ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চ্যাম্পিয়ন্স লীগে বিশাল জয় বার্সিলোনা ও ম্যানচেস্টার সিটির

দুই বন্ধু মেসি ও এ্যাগুয়েরোর হ্যাটট্রিক

প্রকাশিত: ০৬:৪৮, ১৬ সেপ্টেম্বর ২০১৬

দুই বন্ধু মেসি ও এ্যাগুয়েরোর হ্যাটট্রিক

স্পোর্টস রিপোর্টার ॥ শৈশবের বন্ধু লিওনেল মেসির হ্যাটট্রিকের জবাব হ্যাটট্রিক করে দিলেন সার্জিও এ্যাগুয়েরো। মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লীগে এবারের মৌসুমের উদ্বোধনী রাতে অধিনায়ক মেসির রেকর্ড গড়া হ্যাটট্রিকে বার্সিলোনা ৭-০ গোলে উড়িয়ে দেয় স্কটিশ ক্লাব সেল্টিককে। বুধবার রাতে এ্যাগুয়েরোর দুর্দান্ত হ্যাটট্রিকে ভর করে ম্যানচেস্টার সিটি ৪-০ গোলে পরাজিত করে জার্মান ক্লাব বরুশিয়া মনশেনগ্লাডব্যাচকে। এবার ম্যানসিটি ও বার্সা খেলছে ‘সি’ গ্রুপে। যে কারণে গ্রুপ পর্বেই দল দুটির দেখা হবে দুইবার। এ কারণে মুখোমুখি হবেন দুই আর্জেন্টাইন মেসি ও এ্যাগুয়েরো। সেই সাক্ষাতের আগে দু’জনই নিজেদের প্রথম ম্যাচে মাঠ মাতালেন। লা লিগায় নবাগত এ্যালাভেসের কাছে হারের যন্ত্রণা ভুলতে ন্যুক্যাম্পে মাঠে নেমেছিল বার্সিলোনা। জয়ের জন্য ক্ষুধার্ত দলটি শুরু থেকেই আক্রমণের ঢেউ বইয়ে দিতে থাকে সেল্টিকের রক্ষণে। যার ফলস্বরূপ তৃতীয় মিনিটেই মেসির গোলে এগিয়ে যায় কাতালানরা। ২৭ মিনিটে দ্বিতীয় গোল করেন ফিফা সেরা ফুটবলার। প্রথমার্ধে দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা। বিরতির পর ৫০ মিনিটে নেইমার ফ্রিকিক থেকে গোল করেন। ৫৯ মিনিটে আন্দ্রেস ইনিয়েস্তা করেন দলের চতুর্থ গোল। বার্সার পঞ্চম গোল করে এবারের আসরে প্রথম হ্যাটট্রিক করেন মেসি। ৭৫ ও ৮৮ মিনিটে লুইস সুয়ারেজ আরও দুই গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন। এই ম্যাচে হ্যাটট্রিক করে ইতিহাস গড়েছেন মেসি। বার্সিলোনার আর্জেন্টাইন তারকা এখন চ্যাম্পিয়ন্স লীগের ইতিহাসে সর্বোচ্চ ছয় হ্যাটট্রিকের মালিক। এর আগে পাঁচ হ্যাটট্রিক ছিল রিয়াল মাদ্রিদের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও মেসির। আপাতত এককভাবে রেকর্ডটি নিজের দখলে নিয়েছেন মেসি। বাজে আচরণের কারণে প্রিমিয়ার লীগে তিন ম্যাচ নিষিদ্ধ এ্যাগুয়েরো। সেই জ্বালা জুড়াতেই হয়ত চ্যাম্পিয়ন্স লীগকে বেছে নেন তিনি। এ্যাগুয়েরোর দুই গোলে ভর করে প্রথমার্ধেই সুবিধাজনক অবস্থায় পৌঁছে যায় সিটি। ৮ ও ২৮ মিনিটের পর ৭৭ মিনিটে হ্যাটট্রিক করেন এ্যাগুয়েরো। এর আগে প্লে অফেও স্টুয়া বুখারেস্টের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন এই আর্জেন্টাইন। অথচ মঙ্গলবার ম্যাচটি হয়ে গেলে হয় তো খেলতেনই না। ঝড়-বৃষ্টির কারণেই ম্যাচটি এক দিন পিছিয়ে যায়। এ্যাগুয়েরোও এর মধ্যে পুরো ফিট হয়ে খেলেন। আর তাতেই বাজিমাত। এই জয়ে সিটির হয়ে চ্যাম্পিয়ন্স লীগ অভিষেকটাও দুর্দান্ত হলো কোচ পেপ গার্ডিওলার। এই গ্রুপে সেল্টিক আর বার্সিলোনার বিপক্ষেও লড়বে তার দল। গার্ডিওলা বেয়ার্ন মিউনিখের কোচ হিসেবেও বার্সার মুখোমুখি হয়েছিলেন। কিন্তু পারেননি সাবেক ক্লাবকে হারাতে। ম্যানসিটিও ২০১৪ ও ২০১৫ সালে চার ম্যাচের একটিতেও সুবিধা করতে পারেনি। তবে এবার গার্ডিওলা ও সিটির যুগলবন্দী যেভাবে জমে উঠেছে, তাতে বার্সার জন্য সিটি নিশ্চিত করেই হুমকি হয়ে উঠতে পারে। ম্যাচ শেষে এ্যাগুয়েরোর প্রশংসা করে গার্ডিওলা বলেন, এ্যাগুয়েরো ভাল খেলোয়াড়। তাকে শেখানোর তেমন কিছু নেই। পেলেগ্রিনির অধীনেও সে ভাল ছিল। সে জাতীয় দলেও ভাল এবং আশার কথা আমাদের সঙ্গেও ভাল। সাবেক বার্সা কোচ আরও বলেন, বক্সের মধ্যে তার মেধা সহজাত। আমার তাকে শেখানোর কিছুই নেই। যদি সে আমাদের সাহায্য করতে যায়। তাহলে তাকে জানতে হবে, তার পেছনে একটা দল আছে, যারা তাকে সাহায্য করতে যাচ্ছে। আমাকে এটাই শুধু তাকে বোঝাতে হবে।
×