-মনি বেগম দম্পতির বাসায় গৃহকর্মীর কাজ করত ওই শিশুটি। ঈদে নতুন কাপড় এবং বাড়ি যেতে চাওয়ার ‘অপরাধে’ শিশুটিকে অমানুষিক নির্যাতন করা হয়। এ ঘটনায় ওমর ফারুক, তার স্ত্রী মনি বেগম ও শিশুটিকে কাজে নিয়ে আসা মোস্তফা সরদারকে আসামি করে বৃহস্পতিবার দুপুরে শিশুটির প্রতিবেশী চাঁদপুরের হাইমচর এলাকার শাহজাহান ভূঁইয়া বাদী হয়ে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন। বৃহস্পতিবার রাতে গাজীপুর সদরের দেশীপাড়া থেকে ওমর ফারুককে জয়দেবপুর থানা পুলিশের সহায়তায় গ্রেফতার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওমরের স্ত্রী গৃহকর্ত্রী মনি বেগম পালিয়ে যান। চাঁদপুর থেকে নিজস্ব সংবাদদাতা জানান, হাইমচর উপজেলার নয়ানী গ্রামের মন্টু মাতব্বরের ৯ বছরের শিশুকন্যা জান্নাতুল ফেরদৌসকে মুমূর্ষু অবস্থায় বুধবার সন্ধ্যায় তার বাড়ির সামনে রেখে যায় অভিযুক্ত মনি বেগমের ভগ্নিপতি মোস্তফা সরদার। এক বছর আগে একই এলাকার মোস্তফা সরদার শিশুটির মা ফিরোজা বেগমের কাছ থেকে গাজীপুরে তার শ্যালিকা মনি বেগমের বাসায় নিয়ে আসেন। বুধবার সন্ধ্যায় বাড়ির সামনে মুমূর্ষু অবস্থায় রেখে গেলে প্রথমে শিশুটিকে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। নির্যাতনে শিশুটির পুরো শরীর ক্ষতবিক্ষত হয়েছে এবং মাথায় মারাত্মক আঘাত পেয়েছে। সংবাদ পেয়ে বৃহস্পতিবার সকালে চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শিশুটিকে এ্যাম্বুলেন্সে করে চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে ভর্তি করান। বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে মোস্তফা সরদারকে গ্রেফতার করেছে হাইমচর থানা পুলিশ।
×