ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সীতাকুণ্ড ও পাহাড়তলী

পৃথক দুর্ঘটনায় ইঞ্জিন লাইনচ্যুত ॥ ১১ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

প্রকাশিত: ০৬:১৭, ১৬ সেপ্টেম্বর ২০১৬

পৃথক দুর্ঘটনায় ইঞ্জিন লাইনচ্যুত ॥ ১১ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

নিজস্ব সংবাদদাতা, সীতাকুণ্ড, চট্টগ্রাম, ১৫ সেপ্টেম্বর ॥ সীতাকু-ের ফৌজদারহাট এলাকায় মালবাহী এবং পাহাড়তলীতে যাত্রীবাহী পৃথক ট্রেনের ইঞ্জিন ও বগিসহ লাইনচ্যুত হয়ে ২ চালক আহত হয়েছেন। এ ঘটনার পর চট্টগ্রামের সঙ্গে সারাদেশে ১১ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। বুধবার চট্টগ্রাম বন্দর থেকে মালবাহী ট্রেন বেলা সাড়ে ১১টায় ফৌজদারহাট ক্যাডেট কলেজ অতিক্রমকালে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে যায়। এ দুর্ঘটনায় আহত হন চালক (লোকো মাস্টার) মহিন উদ্দিন (৫৯) ও সহকারী চালক মাহিদুল ইসলাম (৩৫)। মহিন উদ্দিন চট্টগ্রাম বন্দরের পোর্ট কলোনি এলাকার বাসিন্দা। মাহিদুল ইসলাম আনোয়ারা উপজেলার ষোলকাটা গ্রামের বাসিন্দা। দুর্ঘটনার পর আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সদস্যরা আহত চালকদের উদ্ধার করে চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর থেকে ঢাকামুখী (আপলাইন) লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। পরে ডাউন লাইন দিয়ে আটকে পড়া যাত্রীবাহী/মালবাহী ট্রেন পারাপার করে দেয়ার ব্যবস্থা করে বাংলাদেশ রেল কর্তৃপক্ষ। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস পরিদর্শক প্রণব চৌধুরী বলেন, আহত অবস্থায় চালক ও সহকারী চালককে উদ্ধার করে রেলওয়ে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি কিভাবে ঘটেছে, তা রেলওয়ে তদন্ত কমিটি তদন্ত করবে। অপরদিকে, বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে একটি যাত্রীবাহী ট্রেন পাহাড়তলী অতিক্রমকালে তিনটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এতে সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে রাত ১টা ৫০ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ বিষয়ে ফৌজদারহাট রেলওয়ের মাস্টার শাহ্ আলম জানান, বেলা সাড়ে ১১টায় ফৌজদারহাটে একটি মালবাহী ট্রেনের ইঞ্জিল লাইনচ্যুত হয়ে যায়। এতে দুই চালক আহত হন। আপলাইনে ট্রেন চলাচল বন্ধ থাকলেও ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। অপরদিকে, সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম পাহাড়তলীতে যাত্রীবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হলে সারাদেশের সঙ্গে ১১ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।
×