ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্যবসায়ীকে কুপিয়ে গরু বিক্রির ১২ লাখ টাকা লুট ॥ পেশাদার ডাকাত বন্দুকযুদ্ধে নিহত

তিনদিনে রাজধানীতে গৃহবধূসহ ২ খুন, ৩ জনের আত্মহত্যা

প্রকাশিত: ০৬:৩৪, ১৬ সেপ্টেম্বর ২০১৬

তিনদিনে রাজধানীতে গৃহবধূসহ ২ খুন, ৩ জনের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার ॥ ঈদের তিন দিনের ছুটিতে রাজধানীতে এক গৃহবধূসহ দু’টি খুনের ঘটনা ঘটেছে। পৃথক সড়ক দুর্ঘটনায় প্রবীণ দম্পতিসহ তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া এক স্কুলছাত্রীসহ তিনজন আত্মহত্যা করেছে। এদিকে হাতিরঝিলে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক পেশাদার ডাকাত নিহত হয়েছে। ভাসানটেকে ছাদ থেকে পড়ে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। অন্যদিকে বাড্ডায় ছিনতাইকারীরা আট গরু বিক্রেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে নগদ ১২ লাখ টাকা লুটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। অপরদিকে শাহজালালে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ সিগারেট ও ওষুধ জব্দ করেছে এপিবিএন। বনানীর ইকবাল টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে জানা গেছে, ঈদের দিন মঙ্গলবার গভীররাতে দক্ষিণখান মোল্লারটেকে নাছিমা আক্তার পলি (২৬) নামে এক গৃহবধূকে বালু চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করেছে তার পাষ- স্বামী। ঘটনার পর নিহতের স্বামী ঘাতক জাহাঙ্গীর আলম (৩৩) পালিয়ে যায়। খবর পেয়ে পরেরদিন বুধবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। দক্ষিণখান থানার ওসি সৈয়দ লুৎফর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করছে, নাছিমাকে বালিশ চাপা দিয়ে হত্যা করেছে তার স্বামী জাহাঙ্গীর। ঘটনার পর থেকে জাহাঙ্গীর পলাতক। এদিকে কাওলার উত্তর মোল্লারবাড়ি এলাকার স্কাই লিংক কেবল নেটওয়ার্ক (ডিশ লাইনের) সামনে পিটিয়ে হত্যা করেছে শফিকুল ইসলাম (২৮) নামে এক যুবককে। বুধবার সকালে দক্ষিণ থানা পুুলিশ ধানম-ি জেনারেল এ্যান্ড কিডনি হাসপাতালের আইসিইউ থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যালে কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। নিহত শফিকুলের বাবার নাম মোঃ আলমগীর। গ্রামের বাড়ি বি-বাড়িয়া জেলা সদরের শিলাউর গ্রামে। সড়ক দুর্ঘটনায় নিহত ৩ ॥ ঈদের পরেরদিন বুধবার ভোরেরদিকে রাজধানীর কাফরুলের শেওড়াপাড়া এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় এক দম্পতি নিহত হয়েছেন। এরা হচ্ছেন, আতাউর রহমান (৭০) ও তার স্ত্রী রওশন আরা (৬০)। কাফরুল থানার ওসি শিকদার শামীম হোসেন জানান, নিহত দম্পতি শেওড়াপাড়া বাসস্ট্যান্ডের সামনে হাজী আশ্রাফ আলী মার্কেটের সামনে থাকতেন। এদিকে ঈদের দিন মঙ্গলবার দুপুরে রামপুরার ডিআইটি রোডের মালিবাগ চৌধুরীপাড়া সিএনজি পাম্পের সামনে বাসের চাপায় পিন্টু শেখ (২৭) নামে এক যুবকের ঘটনাস্থলে মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ সেখান থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের বাবার নাম আব্দুল হামিদ শেখ। বাড়ি বাগেরহাট জেলার কান্দাপাড়ার পশ্চিমবাগ গ্রামে। আত্মহত্যা তিন ॥ ঈদের আগেরদিন রাতে সবুজবাগ পূর্ব বাসাবো এলাকায় বাবা-মায়ের সঙ্গে অভিমান করে রুমা (১৬) নামে এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে অত্মহত্যা করেছে। নিহতের বাবার নাম লুৎফর রহমান। রুমা স্থানীয় কদমতলা স্কুল এ্যান্ড কলেজের দশম শ্রেণীর ছাত্রী ছিল। বন্দুকযুদ্ধে ডাকাত নিহত ॥ ঈদের আগের দিন সোমবার ভোরে হাতিরঝিল এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রবিন নামে এক পেশাদার ডাকাত নিহত হয়েছে। গরু ব্যাপারীর টাকা ছিনতাই ॥ ঈদের আগেরদিন সোমবার মধ্যরাতে রাজধানীর বাড্ডা থানার ৩শ’ ফিট রাস্তায় আট গরু বিক্রেতাকে ট্রাকের ওপর মারধর ও ধারাল অস্ত্রের আঘাত করে ১২ লাখ টাকা লুটে নিয়ে গেছে ডাকাতরা। নিষিদ্ধ সিগারেট ওষুধ জব্দ ॥ ঈদের পরেরদিন বুধবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ সিগারেট ও ওষুধ জব্দ করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
×