ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিদেশীদের নিরাপত্তা

সশস্ত্র আনসার নিয়োগের প্রস্তাব সরকারের

প্রকাশিত: ০৮:০৭, ১২ সেপ্টেম্বর ২০১৬

 সশস্ত্র আনসার নিয়োগের প্রস্তাব সরকারের

কূটনৈতিক রিপোর্টার ॥ বিদেশীদের নিরাপত্তায় বুলেটপ্রুফ গাড়ি, গাড়িতে সাদা নম্বর প্লেট ব্যবহার ও সশস্ত্র আনসার নিয়োগের প্রস্তাব দিয়েছে সরকার। এছাড়া দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বিদেশী কূটনীতিকরা। রবিবার বিদেশী কূটনীতিকদের সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এসব তথ্য জানান। বিদেশীদের নিরাপত্তায় নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরতে কূটনীতিকদের রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ব্রিফ করা হয়। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী তাদের ব্রিফ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে কূটনীতিকদের ব্রিফের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, বিদেশী কূটনীতিকদের সঙ্গে নিরাপত্তার বিষয়ে আলোচনা করেছি। তারা বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। সরকার তাদের বুলেটপ্রুফ গাড়ি আনা ও সাদা নম্বর প্লেট ব্যবহার করার অনুমতি দিয়েছে। এছাড়া আমরা সশস্ত্র আনসার বাহিনী তৈরি করেছি। তারা অর্থের বিনিময়ে আনসারদের ভাড়া করতে পারবেন। আনসার নিয়োগের প্রস্তাবও তাদের দেয়া হয়েছে। সাদা নম্বর প্লেটের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যদি কোন কূটনীতিক বিশেষ কোন নম্বর প্লেট ব্যবহার করতে না চান, তবে তিনি সাদা নম্বর প্লেট ব্যবহার করতে পারবেন। যদি তিনি সাদা নম্বর প্লেট ব্যবহার করেন, তবে তার গাড়িতে ব্যবহৃত বিশেষ নম্বর প্লেটটি রেখে দিতে হবে। উল্লেখ্য, কূটনীতিকরা বর্তমানে হলুদ নম্বর প্লেট ব্যবহার করে থাকেন। পররাষ্ট্রমন্ত্রী জানান, বিদেশীদের জন্য নেয়া শক্তিশালী নিরাপত্তা পদক্ষেপে তারা আস্থা ফিরে পেয়েছেন। এছাড়া গত কয়েক সপ্তাহে শীর্ষপর্যায়ের কয়েকটি সফরের মধ্য দিয়েও তার প্রতিফলন ঘটেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, অধিকতর নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার বিদেশী দূতাবাসগুলোকে বুলেটপ্রুফ গাড়ি, গাড়িতে সাধারণ নম্বর প্লেট ব্যবহারের অনুমতি ও অর্থের বিনিময়ে সশস্ত্র আনসার নিয়োগের প্রস্তাব দিয়েছে সরকার। নিরাপত্তার প্রশ্নে সরকারের কাছে বিদেশী দূতাবাসগুলোরও এ তিনটি দাবি ছিল প্রধান। সরকার সবগুলো দাবি পূরণের ব্যবস্থা নিয়েছে । নিরাপত্তা নিশ্চিতে ঢাকার দূতাবাসগুলোর অনুরোধ ছিল গাড়িতে সাধারণ নম্বর প্লেট ব্যবহার করা, যাতে বোঝা না যায় তাদের গাড়িগুলো কূটনীতিকদের গাড়ি। পৃথিবীর অনেক দেশে এ ব্যবস্থার প্রচলন আছে এবং তারা বিশেষ বা সাধারণ যে কোন নম্বর প্লেট ব্যবহার করলে সরকারের কোন আপত্তি নেই বলে জানানো হয়েছে। বিদেশীদের নিরাপত্তার প্রয়োজনে বিভিন্ন মিশন ও আন্তর্জাতিক সংস্থার অফিসে সশস্ত্র আনসার নিয়োগ দেয়া হবে। কোন মিশন ও সংস্থা প্রয়োজনে সরকারের কাছে আবেদনের প্রেক্ষিতে আনসার নিতে পারবে। তবে সশস্ত্র আনসার নিতে হলে প্রতি আনসার সদস্যের জন্য বাংলাদেশ সরকারের নিকট মাসে আড়াই শ’ ডলার (প্রায় ২০ হাজার টাকা) পরিশোধ করতে হবে। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত ব্রিফে ঢাকায় অবস্থানতর বিভিন্ন মিশনের প্রায় ৬০ জন কূটনীতিক অংশগ্রহণ করেন। এতে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ছাড়াও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ, পররাষ্ট্র সচিব এম শহীদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
×