ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যে গ্রামে কোরবানি ঘরে ঘরে

প্রকাশিত: ০৪:০২, ১৬ সেপ্টেম্বর ২০১৬

যে গ্রামে কোরবানি ঘরে ঘরে

সমুদ্র হক ॥ দরিদ্রতার হার যে কমেছে তার উদাহরণ বগুড়ার গাবতলির শ্মশানকান্দি গ্রাম। যে গ্রামে বছর চারেক আগেও বেশিরভাগ পরিবার কোরবানির ঈদে ভাগে কোরবানি দিত। এবার প্রায় প্রতিটি পরিবার নিজেরাই পশু কোরবানি দিয়েছে। ওই গ্রামে আগে ছাম প্রথায় পশু কোরবানি হতো। এবারও হয়েছে তবে খুবই কম। বগুড়া শহর থেকে পাকা সড়ক ধরে প্রায় ১২ কিলোমিটার পূর্বে গাবতলির শ্মশানকান্দি গ্রাম। এবারের ঈদের দিনে বিকেলে গিয়ে চোখে পড়ে সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধনে কোরবানির ঈদ উদযাপিত হচ্ছে। গ্রামের প্রতিটি বাড়ি হয় পাকা না হয় টিনে ছাওয়া আধা পাকা। প্রতিটি বাড়ির সামনে কৃষি উপকরণ পাওয়ার টিলার ও শ্যালো ইঞ্জিন। বিদ্যুতায়িত এই গ্রামের প্রতিটি বাড়িতে ফ্যান টিভি রেফ্রিজারেটর ইলেকট্রনিক্স সামগ্রী আছে। প্রায় বাড়িতেই শিল পাটায় পিঁয়াজ রশুন মরিচ মশলা পেষা হয় না। তাদের ঘরে ব্লেন্ডার মেশিন আছে। যাদের ঘরে নেই তারা পাশের বাড়ি থেকে মশলা পিষে আনে। টিভি বিনোদনে তারা কেবল সংযোগে দেশের ও দেশের বাইরের অনুষ্ঠান উপভোগ করে। এই গ্রামে শিক্ষিতের হার খুব বেশি ছিল না। বর্তমানে প্রতিটি পরিবারের ছেলেমেয়ে লেখাপড়া করছে। এই গ্রামের অনেক পুরুষ কেউ মালয়েশিয়া, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কাজ করছে। মূলত তাদের পাঠানো রেমিট্যান্সে এই গ্রাম আগের চেয়ে এখন অনেক উন্নত। এছাড়া গ্রামের লোক কৃষিকাজের পাশাপাশি ব্যবসা বাণিজ্য করছে। গ্রামের মানুষের জীবনমানের ব্যাপক পরিবর্তন হয়েছে। এলাকার আব্দুস সাত্তার ফকির জানালেন তার তিন ছেলে বিদেশে থাকে। আগে দরিদ্রতার মধ্যে দিন গুজরান করতেন। বর্তমানে তা কেটে গেছে। তিনি সবজির ব্যবসা করেন। খোকা মোল্লার দুই ছেলে বিদেশে পাড়ি জমিয়েছেন। মৃত আকবর আলী পৌরসভায় চতুর্থ শ্রেণীর কর্মচারী ছিলেন। তার ছেলে কৃষি যন্ত্রাংশের ব্যবসা করেন। প্রতিটি বাড়ির সামনে শহর এলাকার মতো পশু কোরবানি চোখে পড়ে। এইসব পরিবার নিজেরাই এবার পশু কোরবানি দিয়েছে। বেশির ভাগ পরিবার গরু কোরবানি দিয়েছে। সবচেয়ে অবাক বিষয় হলো : এই গ্রামে কোরবানির গোশত্ বিতরণের জন্য ফকির পাওয়া যায়নি। এই গ্রাম প্রমাণ করেছে দারিদ্র্যের হার কতটা কমেছে। মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা নেই ॥ সেতুমন্ত্রী নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ১৫ সেপ্টেম্বর ॥ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ আগে থেকেই নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে। তবে এই মুহূর্তে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠানের কোন সম্ভাবনা নেই। কোন চাপও নেই। কাজেই মধ্যবর্তী নির্বাচনের নামে কোন মধ্যবর্তী রসিকতার প্রয়োজন নেই। ঈদের আগের দিন সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা টোল প্লাজায় অনলাইন ওয়েব বেজড ‘ওয়েয়িং স্কেল সিস্টেম’-এর উদ্বোধন শেষে সেতুমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। তিনি জানান, এই অনলাইন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মহাসড়কের স্থায়িত্ব বাড়বে এবং শৃঙ্খলা ফিরে আসবে
×