ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিদ্যুতস্পৃষ্টে একই পরিবারের তিনজনসহ চার জনের মৃত্যু

প্রকাশিত: ০৪:০৪, ১৬ সেপ্টেম্বর ২০১৬

বিদ্যুতস্পৃষ্টে একই পরিবারের তিনজনসহ চার জনের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৫ সেপ্টেম্বর ॥ ঈদের আগেরদিন ও পরের দিন পৃথক ঘটনায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে একই পরিবারের বাবা-মাসহ শিশুপুত্র এবং পৃথক ঘটনায় যুবকসহ চার জনের মৃত্যু হয়েছে। জানা গেছে, ঈদের পরদিন বেলা ১১টার দিকে পোরশা উপজেলার সরাইগাছী বাজার এলাকার আদিবাসী পাড়ার আনোয়ারুল ইসলাম (৪৫) বাড়ির পাশে ধানের জমিতে কাজ করতে যান। তাদের জমির ওপর দিয়ে অবৈধভাবে নেয়া বৈদ্যুতিক জিআই (লুজ) তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারা যান তিনি। এসময় তার সঙ্গে শিশুপুত্র জাহিদ হাসান সোহাগ(১৩) বাবার সঙ্গে বৈদ্যুতিক তারে জড়িয়ে সেও মারা যায়। বাবা-ছেলে সন্ধ্যায় বাড়ি না ফিরলে আনোয়ারুল ইসলামের স্ত্রী জাহানারা বেগম (৩৮) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে স্বামী-সন্তানকে জমিতে শুয়ে থাকতে দেখে তাদের তুলতে গিয়ে তিনিও একইভাবে বিদ্যুতায়িত হয়ে মারা যান। এ সময় তাদের মেয়ে দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয়রা এসে তাদের মৃত অবস্থায় উদ্ধার করে। অপরদিকে ঈদের আগেরদিন (সোমবার) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার কীর্তিপুর ডাঙ্গাপাড়ার বাচ্চুর ছেলে সজল হোসেন (১৮) বন্ধুদের সঙ্গে মাধাইনগর মাঠের মধ্যদিয়ে গোবিন্দপুর যাবার পথে মোনাক্ক চৌধুরীর শশা ক্ষেতের আইলে জিআই তারের বেড়া স্পর্শ হলে বিদ্যুতস্পৃষ্টে মারা যায়। কীর্তিপুর গ্রামের মনির উদ্দিনের ছেলে কাজল হোসেন ওই জমি বর্গা নিয়ে শশা চাষ করছিল এবং শশা চুরি ঠেকাতে খোলা মাঠে শশা ক্ষেতের চারপাশে জিআই তারের বেড়া দিয়ে অবৈধভাবে সেই বেড়ায় বিদ্যুত সংযোগ দিয়েছিল। খুলনার রাস্তাজুড়ে চামড়ার স্তূপ স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ মহানগরীর শেখপাড়া এলাকায় রাস্তাজুড়ে তিনদিন ধরে কোরবানির পশুর চামড়া স্তূপ করে রাখা আছে। এতে এলাকার পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। দুর্গন্ধে পথচারী ও এলাকাবাসী চরম দুর্ভোগ পোহাচ্ছে। বৃহস্পতিবার দুপুরে সরজমিনে দেখা যায়, মহানগরীর চামড়া পট্টি বলে পরিচিত শেখপাড়া সড়ক এবং পার্শ্ববর্তী গুরুত্বপূর্ণ শের ই বাংলা রোডে খোলা জায়গায় কোরবানির পশুর চামড়া স্তূপ আকারে রাখা আছে। স্থানীয় অধিবাসীরা জানায়, প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে ঈদের দিন থেকে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা চামড়া কিনে উন্মুক্ত স্থানে মজুদ করে রেখেছে। এতে মারাত্মক পরিবেশ দূষণ ঘটেছে। এলাকায় বসবাসকারী, ব্যবসায়ী এবং ওই রাস্তা দিয়ে যাতায়াতকারীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছে। উৎকট গন্ধে অনেক পথচারীর বমি হচ্ছে। কুমিল্লা নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা থেকে জানান, বিদ্যুতস্পৃষ্ট হয়ে নাজিম নামে রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ব্রাহ্মহ্মণপাড়া উপজেলার নাল্লা গ্রামে এ ঘটনা ঘটে। নাজিম ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে। বিকেলে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নারায়ণগঞ্জ নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ থেকে জানান, আড়াইহাজারে বিদ্যুতস্পৃষ্টে ইউসুফ নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর আড়াইটায় ইউসুফ ফ্রিজে বিদ্যুত সংযোগ দিতে গেলে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়। পরে তাকে আশঙ্কা জনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্ত্যবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পার্বতীপুরে মাদক বিক্রেতার মৃত্যু নিয়ে ধোঁয়াশা নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর, ১৫ সেপ্টেম্বর ॥ ঈদের দিন দুপুরে তহিদুল হক (৩৫) নামে মাদক বিক্রেতা হত্যাকা-ের শিকার হয়েছে। তার বাড়ি পার্বতীপুর উপজেলার রামপুর ইউনিয়নের ম-লপাড়া গ্রামে। গ্রামবাসী জানায়, নিহত তহিদুল তার দুই পার্টনার জহুরুল হক জহু (৪০) ও খলিল ওরফে মফা এবং সহযোগী খাদেমুল মিলে মাদক বিক্রির জন্য প্রতিদিনের মতো গ্রামের অদূরে দামুয়ার ডাঙ্গায় বেলা আনুমানিক ১১টার দিকে মিলিত হয়। এ নির্জন স্থানটি মাদক ও জুয়ার আখড়া হিসেবে পরিচিত। পাশেই তিস্তা ব্যারাজের ক্যানেলের পাড়ে বসেছে ঈদ আনন্দমেলা। দুপুরে তহিদুলের স্ত্রী আমেনা সংবাদ পায় তার স্বামী আনন্দমেলায় অজ্ঞান হয়ে পড়ে আছে। প্রথমে উপজেলা হেলথ কমপ্লেক্স ও পরে ল্যাম্ব হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তহিদুলকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরেই আনন্দমেলা ভেঙ্গে যায়। বিদ্যুতস্পৃষ্ট হয়ে মৃত্যুর গুজব ছড়িয়ে গা-ঢাকা দেয় তিন পার্টনার।
×