ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জমজমাট ইলেকট্রনিক্স পণ্যের বাজার ॥ ডীপফ্রিজের চাহিদাই বেশি

প্রকাশিত: ০৬:৪৫, ১২ সেপ্টেম্বর ২০১৬

জমজমাট ইলেকট্রনিক্স পণ্যের বাজার ॥ ডীপফ্রিজের  চাহিদাই বেশি

এমদাদুল হক তুহিন ॥ ঈদ উপলক্ষে জমে উঠেছে ইলেকট্রনিক্স পণ্যের বাজার। রাজধানী ঢাকাসহ দেশের প্রতিটি শোরুমে এখন উপচে পড়া ভিড়। কোরবানির ঈদকে কেন্দ্র করে ইলেকট্রনিক্স পণ্যের বিক্রি বেড়েছে অন্তত চারগুণ। কোন কোন দোকানে শেষ হয়ে গেছে পণ্যের নির্দিষ্ট মডেল। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, কোরবানির মাংস সংরক্ষণের জন্য ইলেকট্রনিক্স বাজারে এখন ডিপ ফ্রিজের চাহিদাই সবচেয়ে বেশি। ঈদ উপলক্ষে প্রতিটি ব্রান্ডই দিচ্ছে বিশেষ অফার। তাদের পণ্যে বিশেষ ছাড় ছাড়াও মিলছে বিদেশ ভ্রমণের সুযোগ। একটি বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত আসিফ হাসান এবারই প্রথম ঢাকায় ঈদ করছেন। বিয়ে করেছেন বছরখানেক আগে। তার স্ত্রী কর্মরত আছেন সরকারী প্রতিষ্ঠানে। স্ত্রী সাবিনা হকের ছুটি মিললেও স্বামীকে থাকতে হবে কাজে। ফলে ইচ্ছে থাকা সত্ত্বেও গ্রামের বাড়িতে করতে পারছেন না ঈদ। গ্রাম ছাড়াও ঢাকায় দিতে হচ্ছে কোরবানি। তাই ফ্রিজ কিনতে গিয়েছিলেন ফার্মগেটের হু-াগলিতে। কথা হলে এই দম্পত্তি জানান, ঢাকায় থাকতে হচ্ছে। তাই কোরবানির মাংস রাখতেই ডিফ ফ্রিজ কিনেছি। দেশের সবচেয়ে বড় ইলেট্রনিক্স পণ্যের বাজার স্টেডিয়াম মার্কেট ঘুরে জানা গেল, এবার ঈদে ডিপ ফ্রিজের চাহিদাই সবচেয়ে বেশি। তবে অন্য পণ্যের চাহিদাও কম নয়। কেউ কেউ পছন্দের এলইডি টিভি কিনছেন। একই বাজারে মোবাইলের বিক্রিও বেশ। অন্যান্য শোরুম ঘুরে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফ্রিজ, টিভি, এয়াকন্ডিশনার ও হোম এ্যাপ্লায়েন্স পণ্য বিক্রি হচ্ছে ব্যাপকভাবে। শুক্রবার সরেজমিনে ঘুরে দেখা গেছে, রাজধানীর সবগুলো শোরুমেই এখন উপচে পড়া ভিড়। দুপুরে স্টেডিয়াম মার্কেটের স্যামস্যাং শোরুমে কথা হয় ইলেক্ট্রা ইন্টারন্যাশনালের সিনিয়র এক্সিকিউটিভ রিয়াজ আহমেদ মন্টুর সঙ্গে। তিনি জনকণ্ঠকে বলেন, ঈদ উপলক্ষে আমাদের পণ্যের চাহিদা বৃদ্ধি পেয়েছে সর্বোচ্চ ৮০ শতাংশ। ডিপ ফ্রিজের প্রতিই ক্রেতাদের বেশি আগ্রহ। আকর্ষণীয় অফারের মধ্যে বিশেষ ছাড় ছাড়াও স্ক্রাচ কার্ড ঘষে ক্রেতারা পাচ্ছেন বিদেশ ভ্রমণের সুযোগ। কোন কোন পণ্যের সঙ্গে পাওয়া যাচ্ছে আয়রন, ব্ল্যান্ডার বা ঈদ গার্ড। তিনি জানান, সর্বনিম্ন ১৪ হাজার ৯০০ টাকায় ২৪ ইঞ্চির এলইডি ইলেক্ট্রা টিভি মিলছে তাদের শোরুমে। তবে স্যামস্যাংয়ের একই মডেলের এলইডির দাম পড়বে ২৪ হাজার ৮০০ টাকা। মোবাইল বিক্রি প্রসঙ্গে তিনি জানান, গড়ে ১৫ থেকে ২০টি মোবাইল বিক্রি হয় এই শোরুমে। জানা গেলে, ক্রেতা চাহিদা ও বিক্রি নিয়ে তিনি বেশ সন্তুষ্ট। ফার্মগেটের হুন্ডা গলিতে র‌্যাংগস ইলেকট্রনিক্সের শোরুমে কথা হয় বিক্রয় সহকারী শহীদুল সোহেলের সঙ্গে। তিনি জনকণ্ঠকে বলেন, এখন ডিপ ফ্রিজের চাহিদাই সবচেয়ে বেশি। সর্বনিম্ন ২০ হাজার টাকায় বিক্রি হচ্ছে ডিপ ফ্রিজ। ২৩ হাজার ৯০০ টাকায় মিলছে এই ব্রান্ডের এলইডি টিভি। তিনি জানান, র‌্যাংগসের পাওয়ার ব্যাংক মোবাইলের চাহিদাও ব্যাপক। এ সময় বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত আসিফ আরমান এই মডেলের একটি হ্যান্ডসেট কিনছিলেন। তিনি বলেন, দীর্ঘ সময় চার্জ থাকার কারণে হ্যান্ডসেটটির প্রতি আগ্রহ ছিল, অনেকের কাছে শুনেছি এটি খুব কার্যকর। তাই কিনে নিলাম। ফার্মগেটের এলজি শোরুমে কথা হয় বিক্রয় সহকারী ইশতিয়াক রেজার সঙ্গে। তিনি জনকণ্ঠকে বলেন, অন্য সময়ের তুলনায় আমাদের ব্রান্ডের ইলেকট্রনিক্স পণ্যের চাহিদা বেড়েছে প্রায় চারগুণ। বিক্রি নিয়ে আমরা বেশ সন্তুষ্ট। তিনি জানান, এই ব্রান্ডের ১৪১ লিটারের ডিপ ফ্রিজ বিক্রি হচ্ছে মাত্র ২২ হাজার টাকায়। আর ৩০১ লিটারের দাম পড়ছে ৩৪ হাজার ২২০ টাকা। তিনি বলেন, মাত্র ১৪ হাজার টাকায় পাওয়া যাচ্ছে এই ব্রান্ডের এলইডি টিভি, আর একই ব্রান্ডের এলইডি টিভির সর্বোচ্চ দাম ৭ লাখ টাকা। সিঙ্গার ব্রান্ডের এক কর্মকর্তা বলেন, এবার সিঙ্গারের ডিপ ফ্রিজের চাহিদা সবচেয়ে বেশি। আকর্ষণীয় আউটলুকিংয়ের কারণে ফ্রিজগুলোর প্রতি ক্রেতাদের বাড়তি আকর্ষণ লক্ষ্য করা গেছে। গুলিস্তান স্টেডিয়াম মার্কেটে ওয়ালটন ফোনের একটি দোকানে কথা হয় সেলস এক্সিকিউটিভ আসিফ দেওয়ানের সঙ্গে। তিনি বলেন, অন্য সময়ের তুলনায় মোবাইলের চাহিদা তেমন নয়। নতুন নতুন ব্রান্ড আসায় প্রতিযোগিতায় টিকে থাকতে আমাদের বিশেষ অফার দিতে হচ্ছে। প্রিমিও আর ফোর প্লাস মডেলের হ্যান্ডসেটে মিলছে সেলফি স্টিক। দাম পড়ছে মাত্র ১০ হাজার ৯৯০ টাকা। স্টেডিয়াম মার্কেটে ওয়ালটন ইলেট্রনিক্স শোরুমে কথা হয় বিক্রয় প্রতিনিধি সজলের সঙ্গে। তিনি জানান, দেশীয় পণ্য হওয়ায় এই ব্রান্ডের প্রতি একটি বিশেষ গোষ্ঠীর আগ্রহ খুব বেশি। চাহিদা বেড়েছে প্রায় ৪ গুণের উপরে। তিনি জানান, ঈদ উপলক্ষে তাদের পণ্যে ১২ শতাংশ পর্যন্ত ছাড় রয়েছে। বিক্রয় প্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা যায়, ওয়ালটনের ১৪ ইঞ্চি এলইডি টিভির দাম পড়ছে মাত্র ৯ হাজার ৯০০ টাকা। আর ২৪ ইঞ্চি এলইডি টিভির দাম পড়বে ১৩ হাজার ৯০০ টাকা। সর্বনিম্ন ২০ হাজার ৫০০ টাকায় পাওয়া যাবে ডিপ ফ্রিজ, আর সবচেয়ে কম দামে ফ্রিজ কেনা যাবে ১৭ হাজার ৮০০ টাকায়। অন্যদিকে ইলেকট্রনিক্স পণ্য নিয়ে ক্রেতাদের অভিযোগেরও শেষ নেই। গুলিস্তানে কথা হয় একটি বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত মাজহারুল হক অনিকের সঙ্গে। ফ্রিজ কিনতে আসা অনিক জানান, অধিকাংশ কোম্পানিই তাদের প্রতিশ্রুতি রক্ষা করে না। গ্যারান্টি কিংবা ওয়ারেন্টি দেয়া থাকলেও তা আসলে তেমন কাজে আসে না। তবে বিক্রেতা ও ব্রান্ড সংশ্লিষ্টরা বলছেন তারা তাদের প্রতিশ্রুতি রক্ষায় বদ্ধপরিকর।
×