ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ট্রাম্প শ্রমজীবীদের বন্ধু নন ॥ ওবামা

প্রকাশিত: ০৪:৩৯, ১৬ সেপ্টেম্বর ২০১৬

ট্রাম্প শ্রমজীবীদের বন্ধু নন ॥ ওবামা

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হিলারি ক্লিনটন সাইড লাইনে চলে যাওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্র্যাটদের লড়াইয়ের দায়িত্ব তুলে নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। মঙ্গলবার শ্রমজীবী ভোটারদের মধ্যে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থীর আবেদন হ্রাস করার চেষ্টা করেন তিনি। ওবামার ৫০ শতাংশ জব রেটিংয়ের কারণে ৮ নবেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে আবহাওয়া ডেমোক্র্যাটদের অনুকূল হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। খবর ইয়াহু নিউজের। ফিলাডেলফিয়ার এক উন্মুক্ত জনসভায় শ্রমজীবীদের উদ্দেশে তিনি বলেন, “এই লোকটি (ট্রাম্প) তার ৭০ বছরের জীবনে শ্রমজীবীদের নিয়ে কোন আগ্রহ দেখাননি। জীবনের অধিকাংশ সময়ই তিনি শ্রমজীবী মানুষজন থেকে দূরে থাকার চেষ্টা করেছেন। তিনি আপনাদের তার গল্ফের মাঠে নিয়ে যাবেন না।” এই প্রথম একাই হিলারির হয়ে কোন জনসভায় উপস্থিত হলেন ওবামা। জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে নিজের ৮ বছরের পর্ব শেষ হওয়ার পরও যেন হোয়াইট হাউস ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে থাকে তা নিশ্চিত করার চেষ্টা করেছেন তিনি। তার প্রশাসনের নীতি যুক্তরাষ্ট্রের অর্থনীতির উন্নতিতে সহায়তা করেছে নতুন সূচকে এমন প্রমাণ আসার পর তিনি তা ব্যবহার করে ট্রাম্পের অভিযোগ অসার প্রমাণ করার চেষ্টা করেন। ওবামার আমলে যুক্তরাষ্ট্রের অর্থনীতির বিপর্যয় গভীর হয়েছে বলে অভিযোগ করে আসছিলেন ট্রাম্প। ‘অনেক সূচকেই দেখা গেছে, আমরা সম্মিলিতভাবে আমাদের যাত্রা শুরু করার সময় থেকে আমেরিকা আরও শক্তিশালী ও আরও সমৃদ্ধশালী হয়েছে,’ বলেন ওবামা। প্রেসিডেন্ট হিসেবে ওবামার প্রথম মেয়াদে তার প্রশাসনে হিলারি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। নিউমোনিয়ায় আক্রান্ত হিলারি নিউইয়র্কে নিজ বাড়িতে বিশ্রামে আছেন। তিনি দ্রুত রোগমুক্ত হচ্ছেন। শুক্রবার তার নিউমোনিয়া ধরা পড়ে। কিন্তু রোববার নিউইয়র্কে বিশ্ব বাণিজ্য কেন্দ্রে হামলার ১৫ বছর পূর্তির স্মরণানুষ্ঠানে প্রায় মূর্ছা যাওয়ার আগ পর্যন্ত তিনি অসুস্থতার বিষয়টি গোপন রেখেছিলেন। দুর্ঘটনার কবলে বিশ্বের বৃহত্তম প্রমোদতরী বিশ্বের বৃহত্তম প্রমোদতরী ‘হারমনি অব দ্য সিস’ এক দুর্ঘটনায় ক্রুইজ লাইনারটির এক নাবিক নিহত ও অপর চারজন আহত হয়েছেন। ইতালির মার্সেই বন্দরে নোঙ্গর করা লাইনারটিতে মঙ্গলবার নিরাপত্তা প্রশিক্ষণ চলাকালে এ দুর্ঘটনা ঘটে। খবর বিবিসির। লাইনারটির পঞ্চম তলার ডেক থেকে একটি লাইফবোট বিচ্ছিন্ন হয়ে ১০ মিটার (৩৩ ফুট) নিচে পানিতে পড়ে যায়। এতে ৪২ বছর বয়সী ওই ফিলিপিনো নাবিকের মৃত্যু হয়। তিনিসহ লাইফবোটটিতে পাঁচজন ক্রু ছিলেন। আহত চারজনের মধ্যে হাসপাতালে ভর্তি করা দুজনের অবস্থা আশঙ্কাজনক। এই চারজনের মধ্যে তিনজন ফিলিপিনো ও অপরজন ভারতীয়। ৩৬২ মিটার দীর্ঘ ‘হারমনি অব দ্য সিস’ চারটি ফুটবল মাঠের সমান। এ জাহাজটিতে একসঙ্গে আট হাজার যাত্রী ও ক্রু সদস্য অবস্থান করতে পারে। ২৫ তলা ভবনের চেয়ে উঁচু এই লাইনারটি চলতি বছরের মে থেকে কার্যক্রম শুরু করে। জাহাজটিতে ২০টি রেস্তরাঁ, ২৩টি সুইমিংপুল, একটি নাট্যশালা ও একটি ক্যাসিনো আছে।
×