ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এলাচের দাম বেড়েছে ২০০ টাকা

প্রকাশিত: ০৬:৪৫, ১২ সেপ্টেম্বর ২০১৬

এলাচের দাম বেড়েছে ২০০ টাকা

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঈদ-উল-আজহা সামনে রেখে গত একমাসে কয়েক দফা বেড়েছে মসলা জাতীয় সব পণ্যের দাম। এর মধ্যে মাসের ব্যবধানে প্রতিকেজি এলাচের দাম বেড়েছে ২০০ টাকা। মসলার দাম বাড়া নিয়ে কাওয়ান বাজারের পাইকারি ব্যবসায়ী আশরাফ আলী বলেন, ‘কোরবানির ঈদের সময় মসলার দাম কম-বেশি বাড়ে। এবারও কিছুটা বেড়েছে। চাহিদা বাড়ায় কয়েকটি পণ্যের দাম বেড়েছে। এর মধ্যে আদা, রসুন ও এলাচের দাম বেশি বেড়েছে। মানভেদে এলাচের দাম বেড়েছে ২০০ টাকা পর্যন্ত।’ বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শওকত আলী ওয়ারেছী বলেন, ‘ঈদে মসলার বাজারে উত্তাপ ছড়াতে সংঘবদ্ধ চক্র সক্রিয় থাকে। খুচরা ব্যবসায়ীরাও কিছুটা সুযোগ নেন। কোন সিন্ডিকেট মসলার বাজার থেকে যাতে অযৌক্তিক মুনাফা নিতে না পারে সেজন্য বাণিজ্য মন্ত্রণালয়ের একাধিক মনিটরিং টিম কাজ করছে।’ বাজারে সাধারণত সাত-আট ধরনের এলাচ পাওয়া যায়। রাজধানীর পাইকারি বাজারে মানভেদে প্রতিকেজি এলাচ এক হাজার ২০০ থেকে এক হাজার ৬৫০ টাকায় বিক্রি হচ্ছে। ভারতের কেরল ও তামিলনাড়ুর এলাচ এক হাজার ৪৫০ থেকে এক হাজার ৫৫০ টাকায় বিক্রি হচ্ছে। ভারতের এসব এলাচের প্রতিকেজির দাম একমাস আগে ছিল এক হাজার ২৫০ থেকে এক হাজার ৩৫০ টাকা। গুয়াতেমালার এলাচ এক হাজার ১০০ থেকে এক হাজার ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। এই এলাচ একমাস আগে ছিল এক হাজার ১০০ টাকা। এলাচের দাম বেড়েছে ২০০ টাকা অর্থনৈতিক রিপোর্টার ॥ ঈদ-উল-আজহা সামনে রেখে গত একমাসে কয়েক দফা বেড়েছে মসলা জাতীয় সব পণ্যের দাম। এর মধ্যে মাসের ব্যবধানে প্রতিকেজি এলাচের দাম বেড়েছে ২০০ টাকা। মসলার দাম বাড়া নিয়ে কাওয়ান বাজারের পাইকারি ব্যবসায়ী আশরাফ আলী বলেন, ‘কোরবানির ঈদের সময় মসলার দাম কম-বেশি বাড়ে। এবারও কিছুটা বেড়েছে। চাহিদা বাড়ায় কয়েকটি পণ্যের দাম বেড়েছে। এর মধ্যে আদা, রসুন ও এলাচের দাম বেশি বেড়েছে। মানভেদে এলাচের দাম বেড়েছে ২০০ টাকা পর্যন্ত।’ বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শওকত আলী ওয়ারেছী বলেন, ‘ঈদে মসলার বাজারে উত্তাপ ছড়াতে সংঘবদ্ধ চক্র সক্রিয় থাকে। খুচরা ব্যবসায়ীরাও কিছুটা সুযোগ নেন। কোন সিন্ডিকেট মসলার বাজার থেকে যাতে অযৌক্তিক মুনাফা নিতে না পারে সেজন্য বাণিজ্য মন্ত্রণালয়ের একাধিক মনিটরিং টিম কাজ করছে।’ বাজারে সাধারণত সাত-আট ধরনের এলাচ পাওয়া যায়। রাজধানীর পাইকারি বাজারে মানভেদে প্রতিকেজি এলাচ এক হাজার ২০০ থেকে এক হাজার ৬৫০ টাকায় বিক্রি হচ্ছে। ভারতের কেরল ও তামিলনাড়ুর এলাচ এক হাজার ৪৫০ থেকে এক হাজার ৫৫০ টাকায় বিক্রি হচ্ছে। ভারতের এসব এলাচের প্রতিকেজির দাম একমাস আগে ছিল এক হাজার ২৫০ থেকে এক হাজার ৩৫০ টাকা। গুয়াতেমালার এলাচ এক হাজার ১০০ থেকে এক হাজার ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। এই এলাচ একমাস আগে ছিল এক হাজার ১০০ টাকা।
×