ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নাটকীয় জয়ে শুরু রিয়াল মাদ্রিদের

প্রকাশিত: ০৬:৫০, ১৬ সেপ্টেম্বর ২০১৬

নাটকীয় জয়ে শুরু রিয়াল মাদ্রিদের

স্পোর্টস রিপোর্টার ॥ শেষ মুহূর্তের নাটকীয়তায় উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের নতুন মৌসুমে (২০১৬-১৭) শুভসূচনা করেছে রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে ‘এফ’ গ্রুপের ম্যাচে আসরের বর্তমান চ্যাম্পিয়নরা পিছিয়ে পড়েও ২-১ গোলে পরাজিত করে পর্তুগালের ক্লাব স্পোর্টিং ডি পর্তুগালকে। রিয়ালের হয়ে গোল করেন সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও আলভারো মোরাটা। গ্রুপের আরেক ম্যাচে পোল্যান্ডের ক্লাব লেজিয়া ওয়ারশকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড। দলটির ছয় ফুটবলার একটি করে গোল করেন। জয় দিয়ে মিশন শুরু করেছে ফরাসী ক্লাব মোনাকো। ‘ই’ গ্রুপের ম্যাচে তারা ২-১ গোলে হারায় ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পারকে। বেয়ার লেভারকুসেন ও সিএকেএ মস্কোর মধ্যকার গ্রুপের আরেক ম্যাচ ২-২ গোলে ড্র হয়। গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লীগে রূপকথার জন্ম দিয়ে চ্যাম্পিয়ন হয় লিচেস্টার সিটি। সেই সুবাদে এবারই প্রথম চ্যাম্পিয়ন্স লীগে খেলছে দলটি। আর অভিষেকটাও স্মরণীয় করে রাখল তারা। ‘জি’ গ্রুপের ম্যাচে তারকা মিডফিল্ডার রিয়াদ মাহরেজের জোড়া গোলে ভর করে লিচেস্টার ৩-০ গোলে হারায় বেলজিয়ামের ক্লাব ব্রুগেকে। পোর্তো ও কোপেনহেগেনের মধ্যকার গ্রুপের ম্যাচ ১-১ গোলে অমীমাংসিত থাকে। সব বড় দল জয় নিয়ে মিশন শুরু করলেও হতাশ করেছে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস। ‘এইচ’ গ্রুপের ম্যাচে তারা নিজেদের মাঠে স্প্যানিশ ক্লাব সেভিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করে। গ্রুপের আরেক ম্যাচে ফরাসী ক্লাব লিও ৩-০ গোলে হারায় ক্রোয়েশিয়ার ডায়নামো জাগরেবকে। সান্টিয়াগো বার্নাব্যুতে দুর্দান্ত জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল পর্তুগীজ ক্লাব স্পোর্টিং। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটে রিয়ালের জালে বল জড়ান স্পোর্টিংয়ের ফরোয়ার্ড ব্রুনো সিজার। ৮৮ মিনিট পর্যন্ত এক গোলে পিছিয়ে থাকার পর হারের আশঙ্কা ভর করেছিল রিয়াল শিবিরে। ৮৯ মিনিটে ফ্রিকিক থেকে দারুণ গোল করে চ্যাম্পিয়নদের সমতা ফেরান চ্যাম্পিয়ন ফুটবলার রোনাল্ডো। এরপর মনে হচ্ছিল, ম্যাচটি ড্র অবস্থায় শেষ হবে। কিন্তু অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে (৯৫ মিনিট) হেড করে রিয়ালের হয়ে জয়সূচক গোলটি করেন মোরাটা। স্বাভাবিকভাবেই ম্যাচ শেষে হতাশায় নুয়ে পড়েন স্পোর্টিংয়ের ফুটবলাররা। নিশ্চিত জয় পেতে যাওয়া ম্যাচটি তারা এভাবে হেরে যাবে ভাবতেই পারেনি। ম্যাচটিতে এবারের মৌসুমে প্রথমবারের মতো এক সঙ্গে মাঠে দেখা যায় রিয়ালের আক্রমণভাগের তিন তারকা রোনাল্ডো, বেল ও বেনজেমাকে। কিন্তু মাঠের লড়াইয়ে খুব বেশি দাপট দেখাতে পারেননি তারা। ৬৭ মিনিটে বেল ও বেনজেমাকে তুলে নেন কোচ জিনেদিন জিদান। তাদের পরিবর্তে নামান মোরাটা ও লুকাস ভারকুয়েজকে। এরপর টনি ক্রুসের বদলি হিসেবে নামেন জেমস রড্রিগুয়েজ। কলম্বিয়ান এই মিডফিল্ডারই পাল্টে দেন খেলার দৃশ্যপট। একটা সময় নিজ দেশের ক্লাবটির বিরুদ্ধে ছয় বছর খেলেছেন রোনাল্ডো। তাই তো ম্যাচে গোল করে উদযাপন করেননি তিনি। এ প্রসঙ্গে রোনাল্ডো বলেন, গোলটা ছিল সেই দলের বিরুদ্ধে, যেখান থেকে আমি আমার পথচলাটা শিখেছি। ইংলিশ প্রিমিয়ার লীগের দল ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেয়ার আগে স্পোর্টিংয়ের জার্সিতেই ক্লাব ক্যারিয়ারের সিনিয়র পর্ব শুরু করেছিলেন সি আর সেভেন। রোনাল্ডোর কথাতে তাই ভালবাসার সুর। বলেন, আমার হৃদয়ে ক্লাবটি আছে এবং তাদের প্রতি আমার অনেক শ্রদ্ধাও আছে। এখন আমি যে এই পর্যায়ে তা এই দলই বানিয়েছে। এ কারণেই গোল উদযাপন করতে পারিনি। পিছিয়ে পড়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে পাওয়া জয়ে খুশি রোনাল্ডো বলেন, আমাদের শুরুটা সাদামাটা ছিল। কিন্তু এটাই ফুটবল, এটাই রিয়াল মাদ্রিদ। ঘুরে দাঁড়ানো ঐতিহ্যবাহী এই মাঠের অংশ। এমন জয়ের পর শিষ্যদের শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাওয়ার মানসিকতার প্রশংসা করেন রিয়াল কোচ জিদান। তিনি বলেন, আমরা খুশি। কেননা আমরা শেষ পর্যন্ত লড়েছি। হাল ছাড়িনি। কখনও আপনার কোন প্রতিপক্ষের সঙ্গে দেখা হবে, যারা খুবই ভাল খেলে। কিন্তু আমাদের খেলোয়াড়রাও ছিল অসাধারণ। তারা চেষ্টা করেছে এবং তাদের পুরস্কারটাও পেয়েছে। তিনি আরও বলেন, এটাই রিয়াল মাদ্রিদ এবং আমরা জানি, আমরা সবসময় এক মিনিটে ম্যাচ ঘুরিয়ে দিতে পারি। আমরা গোল খাওয়ার পর তুলনামূলক ভাল খেলেছি এবং শেষ পর্যন্ত জিততে পেরেছি।
×