ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভিয়েনায় ঈদ-উল-আযহা উদযাপিত

প্রকাশিত: ০৬:৩৫, ১৬ সেপ্টেম্বর ২০১৬

ভিয়েনায় ঈদ-উল-আযহা উদযাপিত

সংবাদদাতা, ভিয়েনা থেকে ॥ মুসলিম সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-আযহা যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় সোমবার উদযাপিত হয়েছে। ঈদের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় ইউরোপের দানিউব নদীর তীরে ভিয়েনা ইসলামিক সেন্টারে। দুটি জামাতে ৬/৭ হাজার মুসল্লি অংশ নেন। প্রবাসী বাংলাদেশী মুসলিম সম্প্রদায় কর্তৃক পরিচালিত পাঁচটি মসজিদ রয়েছে ভিয়েনায়। এ ছাড়া বিভিন্ন দেশ থেকে আসা মুসলিম সম্প্রদায় কর্তৃক পরিচালিত আলাদা আলাদা মসজিদ রয়েছে। ভিয়েনায় ১২৫টির মতো মসজিদ আছে। অন্যান্য বছরের মতো এবারও ভিয়েনায় বসবাসকারী বাংলাদেশী অনেকেই কোরবানি দিয়েছেন। ভিয়েনা শহরের মধ্যে পশু জবাই করা নিষিদ্ধ থাকায় শহরের বাইরে কসাইখানায় কোরবানি দিতে হয়। এসব কসাইখানা শহর থেকে বেশ দূরে। অনেকে ১০০ কিলোমিটার, কেউ ১৫০ কিলোমিটার দূরে গিয়ে তাদের পছন্দের পশু কোরবানি দিয়েছেন। কোরবানির মাস দুয়েক আগে থেকেই কসাইখানায় গিয়ে পশু নির্দিষ্ট করে বুকিং দিতে হয়। কোরবানির মাংস কেটে তা গুছিয়ে দেয়ার জন্য ঐ সময়টায় কসাইখানা কর্তৃপক্ষ মুসলিম কর্মচারী নিয়োগ দেন। যাতে ইসলামী নিয়মে কোরবানি দিতে কোন সমস্যা না হয়। অস্ট্রিয়া প্রবাসী বাংলাদেশীর সিংহভাগ ভিয়েনায় বাস করেন। রাজধানীর বাইরে অন্যান্য শহরেও ঈদ উদযাপন করেছেন প্রবাসী বাংলাদেশীরা। বান্দরবানে পর্যটককে জবাই করে হত্যার চেষ্টা, আটক ২ নিজস্ব সংবাদদাতা,বান্দরবান, ১৫ সেপ্টেম্বর ॥ বান্দরবানের সুয়ালক ইউনিয়নের হলুদিয়া এলাকার বিনোদন কেন্দ্র ন্যাচারাল পার্কে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মোঃ এমরান (২৮) নামে এক পর্যটককে জবাই করে হত্যার চেষ্টা করা হয়েছে। এ ঘটনা মোঃ রুবেল ও শাহেদা আক্তার নামে দুই জনকে আটক করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার বিনোদন কেন্দ্র ন্যাচারাল পার্কে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহত এমরানকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসে, পরে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
×