ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিশ্ব ওজোনস্তর দিবস আজ

প্রকাশিত: ০৬:০৫, ১৬ সেপ্টেম্বর ২০১৬

বিশ্ব ওজোনস্তর দিবস আজ

স্টাফ রিপোর্টার ॥ আজ শুক্রবার পালিত হচ্ছে বিশ্ব ওজোনস্তর দিবস। এ উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি, প্রতিমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি ও সচিব ড. কামাল উদ্দিন আহমেদ। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বিশ্ববাসীর একই সুর-ওজোন ক্ষয় করব দূর, সুরক্ষা হবে জলবায়ুর’। জাতিসংঘ পরিবেশ কর্মসূচী ও বিজ্ঞানীদের সময়োচিত তৎপরতায় ১৯৮৭ সালের ১৬ সেপ্টেম্বর কানাডার মন্ট্রিয়লে ওজোনস্তর রক্ষায় একটি আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়, যা ‘মন্ট্রিয়ল প্রটোকল’ নামে পরিচিতি। এ প্রটোকলের আওতায় একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ওজোনস্তর ক্ষয়কারী দ্রব্যসমূহের ব্যবহার নিষিদ্ধ করা হবে। ওজোনস্তর রক্ষাকল্পে ও ওজোনস্তর ক্ষয়কারী দ্রব্যের বিকল্প ব্যবহার জনপ্রিয় করার লক্ষ্যে এবং জনসাধারণের মধ্যে ওজোনস্তরের গুরুত্ব ও সচেতনতা বৃদ্ধির জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের ১৯৯৪ সালে গৃহীত সিদ্ধান্ত অনুসারে প্রতি বছর ১৬ সেপ্টেম্বর আন্তর্জাতিক ওজোন দিবস পালন করা হয়। রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ তাঁর বাণীতে বলেন, ওজোনস্তর রক্ষায় গণসচেতনতা সৃষ্টিতে দিবসটির গুরুত্ব অপরিসীম। ওজোনস্তর রক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এ বছরের প্রতিপাদ্য তাৎপর্যপূর্ণ অবদান রাখবে বলে আমি মনে করি। বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশ মন্ট্রিয়ল প্রটোকলের আওতায় বৈশ্বিক উষ্ণায়নের ক্ষেত্রে উচ্চক্ষমতাসম্পন্ন হাইড্রোফ্রোরোকার্বনের ব্যবহার রোধকল্পে সোচ্চার হচ্ছে। বিশ্বের উন্নত দেশগুলোকে এ লক্ষ্যে অগ্রণী ভূমিকা রাখতে হবে এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর কল্যাণে আর্থিক ও কারিগরিসহ সার্বিক সহায়তা নিশ্চিত করতেও পদক্ষেপ নিতে হবে।
×