ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গ্রামীণ সড়ক বেহাল

প্রকাশিত: ০৩:৫৯, ১৬ সেপ্টেম্বর ২০১৬

গ্রামীণ সড়ক বেহাল

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নিম্নমানের কাজের ফলে রাস্তার কার্পেটিং উঠে যাওয়ায় মীরসরাই উপজেলার বিভিন্ন অঞ্চলের অর্ধ শতাধিক গ্রামীণ সড়ক বর্তমানে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এসব সড়ক দিয়ে ঈদে মানুষদের গাড়ি নিয়ে যেতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। সরেজমিনে দেখা যায়, উপজেলার গুরুত্বপূর্ণ রাস্তাগুলোর মধ্যে হাতেগোনা কয়েকটি রাস্তার উন্নয়ন হলেও বেশিরভাগ রাস্তাই চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভা এবং দুটি থানা নিয়ে মীরসরাই উপজেলা গঠিত। ১৬টি ইউনিয়নের মধ্যে প্রায় সবকটি ইউনিয়ন এবং মীরসরাই পৌরসভার প্রধান গ্রামীণ সড়কগুলোর বেহাল দশা। ছোট বড় গর্ত, কার্পেটিং উঠে গিয়ে কাদা মাটি ভরা সড়কগুলোতে গাড়ি চলাচলে হিমশিম খাওয়ার পাশাপাশি চলাচলরত মানুষদের দুর্ভোগের অন্ত নেই। উপজেলার ১নং করেরহাট ইউনিয়নের ওবায়দুল হক খন্দকার সড়কের অলিনগর অংশের কয়েক কিলোমিটার রাস্তায় ইট সুরকি উঠে গর্ত সৃষ্টি হয়ে মারাত্মক জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। জোরারগঞ্জ-প্রজেক্ট-টেকেরহাট সড়ক ও জোরারগঞ্জ-আবুতোরাব সড়ক, ধুম ইউনিয়নের জোরারগঞ্জ-বাংলাবাজার, ছদরমাদীঘি-নাহেরপুর সড়ক চলাচলের অযোগ্য হয়ে গেছে। ৬নং ইছাখালী ইউনিয়নের আবুরহাট-সাহেবদীনগর সড়কে গর্ত ও ভগ্নদশার জন্য গাড়ি বা হেঁটেও চলতে পারছে না। ৭নং কাটাছরা ইউনিয়নের বামনসুন্দর-এছাক ড্রাইভার সড়ক, বামনসুন্দর-আবুরহাট সড়ক সড়কেরও বেহাল দশা। ৮নং দুর্গাপুর ইউনিয়নের ঠাকুদীঘি-মহামায়া সড়কে সব সময় দূরদূরান্ত থেকে আসছে হাজার হাজার পর্যটক। প্রায় দুই কিলোমিটার এ সড়কে খানাখন্দ আর গর্তের কারণে পর্যটকদের পোহাতে হয় চরম দুর্ভোগ। ৯নং মীরসরাই ইউনিয়নের মীরসরাই-তালবাড়িয়া স্টেশন সড়কটির দুই কিলোমিটার জুড়ে প্রায় দশ বছর জুড়ে বড় বড় গর্তের ওপর দিয়ে দুর্ঘটনায় পতিত হয়ে মানুষ চলাচল করছে। ১১নং মঘাদিয়া ইউনিয়নের কালামিয়ার দোকান- আবুতোরাব-রামম-ল সড়কের ৩ কিলোমিটার জুড়ে গর্ত ও ধসে পড়াসহ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে সাধারণ মানুষ। ১৩নং মায়ানী ইউনিয়নের আবুতোরাব-দমদগমা সড়কজুড়ে ঝুঁকিপূর্ণ ব্রিজ, গর্ত আর কাঁচা অংশে ধসে পড়াসহ সীমাহীন দুর্ভোগ এখানকার মানুষের নিত্যসঙ্গী। ১৬নং সাহেরখালী ইউনিয়নের নিজামপুর-সাহেরখালী সড়কের শেষ অংশে কার্পেটিং উঠে বড় বড় গর্ত সৃষ্টি হয়ে প্রায় প্রতিদিনই গাড়ি বিকল হচ্ছে। অনেকে ঝুঁকির কারণে এ সড়কে গাড়ি নিয়ে চলাচল করছে না। এছাড়া ভোরেরবাজার-গজারিয়া, গজারিয়া-সমিতিরহাট-ভুঁইয়ারহাটের প্রায় ৫ কিলোমিটার জুড়ে গর্তের কারণে চলাচল করা দুরূহ হয়ে পড়েছে। করেরহাট ইউনিয়নের হাবিলদারবাসা-অলিনগর সড়ক দেখলে মনে হবে এটি যেন চাষ দেয়া জমি।
×