ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভারতের জ্বালানি তেলের ট্যাঙ্কলরি বাংলাদেশ হয়ে ত্রিপুরায় গেল

প্রকাশিত: ০৬:৪৫, ১২ সেপ্টেম্বর ২০১৬

ভারতের জ্বালানি তেলের ট্যাঙ্কলরি বাংলাদেশ হয়ে ত্রিপুরায় গেল

অর্থনৈতিক রিপোর্টার ॥ সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে ভারতের জ্বালানি তেলের ট্যাঙ্কলরির প্রথম চালান বাংলাদেশ হয়ে ত্রিপুরায় গেছে। শনিবার দুপুর ২টার দিকে জ্বালানি তেলবাহী ১০টি ট্যাঙ্কলরি তামাবিল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। পরে সিলেট-তামাবিল সড়ক দিয়ে মৌলবিবাজার-শমশেরনগর-চাতলাপুর চেকপোস্ট হয়ে ভারতের ত্রিপুরার উদ্দেশে যাত্রা করে। বিকেলে আনুষ্ঠানিকভাবে ট্রানজিট এই সড়ক সংযোগের যাত্রাকালে সিলেট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শেখ মনিরুল ইসলাম, তামাবিল স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা আরিফুর রহমান, ভারতের পক্ষে মেঘালয়ের সড়ক বিভাগের আঞ্চলিক উপপরিচালক অসীম পাল চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। ভারতীয় পাহাড়ীপথে পেট্রোল ও ডিজেল পরিবহনে সমস্যার কারণে বাংলাদেশকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত জ্বালানি তেল পরিবহন হবে এই সড়ক দিয়ে। জ্বালানি তেলবাহী ট্যাঙ্কলরি পরিবহনে বাংলাদেশকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করতে প্রতি কিলোমিটারে প্রতিটনে ১ দশমিক ০২ পয়সা করে শুল্ক প্রদান করবে পরিবহনগুলো।
×