ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মরগান-নাটকে বদলে যাচ্ছে সমীকরণ

প্রকাশিত: ০৬:১৮, ১২ সেপ্টেম্বর ২০১৬

মরগান-নাটকে বদলে যাচ্ছে সমীকরণ

স্পোর্টস রিপোর্টার ॥ ইয়ন মরগানের নাটকে কা-ে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডে (ইসিবি) বড় রকমের ঝাঁকুনি লেগেছে। কারণ অধিনায়ক মরগানকে ফ্রন্টলাইনে রেখেই ইসিবি ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনা করছিল। ইসিবি বস এ্যান্ড্রুু স্ট্রস জানিয়েছেন, কেউ স্বেচ্ছায় বাংলাদেশ সফরে না গেলে পরবর্তীতে তার দলে জায়গা নিশ্চিত নয়, ভাল খেলে অন্য ক্রিকেটার সেখানে সুযোগ পেতেও পারেন। টেস্ট অধিনায়ক এ্যালিস্টার কুকসহ একাধিক তারকা এরই মধ্যে সফরটি করতে চাইছেন, সেই দলে আছেন প্রাধান কোচ ট্রেভর বেইলিস, সহকারী পল ফারব্রেস। ইংলিশ গণমাধ্যম তাই স্কটিশ বংশোদ্ভূত মরগানের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলেছে। বলা হচ্ছে, ‘ইংল্যান্ডকে ভালবেসে হয় বাংলাদেশ সফরে যাও, নয় তো দায়িত্ব ছেড়ে দাও।’ কুকের নেতৃত্বে স্থীতিশীল ক্রিকেট খেলছে ইংল্যান্ড টেস্ট দল। ব্যাট হাতে অত্যন্ত বাজে ফর্মে থাকার পরও মাঝে দীর্ঘ সময় ইসিবি ওয়ানডে অধিনায়ক মরগানকে সমর্থন দিয়ে এসেছে। কিন্তু সেই তিনি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে জট পাকিয়ে ফেলায় ইংলিশরা বিব্রত। এমন একজনকে মধ্যমণি করে চ্যাম্পিয়ন্স ট্রফি-বিশ্বকাপের মতো বড় দুটি আসরের দিকে এগোনো যায় কিনা, সেই প্রশ্ন উঠে গেছে। স্থানীয় ডেইল টেলিগ্রাফকে মরগান বলেছেন, ‘আইপিএলে একবার ম্যাচ খেলার সময় বাইরে বোমা বিস্ফোরণ হয়েছিল। তখন দ্রুত বিমানবন্দরে চলে যাই। আবার বাংলাদেশে যখন প্রিমিয়ার ডিভিশনে খেলতে গিয়েছিলাম, তখন সেখানে নির্বাচনী সহিংসতা ছিল ভয়বাহ। এ রকম পরিস্থিতি আমাকে বিক্ষিপ্ত করে দিয়েছিল। নিজেকেই প্রশ্ন করেছি, আবার এমন পরিস্থিতিতে পড়তে চাই কি না।’ সেখানে ওয়ানডে অধিনায়ক বাংলাদেশে আসছেন না বলে প্রায় নিশ্চিত করা হয়েছে। এরপর আরেক ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল শিরোনাম করেছে, ‘বাংলাদেশ সফরের দল থেকে সরে দাঁড়িয়ে মরগান কেবল নিজের ক্যারিয়ারই নয়, দেশকেই ডোবাচ্ছেন।’ সাবেক ইংল্যান্ড অধিনায়ক, ধারাভাষ্যকার ও কলামিস্ট নাসের হুসেইন গার্ডিয়ান পত্রিকায় দেয়া সাক্ষাতকারে বলেছেন, ‘এতে করে মরগান দলে তার নেতৃত্ব হারাতে পারে।’ সাবেক পেসার ডেরেক প্রিঙ্গল টুইটে মরগানকে ব্যঙ্গ করে লিখেছেন, ‘ভারত সফরে বোমা হামলার স্মৃতির কথা বলে মরগান বাংলাদেশে যাচ্ছে না। কিন্তু সে তো ভারতে যাওয়া বন্ধ করেনি।’ ডেইলি মেইলের বক্তব্য, ‘তরুণ সতীর্থদের জন্য যখন তাদের অধিনায়ককে বেশি প্রয়োজন, তখন মরগান এমন কাজ করেন কি করে?’ পত্রিকাটির দাবি, ‘দলে সে সবচেয়ে বিচ্ছিন্ন ও আবেগহীন এক চরিত্র। আশ্রীত দেশের হয়ে উচ্চাকাক্সক্ষা পূরণের জন্য সে নিজের দেশকে বাদ দিতেও দ্বিধা করেনি।’ সব মিলিয়ে ইংল্যান্ড ক্রিকেটের ভবিষ্যতের প্রশ্নটাও তাই এসে যাচ্ছে। টেলিগ্রাফ নিশ্চিত করেছে, বাংলাদেশ সফরে সহকারী জস বাটলারকেই অধিনায়ক করা হবে। তবে ইসিবির ভেতরের বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যম বলছে, ভবিষ্যতের বিষটি গুরুত্ব দিলে দায়িত্বটা জো রুটকেই দেয়া উচিত। তিনি বর্তমানে টেস্টের সহ-অধিনায়ক এবং দলের অন্যতমসেরা পারফর্মার। ওদিকে মরগানকে নিয়ে যখন নাটকের পর নাটক তখন বাংলাদেশ সফরে আসতে নিজের আগ্রহের কথা জানিয়েছেন তারকা পেসার স্টুয়ার্ট ব্রড। তিনি বলেন, ‘২০০৮ সালেও ভারত সফরে মুম্বাইয়ে বোমা হামলার পর এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। আমি মনে করি, দুনিয়াটা বদলে গেছে, নিরাপত্তা ঝুঁকি এখন সব জায়গাতেই রয়েছে। তাই বলে জীবন থেমে থাকবে না। দুঃখজনক হলেও এটাই বস্তাবতা। আমাদের সবারাই বাংলাদেশে যাওয়া উচিত।’ সফরে ঢাকা ও চট্টগ্রামে (৭ অক্টোবার থেকে ১ নবেম্বর) ইংলিশরা টাইগারদের সঙ্গে তিন ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজে অংশ নেবে। রয়েছে তিনটি প্রস্তুতি ম্যাচ। সম্ভাব্য ইংল্যান্ড দল ॥ টেস্ট দল ॥ এ্যালিস্টার কুক (অধিনায়ক), জো রুট, আদিল রশিদ, স্টুয়ার্ট ব্রড, গ্যারি ব্যালান্স, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, মঈন আলি, ক্রিস ওকস, জেমস এ্যান্ডারসন, মার্ক উড, বেন ফোকস, বেন ডাকেট, হাসিব হামিদ ও লিয়াম ডওসন। ওয়ানডে দল ॥ জস বাটলার / জো রুট (অধিনায়ক), জো রুট, জেসন রয়, বেন স্টোকস, মঈন আলি, জনি বেয়ারস্টো, ক্রিস ওকস, আদিল রশিদ, ডেভিড উইলি, মার্ক উড, লিয়াম প্ল্যাঙ্কেট, ক্রিস জর্ডান, লিয়াম ডওসন, বেন ডাকেট, স্যাম বিলংস।
×